HS Pass Scholarship: উচ্চ মাধ্যমিক পাশ করলেই ১০ হাজার টাকা! নতুন ঘোষণা, কিভাবে পাবেন জেনে নিন

HS Pass Scholarship Scholarship for 12th passed students by Government Westbengal

Westbengal Higher Secondary Pass Scholarship 2024: ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর! রেজাল্ট বেরোনোর পরেই হাতে মিলবে ১০ হাজার থেকে বারো হাজার টাকা, তাও একদম পড়াশোনা করার জন্য সরকারের কাছ থেকে। তবে অনেক ছাত্রছাত্রীরা জানেনা কিভাবে আবেদন করতে হয়? এই টাকা কিভাবে তারা ব্যাংক একাউন্টে পাবে এবং এই স্কলারশিপ কিভাবে তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুবিধা করে দেবে।

   

Scholarship for 12th passed students by Government Westbengal: উচ্চ মাধ্যমিক পাস ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ছাত্র ছাত্রীদের বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ প্রকল্পগুলির ব্যাপারে সংক্ষেপে বুঝিয়ে বলব। তার সঙ্গে কিভাবে সেগুলোতে যোগ্যতা অর্জন করলেই টাকা পেতে পারবে, সে বিষয়ে গাইড করব। এ প্রতিবেদনে শেষ পর্যন্ত থাকবেন।

উচ্চ মাধ্যমিক পাশের পরই ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ

অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছেন! কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি নিয়ে পড়াশোনা করলে ক্যারিয়ারের সুবিধা হবে তার সঙ্গে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা তথা স্কলারশিপ পেতে পারবে সেগুলো নিয়ে আজকে বলেছি।

উচ্চ মাধ্যমিকের পর জেনারেল লাইনে গ্রাজুয়েশন করা কিংবা প্রফেশনাল কোন কোর্স নিয়ে পড়াশোনা করা। যেমন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং; আর্টসের ছাত্র-ছাত্রীদের আইন, ফাইন আর্টস, হোটেল ম্যানেজমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে বাণিজ্য বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স – সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরো বেশি সুযোগ সুবিধা রয়েছে।

কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য?

উচ্চ মাধ্যমিকের পরবর্তীকালে স্কলারশিপের টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা মানদণ্ড রয়েছে।

  • যেমন ছাত্র-ছাত্রীকে পরবর্তীকালে গ্র্যাজুয়েশন লেভেলের কলেজে ভর্তি অবশ্যই হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে
  • অবশ্যই ন্যূনতম ৫০ থেকে ৬০% নম্বর পেতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় কম হলে বাড়তি সুবিধা পাবে।

অবশ্যই দেখুন » কেন্দ্র সরকারের ন্যাশনাল স্কলারশিপ! ছাত্রছাত্রীরা পাবে ৫০০০০ টাকা, আবেদন পদ্ধতি জানুন

নম্বরের ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ

পাশ নম্বর থাকলেইওয়েসিস, ঐক্যশ্রী স্কলারশিপ (১০ হাজার টাকা পর্যন্ত পাবে)
৫০ শতাংশ নম্বরমুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ পাবে (১০০০০ টাকা)
৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেলেস্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে (১২০০০ থেকে ৬০ হাজার টাকা)
৮০ শতাংশের বেশি নম্বর পেলেএবং বেসরকারি স্কলারশিপ গুলোতে টাকা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে

আরো জানুন » স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: 60% নম্বরের বিকাশ ভবন বৃত্তি (Swami Vivekananda Scholarship SVMCM)

কত শতাংশ নম্বরে কোন সরকারি বা প্রাইভেট স্কলারশিপ রয়েছে তার আপডেট আমরা ইতিমধ্যেই আগে দিয়ে রেখেছি তাই যেকোন সমস্ত ছাত্র-ছাত্রীরা এখনো সেই গুলির ব্যাপারে আপডেট পাওনি তারা অবশ্যই সেটি দেখে নিও। যখন ফরম ফিলাপ আবেদন শুরু হবে সমস্ত কিছু আমরা তোমাদের জানিয়ে দেবো তাই আমাদের সঙ্গে যুক্ত থাকো

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram