HS Chemistry Question Paper 2024: বিগত ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার ছিল বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের মতামত অনুযায়ী আজকের প্রশ্ন পত্রটি মোটামুটি সহজ ছিল। আজকের পরীক্ষার প্রশ্নপত্র টি অর্থাৎ ২০২৪ সালের রসায়ন বিষয়ের প্রশ্নপত্রের পিডিএফ নিচে দেওয়া হয়েছে এবং ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এর উত্তর গুলি করে দেওয়া হয়েছে।
HS Chemistry Question Paper 2024 | |
---|---|
পূর্ণমান | ৭০ নম্বর |
তারিখ | ২৪ শে, ফেব্রুয়ারি (শনিবার) |
পরীক্ষার সময়সূচি | ৩ ঘন্টা ১৫ মিনিট |
প্রশ্নপত্রের পিডিএফ | নিচে দেওয়া আছে |
উচ্চ মাধ্যমিক রসায়ন প্রশ্নপত্র (HS Chemistry Question Paper 2024)
এবছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চমাধ্যমিক রসায়ন প্রশ্নপত্রের পিডিএফ নিচে দেওয়া হয়েছে। এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তাই অবশ্যই নিচের লিংক থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রটি সংগ্রহ করে নাও।
উচ্চ মাধ্যমিক রসায়ন প্রশ্নপত্র ২০২৪ | 3.8 MB |
Download Now | ✅ |
উচ্চমাধ্যমিক রসায়ন উত্তর
২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রসায়নে যে সকল mcq গুলি এসেছিল তার সমস্ত উত্তর নিচে করে দেওয়া হয়েছে। তোমরা সেগুলি তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও এবং দেখে নাও তোমার কতগুলি উত্তর ঠিক হয়েছে। বড় প্রশ্নগুলোর উত্তর তোমরা বই থেকে দেখে নিও।
MCQ প্রশ্নপত্রের উত্তরসমূহ | (i) a, (ii) c, (iii) a, (iv) d, (v) a, (vi) b, (vii) a, (viii) c, (ix) b, (x) a, (xi) d, (xii) d, (xiii) c, (xiv) d |
আগামী দিনের পরীক্ষার সাজেশন
উচ্চমাধ্যামিক বিজ্ঞান বিভাগের অলরেডি সমস্ত বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে শুধুমাত্র জীববিদ্যা বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি EduTips Bangla এর পক্ষ থেকে শুধুমাত্র অংক বাদ দিয়ে বাকি সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে। অংক তোমরা যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষায় তোমরা তত ভালো নাম্বার পাবে, তাই অংকের সাজেশনটি দেওয়া হয়নি। জীব বিদ্যার সাজেশন দেওয়া হয়েছে তোমরা নিচের লিংকে ক্লিক করে সহজেই সেটি ডাউনলোড করে নিতে পারবে।
বিষয় | সাজেশন ডাউনলোড লিংক |
---|---|
জীববিদ্যা (Biology) | Download Pdf |
উচ্চমাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার (Science full Syllabus) | Collect Free Copy |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »