HS Education Question Paper 2024: উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪, সম্পূর্ণ উত্তর সহ PDF!

Anjan Mahata

Published on:

WBCHSE HS Education Question Paper 2024 PDF

HS Education Question Paper 2024 PDF: উচ্চ মাধ্যমিকের আর্টস বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষাবিজ্ঞান। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১৬ই ফেব্রুয়ারি, আজ অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের মতামত অনুযায়ী আজকের পরীক্ষার প্রশ্নপত্র অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্রের তুলনায় সহজ ছিল। আজকের এই পোস্টে উচ্চ মাধ্যমিকের শিক্ষা বিজ্ঞান বিষয় প্রশ্নপত্রটির পিডিএফ দেওয়া হয়েছে সঙ্গে সম্পূর্ণ উত্তর করে দেওয়া হয়েছে।

   
HS Education Question Paper 2024
পূর্ণমান৭০ নম্বর
তারিখ২১ শে, ফেব্রুয়ারি (বুধবার)
পরীক্ষার সময়সূচি৩ ঘন্টা ১৫ মিনিট
প্রশ্নপত্রের পিডিএফনিচে দেওয়া আছে

উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র (HS Education Question Paper 2024)

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফ ফাইল আকারে নিচে দেওয়া হয়েছে। এই প্রশ্নপত্রটি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে কারণ তারা এই প্রশ্নটি এনালাইস করে সহজেই বুঝতে পারবে তাদের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ।

উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৪ MB
Download Now
HS Education Question Paper 2024

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান উত্তর

এবার দেখে নিন উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সমূহ। এক্ষেত্রে শুধুমাত্র শর্ট প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে বড় প্রশ্ন গুলোর উত্তর তোমরা নিজেরা করে নিও।

MCQ সম্পূর্ণ উত্তরসমূহ(i) d, (ii) c, (iii) b, (iv) a, (v) c, (vi) b, (vii) b, (viii) a, (ix) b, (x) c, (xi) b, (xii) d, (xii) b, (xiii) c, (xiv) c, (xv) c, (xvi) b, (xvii) c, (xviii) b, (xix) a, (xx) b, (xxi) c, (xxii) a, (xxiii) b

আগামী দিনের পরীক্ষার সাজেশন

আগামী দিনে উচ্চ মাধ্যমিকের আর্টস বিভাগের যে সমস্ত পরীক্ষাগুলি আছে স্যার সমস্ত সাজেশন নিচে দেওয়া হয়েছে। তোমাদের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলোর সাজেশন নিচের থেকে সংগ্রহ করে নাও।

বিষয়সাজেশন ডাউনলোড লিংক
ভূগোল (Geography)Download Pdf
ইতিহাস (History)Download Pdf
কম্পিউটার আ্যপ্লিক্যাশন (Computer Application)Download Pdf
রাষ্ট্রবিজ্ঞান (Polytical Science)Download Pdf
উচ্চমাধ্যমিক আর্টস সংসদ টেস্ট পেপার (Arts All Subject’s)Download Pdf

আগামী দিনের পরীক্ষা গুলোর জন্য তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের যদি কোন সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। এবং পরবর্তী সময়ে ক্যারিয়ার রিলেটেড সমস্ত গাইড পেতে আমাদের সোশ্যাল মাধ্যমে যুক্ত হয়ে যাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram