HS History Question Paper 2024 : উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৪, সম্পূর্ণ উত্তর সহ PDF সংগ্রহ করে নাও

WBCHSE HS History Question Paper 2024 Pdf Download

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা আশা করি ভালোই চলছে! আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস পরীক্ষা ছিল। আর আজকের এই পোষ্টের মাধ্যমে তোমাদের জন্য এই ইতিহাস পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র পিডিএফ এবং তার সঙ্গে প্রশ্নের কিছু কিছু উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে। পরবর্তী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশাপাশি তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছ তাদের ক্ষেত্রে উত্তর মেলাতে এবং তোমরা কতটা ঠিক করলে সেগুলোর জন্য তোমরা সংগ্রহ করে রাখতে পারো নিজের প্রশ্নর pdf টি।

   

WB HS History Question Paper 2024 (উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৪)

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যেকোনো বোর্ডের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিগত বছরগুলোর প্রশ্নপত্র সংগ্রহ করে তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি হতে পারে সে সম্পর্কে অবগত হওয়া যায়। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে অবশ্যই এই প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। না হলে পরে বিপদে পড়তে হবে। পিডিএফ ডাউনলোডের লিংক নিচে দেওয়া রইল সেখানে ক্লিক করে ডাউনলোড করে নাও।

HS History MCQ Question Answer

উচ্চমাধ্যমিক ২০২৪ এর ইতিহাস পরীক্ষার শুধুমাত্র MCQ এর উত্তর গুলো দেওয়া রইল। তোমরা সেখান থেকে উত্তরগুলো মিলিয়ে নাও। আর বিভিন্ন বড় কোশ্চেন গুলোর উত্তর তোমরা বই থেকে দেখে নাও।

1. (b) 2. (c) 3. (a) 4. (d) 5. (d) 6. (b) 7. (c) 8. (c) 9. (a) 10. (b) 11. (b) 12. b 13. (a) 14. (b) 15. (d) 16. (d) 17. (a) 18. (b) 19. (c) 20. (a) 21. (b) 22. (d) 23. (b) 24. (b)

WBCHSE HS History 2024 Question Paper PDF

উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র ২০২৪ (সম্পূর্ণ উত্তর সহ)5.4 MB
Download Now
HS Political Science Suggestion 2024: উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশনView PDF
HS Geography Suggestion 2024: উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন! (প্রাকৃতিক ও আঞ্চলিক) অধ্যায়ভিত্তিকView PDF

তো প্রিয় কলা বিভাগের ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে! পরবর্তী পরীক্ষাগুলির সাজেশন ইতিমধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হয়েছে যারা এখনো সংগ্রহ করেনি তারা উপরের লিঙ্ক থেকে পিডিএফ সংগ্রহ করে নিয়ে শেষ পরীক্ষার আগে অবশ্যই চোখ বুলিয়ে যেও। তার সঙ্গে বড় প্রশ্নগুলো যেগুলো গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে প্র্যাকটিস করতে ভুলবে না! পরীক্ষার শেষের পরবর্তী থেকে পড়াশুনা যাবতীয় গাইড তোমরা আমাদের তরফ থেকে পাবে তাই সঙ্গে যুক্ত থাকো বন্ধুদের সঙ্গে শেয়ার করো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram