WBCHSE Computer Science Suggestion 2024: উচ্চ মাধ্যমিক কম্পিউটার সায়েন্স শেষ মুহূর্তের সাজেশন! এই প্রশ্নগুলো মিস করবে না

WBCHSE HS Computer Science Suggestion 2024

বিজ্ঞান বিভাগের কম্পিউটার সায়েন্স ছাত্র-ছাত্রীদের জন্য অবশেষে শেষ মুহূর্তের সেরা প্রশ্ন গুলি সাজেশন হিসেবে নিয়ে হাজির আমরা আজকের পোস্টে। সারা বছর যারা ঠিকমতো বিষয় সময় দিতে পারেনি তাদের জন্য শেষ মুহূর্তের বুস্টার বলা যেতে পারে! হাতে সময় একদম কম তার মধ্যে থেকেই বেছে বেছে সেরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এ বছর উচ্চ মাধ্যমিক ২০২৪ পরীক্ষাতে আসতে পারে তার লিস্ট তৈরি করা হয়েছে তোমরা নিজের প্রশ্ন গুলো অবশ্যই খুব মন দিয়ে প্র্যাকটিস করবে।

   

তবে হ্যাঁ কম্পিউটার সায়েন্স বিষয়টা এরকম যেখানে সম্পূর্ণভাবে নিজের ভালোবাসা না থাকলে সেখানে সারা বছর সময় না দিলে শেষ মুহূর্তে এসে খুব একটা ফল পাবে না তবুও যেটুকু সময় আছে নষ্ট না করে নিচের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো ভালো করে তৈরি করে যেও কোন কোন জায়গায় প্রশ্নের ধরন বা ডিজিট বদলে দিতে পারে কিন্তু প্রশ্নের প্যাটার্ন একই থাকবে।

WBCHSE HS Computer Science Suggestion 2024
বিষয়কম্পিউটার সাইন্স
পরীক্ষার তারিখ২২ শে ফেব্রুয়ারী, ২০২৪ (বৃহস্পতিবার)

WBCHSE Computer Science Suggestion: উচ্চমাধ্যমিক কম্পিউটার সায়েন্স সাজেশন ২০২৪

a) Master slave J-K Flip-Flop এর Circuit diagram অংকন করো এবং কার্যনীতি ব্যাখ্যা কর।

b) একটি 3 bit Ripple-up Counter এর circuit diagram, state transition Diagram এবং Truth Table লেখো।

c) একটি 4 bit PISO এর block diagram টি অংকন কর।

d) পার্থক্য লিখো:

  • i) Asynchronous এবং Synchronous
  • ii) Positive edge triggering এবং Negative edge triggering
  • iii) Combinational circuit এবং Sequential circuit
  • iv) Latch এবং Flip-flop

e) Ring Counter অথবা Joanson Counter এর কার্যনীতি লিখো

a) Stack এর PUSH operation টির Algorithm লেখো।

b) Call-by-value এবং Call-by-reference ব্যাখ্যা কর।

c) নিচের ফাংশন গুলির কাজ উল্লেখ কর:- calloc(), Maloc(), fseek(), ftell(), fgete()

d) Single Linked List এ নতুন একটি নোেট যোেগ করার জন্য Algorithm লেখ। (দুটি নোটের মাঝে)

e) Shift register বলতে কী বোঝ?

5) a) Search engine কাকে বলে? উদাহরণ দাও।

b) Web browser উদাহরণ দাও ও বৈশিষ্ট্য লিখ।

c) বিভিন্ন প্রকার Transmission mode উদাহরণ সহ আলোচনা কর।

d) যেকোনো একটি টোপলজির সুবিধা ও অসুবিধা লেখ।

e) Firewall বলতে কি বোঝ।

f) Telnet কী?

A) a) C++ Programming language ব্যবহার করে কোন নাম্বারকে Revers হিসাবে প্রিন্ট করার programটি লিখ।

b) C++ Class এ object এর মাধ্যমে একটি পূর্ণ সংখ্যা odd না even, তা check করার program টি লিখ।

c) C++ এ Class এর Public এবং Private member এর পার্থক্য লিখো। d) C++ constructor এর বৈশিষ্ট্য লিখো।

e) Data Member কাকে বলে? উদাহরণ দাও।

f) Reference variable বলতে কী বোঝ? উদাহরণ দাও।

B) a) Relational algebra তে selection operation ও set difference উতারসহ ব্যাখ্যা কর।

b) Relationship কাকে বলে। একটি One to many relationship এর উদাহরণ দাও।

c) উদাহরণসহ সুপার কি ব্যাখ্যা কর। d) উদাহরণসহ INF সুপার ব্যাখ্যা কর।

e) SQL syntax লিখ। INSERT, DELETE, UPDATE

f) SQL Command লেখো: Book (Book ID, Name, Price)

  • a) Book_id অনুসারে Descending order এ সকল বই-এর তালিকা দেখাও
  • b) সকল বই এর দেখাও যে গুলির দাম 500 টাকার বেশী।

HS Computer Science Suggestion 2024: উচ্চমাধ্যমিক কম্পিউটার সাইন্স সাজেশন PDF ডাউনলোড

উচ্চমাধ্যমিক কম্পিউটার সায়েন্স সাজেশন শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন486
KB
PDF Download ↓

তোমাদের সুবিধার জন্য এবং ভবিষ্যতে প্র্যাকটিস করার জন্য নিচে পিডিএফ এর লিংক দেওয়া রইল তোমরা সংগ্রহ করে নিতে ভুলনা আর অবশ্যই বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও। বিজ্ঞান বিভাগের অন্যান্য সমস্ত বিষয়ের সাজেশন ইতিমধ্যেই আমাদের পোর্টালে রয়েছে যারা এখনো কালেক্ট করেনি তারা কালেক্ট করো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অগ্রিম অভিনন্দন রইল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram