HS Sanskrit Question Paper 2024: উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র ২০২৪, সম্পূর্ণ উত্তর সহ পিডিএফ সংগ্রহ করে নাও

Anjan Mahata

Published on:

HS Sanskrit Question Paper 2024 WBCHSE

HS Sanskrit Question Paper 2024: যে সকল ছাত্র-ছাত্রীরা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের আজ ২৪ শে ফেব্রুয়ারি, শনিবার ছিল সংস্কৃত বিষয়ের পরীক্ষা। আজকের এই পরীক্ষায় ছাত্রছাত্রীরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়েছে এবং অধিকাংশ ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ভালো হয়েছে। আজকের এই পোস্টে উচ্চ মাধ্যমিক সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্রের সঙ্গে সম্পূর্ণ উত্তর নিচে পিডিএফ আকারে দেওয়া হয়েছে।

   
HS Sanskrit Question Paper 2024
পূর্ণমান৭০ নম্বর
তারিখ২৪ শে, ফেব্রুয়ারি (শনিবার)
পরীক্ষার সময়সূচি৩ ঘন্টা ১৫ মিনিট
প্রশ্নপত্রের পিডিএফনিচে দেওয়া আছে

উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র (HS Sanskrit Question Paper 2024)

২০২৫ সালে যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ২০২৪ সালের প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে 2024 সালের সম্পূর্ণ প্রশ্ন পত্রের পিডিএফ নিচে দেওয়া হয়েছে। ২০২৪ সালের প্রশ্নপত্র এনালাইস করে সহজেই বুঝতে পারবে ২০২৫ সালে তাদের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ।

উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র ২০২৪255 kb
Download Now
HS Sanskrit Question Paper 2024

উচ্চমাধ্যমিক সংস্কৃত উত্তর

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সংস্কৃত বিষয়ের ছোট প্রশ্নগুলির উত্তর করে দেয়া হয়েছে। ছাত্র-ছাত্রীরা উত্তরগুলো মিলিয়ে বুঝতে পারবে তারা কতকগুলো সঠিক উত্তর দিয়েছে।

MCQ প্রশ্নাবলীর
সম্পূর্ণ উত্তরসমূহ
(i) d, (ii) c, (iii) c, (iv) b, (v) d, (vi) d, (vii) a, (viii) d, (ix) c, (x) a, (xi) d, (xii) a, (xiii) b, (xiv) b, (xv) c

আগামী দিনের পরীক্ষার সাজেশন

উচ্চমাধ্যমিক আর্টস বিভাগের আগামী দিনে যে সকল পরীক্ষাগুলি রয়েছে সেই সকল পরীক্ষার অধ্যাযভিত্তিক সাজেশন নীচে দেওয়া হয়েছে। তোমাদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের পাশে থাকা ডাউনলোড অপশন এ ক্লিক করে সেই বিষয়ের সম্পূর্ণ সাজেশন ডাউনলোড করে নাও।

বিষয়সাজেশন ডাউনলোড লিংক
দর্শন (Philosophy)Download Pdf
ভূগোল (Geography)Download Pdf
ইতিহাস (History)Download Pdf
কম্পিউটার আ্যপ্লিক্যাশন (Computer Application)Download Pdf
রাষ্ট্রবিজ্ঞান (Polytical Science)Download Pdf
উচ্চমাধ্যমিক আর্টস সংসদ টেস্ট পেপার (Arts All Subject’s)Download Pdf

আগামী দিনের পরীক্ষাগুলির জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। মন দিয়ে পড়াশোনা করো এবং জীবনের লক্ষ্যে এগিয়ে যাও। পরীক্ষার পর সমস্ত রকম ক্যারিয়ার গাইড এবং স্কলারশিপ সংক্রান্ত সমস্ত সাহায্য পেতে আমাদের সোশ্যাল মাধ্যমে যুক্ত হয়ে যাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram