দিনের পর দিন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির ফি এর পরিমাণ বেড়েই চলেছে ফলে মেধা থাকা সত্ত্বেও দরিদ্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য অর্থের অভাবে যেতে পারে না। এই জন্য সরকারের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয় এর পাশাপাশি বিভিন্ন সংস্থা ছাত্রছাত্রীদের জন্য নানান স্কলারশিপের ব্যবস্থা করে থাকে।
আজকের এই প্রতিবেদনে এমনই একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীরা প্রতিবছর ২০ হাজার টাকা পাবে। এই স্কলারশিপটির নাম হল LTIMindtree Samruddha স্কলারশিপ। কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? এবং কিভাবে আবেদন করবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
LTIMindtree Samruddha স্কলারশিপ
দেশের অন্যতম জনপ্রিয় বহুজাতিক তথ্য প্রযুক্তি পরিষেবা এবং পরামর্শকারী সংস্থা Larsen & Toubro Infotech Limited এর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র ছাত্রীরা বার্ষিক ২০ হাজার টাকা পর্যন্ত পেতে পারে।
স্কলারশিপের পরিমাণ
এই স্কলারশিপে আবেদন করলে নির্বাচিত পড়ুয়ারা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত পেতে পারে। অর্থাৎ সকলেই এই স্কলারশিপ থেকে ২০ হাজার পাবে না। ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে তা নির্ভর করবে তার বিগত পরীক্ষার নাম্বার ও পরিবারের বার্ষিক আয়ের উপর এবং বর্তমানে ওই পড়ুয়া কোন কোর্সে পড়াশোনা করছে। এছাড়াও এই স্কলারশিপের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
আরো স্কলারশিপ » কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ৫০০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন
আবেদনের যোগ্যতা
(১) এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পাস করে আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হতে হবে। কোন কোন কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাবে তা নিচের তালিকাটিতে দেওয়া রয়েছে।
নং | কোর্সের নাম |
---|---|
১) | B.C.A. (Bachelor of Computer Applications) |
২) | B.E./B.Tech. |
৩) | B.C.S. (Bachelor of Computer Science) |
৪) | B.Sc. [CS] (Bachelor of Science in Computer Science) |
(২) এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এবং যে সকল ছাত্রছাত্রীরা ডিপ্লোমার পর এই স্কলারশিপে আবেদন করবে তাদেরকেও ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে তবেই তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
(৩) এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য অবশ্যই ছাত্রছাত্রীদের পরিবারের বার্ষিক ইনকাম ৬ লক্ষ টাকার নিচে হতে হবে।
(৪) যেকোনো Cast এর পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে সকলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কিন্তু এই স্কলারশিপের ৫০% বৃত্তির পরিমাণ মেয়েদের জন্য ধার্য করা হয়েছে।
আরো দেখো » কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ দেখেনিন? এবার সবার জন্য রয়েছে সরকারি স্কলারশিপ
LTIMindtree Samruddha Online Application: আবেদন প্রক্রিয়া
স্কলারশিপে ছাত্রছাত্রীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রথমে বিদ্যাসারথী পোর্টালের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর স্কলারশিপ সেকশন থেকে LTIMindtree Samruddha স্কলারশিপের অপশনটি বেছে নিতে হবে।
এরপর প্রথমে নাম মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে আবেদন পত্র সম্পূর্ণ করতে হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এই স্কলারশিপে আবেদন করার ডাইরেক্ট link নিচে দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
এবার দেখে নেওয়া যাক এই স্কলারশিপে যে সকল ছেলেমেয়েরা আবেদন করতে চাইছে তাদের কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে।
- আবেদনকারীর নিজস্ব পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ।
- আবেদনকারীর আধার কার্ড
- আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
- আবেদনকারীর নিজস্ব ব্যাংকের পাসবুক
- বিগত পরীক্ষার মার্কশীট অর্থাৎ দশম এবং দ্বাদশ শ্রেণীর মার্কশিট।
- ভর্তির রশিদ এবং এডমিশন ফি
- প্যান কার্ড (Optional)।
অনলাইন আবেদনের সরাসরি লিংক » Apply link
দেখে নিন » Colgate Scholarship: কোলগেট স্কলারশিপে ছাত্রছাত্রীরা পাবে ৭৫,০০০ টাকা! দেরী না করে এখনি আবেদন করুন
আবেদনের শেষ তারিখ
২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০৯.১০.২০২৩ তারিখ এবং প্রক্রিয়া চলবে আগামী ২৯.০১.২০২৪ তারিখ পর্যন্ত। পরবর্তীকালে আবেদনের সময়সীমা বাড়ানো হলেও তা অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ এর মাধ্যমে জানতে পেরে যাবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »