WBBSE Madhyamik Exam 2024 Reporting Time: মাধ্যমিকে নিয়ে আবারো উঠে এলো বড় আপডেট, এবার এগিয়ে এলো রিপোর্টিং টাইম! ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শুরুর সময় ইতিমধ্যেই এগিয়ে আসার জন্য অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, এমনকি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কে হাইকোর্টের কাছে ভৎসনারও শিকার হতে হয়েছে। তবে এবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় এগিয়ে আসা নিয়ে বড় ঘোষণা করলো পর্ষদ।
ছাত্রছাত্রীদের কোন সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে? কতক্ষণ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকবে? এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষক বা শিক্ষিকা যারা পরীক্ষা পরিদর্শক হিসাবে থাকবেন তাদেরকে কিন্তু আরো আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। সমস্ত কিছু তুলে ধরা হল আজকের প্রতিবেদনে তাই পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলের জন্যই এই পোস্টটি গুরুত্বপূর্ণ।
মাধ্যমিক পরীক্ষার রিপোর্টিং টাইম নিয়ে পর্ষদের আপডেট
ছাত্র-ছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৯ঃ৪৫ মিনিট থেকে। তবে সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের দু’ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করার জন্য বলা হয়েছে।
ছাত্রছাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা না থাকলেও অবশ্যই সকাল সাড়ে আটটা (৮:৩০) থেকেই ছাত্র-ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবে। প্রথম দিন পরীক্ষা সিট খোজা, তার সঙ্গে পরীক্ষা পরিবেশ এর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এক ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে।
ছাত্র-ছাত্রী ও পরীক্ষকদের রিপোর্টিং টাইম
পরীক্ষা শুরুর সময় | সকাল ৯:৪৫ |
শিক্ষক-শিক্ষিকাদের প্রবেশের সময় | সকাল আটটার আগে |
ছাত্র-ছাত্রী পরীক্ষার্থীদের প্রবেশের সময় | ৮:৩০ আটটা থেকে |
শিক্ষক-শিক্ষিকাদের আটটার আগে স্কুলে না পৌঁছালে পরীক্ষা কেন্দ্র সেই রিপোর্ট পর্ষদ কে পাঠাতে হবে।
এটাও দেখে রাখুন » Madhyamik Pariksha 2024: মাধ্যমিক পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে! ভুল করলে, পরীক্ষা বাতিল হতে পারে
সকাল ৯: ৪৫ থেকে দুপুর ১ টা পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষার কেন্দ্র নিয়ে যথেষ্টই সচেতন পর্ষদ, সেটা চারিদিকে বাউন্ডারি ওয়ালে ঘেরা পরীক্ষার সেন্টার কিংবা সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ সম্পূর্ণ সুরক্ষা দিক থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে রয়েছে। যদিও এবারে অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নিচে থাকা রয়েছে, তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের গাইড করার জন্য সমস্ত সুবিধা পরীক্ষা কেন্দ্রে দেওয়া থাকবে। (https://wbbse.wb.gov.in/)
অবশ্যই সামনে রাখুন » মাধ্যমিক কন্ট্রোল রুম! সমস্যা হলে কোন নাম্বারে ফোন করবে? দেখে নাও
পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার আগে সকল প্রকার সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যই কন্ট্রোল রুম খোলা হয়েছে, নিজের জেলার কন্ট্রোল রুমের নাম্বার পেতে পোষ্টটি পড়ে নিন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »