Google নিয়ে এল Photomath App, অঙ্কে ভয় পেলে এখনই এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার পদ্ধতি জেনে নিন!

Google photomath app

Google Photomath app Learn how to use it: প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে সব থেকে একটি কঠিন বিষয় হলো অংক। ছাত্রছাত্রীরা এই অংক বিষয়টা নিয়ে অনেক ভয়ে থাকে। তবে কিছু কিছু ছাত্র-ছাত্রীর অংক কষতে বেশ মজা লাগে। অংক এমন একটি বিষয় যেখানে মূল বা প্রাথমিক পদ্ধতি জানলে বা বুঝতে পারলে সহজেই করা যেতে পারে। এর সঙ্গে আরও একটি কথা মাথায় রাখতে হবে যে এক একটি অংককে অনেকবার করে কষতে হবে যতবার একটি অংক কে করা হবে সেই অংক অনেকটা মনে গেঁথে যাবে। তবে অংককে মুখস্ত করলে চলবে না। কারণ অংকের কোন একটি জায়গায় একটি ছোট অংশ ভুলে গেলে পুরো অংকটাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

   

   যেসব ছাত্র-ছাত্রীরা এই অংক কে সবথেকে বেশি ভয় পায় এবং সমাধান করার সময় পিছিয়ে যায়। তাদের জন্যই গুগল একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে। যেটার নাম গুগল ফটো ম্যাথ অ্যাপ্লিকেশন (Google Photo Math Application)। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জটিল থেকে জটিলতর অংকের শুধুমাত্র ছবি তুলে স্ক্যান করলেই এই অ্যাপটি ওই অংকের সমাধান দিয়ে দেবে। এতে যেমন ছাত্রছাত্রীদের সুবিধা হবে তেমনই বিভিন্ন শিক্ষকের ক্ষেত্রেও নতুন অংকের সমাধান খুঁজতে এই অ্যাপ্লিকেশনটি অনেক সুবিধা জনক হবে।

গুগল ফটো ম্যাথ অ্যাপ্লিকেশন কি? (What Google Photo Math Application?)

Photo Math একটি প্রথম তৈরি করেন দামির সাবল (Damir Sabol)। তিনি ২০১৪ সালে তার তিন সন্তানের অংক সমাধানের জন্য এই অ্যাপটি প্রথম লঞ্চ করেন।তারপরে ২০২২ সালে গুগল এই অ্যাপটিকে তাদের তাদের সঙ্গে অধিগ্রহণের জন্য আগ্রহ দেখায় এবং ২০২৩ সালের মার্চ মাসে এটি Google LLC -তে অধিকৃত হয়। এরপর এর জনপ্রিয়তা বাড়তেই থাকে। Google Play Store -এর হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি ১০ কোটি বা ১০০ মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করেছে। গুগলের এই অ্যাপ্লিকেশনটিকে ছাত্রছাত্রীরা অনেক পছন্দ করেছে এবং এই অ্যাপটির ৪.২ স্টারে [4.2☆] ২ মিলিয়ন রেটিং রয়েছে।

গুগল ফটো ম্যাথ অ্যাপ্লিকেশনের সুবিধা (Benefits of Google Photo Math Application)

Photo Math Application এর মাধ্যমে পাটিগণিত, বীজগণিত থেকে শুরু করে জ্যামিতি, পরিমিতি এমনকি ত্রিকোণমিতির মতো বিভিন্ন জটিল অংকের সহজেই সমাধান পাওয়া যায়। এই অ্যাপ্লিকেশনের ব্যবহারটাও খুবই সহজ ফলে সহজেই এটা সবাই ব্যবহার করতে পারে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা অংককে অনেক ভয় পেত তাদের আর ভয় পাওয়ার কোন দরকার নেই। তবে এখনো পর্যন্ত গুগলের এই অ্যাপটিতে বাংলা ভাষাতে অংকের সমাধান হয় না, কিন্তু তোমরা যদি বাংলা ভাষার অংককে ইংরেজিতে টাইপিং বোর্ডে লিখতে পারো তাহলে তার সমাধান পেতে পারবে। আর খুব তাড়াতাড়ি গুগল বাংলা ভাষাতে অংকের সমাধান আনতে চলেছে এই অ্যাপটিতে।

আরোও পড়ুন » PM Kaushal Vikas Yojana: ৮০০০ টাকা সঙ্গে বিনামুল‍্যে কোর্স করাচ্ছে কেন্দ্র সরকার! জানুন কারা পাবেন?

Google Photo Math Application এর ব্যবহার পদ্ধতি (How to you use Google Photo Math Application?)

Google Photo Math App টি শুধুমাত্র গুগল প্লে স্টোর (Google Play Store) -এ পাওয়া যাবে। অ্যাপেল স্টোরে পাওয়া যাবে না কারণ এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড এর অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ব্যবহার করার পদ্ধতি নিচে দেওয়া রইল।

  1. তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) ওপেন করে সেখানে ইংরেজিতে সার্চ করতে হবে ফটো ম্যাথ (Photo Math)
  2. সার্চ করার পর তোমরা সেখানে এক্স চিহ্ন দেওয়া একটি লাল রঙের লোগোযুক্ত [X=] এইরকম দেখতে অ্যাপ্লিকেশন পাবে।
  3. তারপরে ওই এপ্লিকেশনের উপরে টাচ করে ইন্সটল (Install) বাটনে ক্লিক করলেই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে।
  4. এরপর ওই অ্যাপটি খুলে অ্যাপটিকে কিছু পারমিশন দিতে হবে। সেগুলো দেওয়ার পরেই তোমার সামনে ওই অ্যাপের লেন্স বা ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপর তোমার যেই অংকের সমাধান চাই ওই ক্যামেরাটিকে সেই অংকের উপর নিয়ে গিয়ে একটি ছবি তুললেই ওই অংকের সমাধান পেয়ে যাবে।
  5. অথবা, ওই অ্যাপ্লিকেশনের ক্যামেরার ছবি তোলার শাটার বাটনের (Shutter Button) বাঁ দিকের ক্যালকুলেটর (Calculator) অপশনে ক্লিক করে সেখানে অংক টাইপ করেও অংকের সমাধান পেয়ে যাবে।

Play Store থেকে সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নাও » Download Now

অবশ্যই পড়ুন » পড়ুয়াদের সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে রাজ্য সরকারের “সাইবারের সহজপাঠ” কোর্স! কিভাবে আবেদন করবেন জেনেনিন।

আশা করি আজকের এই পোস্টটি সকল ছাত্র-ছাত্রীদের জন্য খুবই উপকারী। এবং যে সকল ছাত্রছাত্রীরা অংকে দুর্বল সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপ। তাই আজকের এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তোমার সেই সকল বন্ধুদের শেয়ার করো যারা অংকে দুর্বল বা অঙ্কে ভয় পেয়ে থাকে যাতে তারাও এই অ্যাপটির সুবিধা নিতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram