Food SI Exam Guidelines 2024: ফুড SI পরীক্ষার আগে কমিশনের বিশেষ নির্দেশিকা! অবশ্যই দেখে নাও

Nitya Gorai

Updated on:

Food SI Exam Guidelines 2024 WBPSC

আগামী ১৬ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনের ফুড SI (Food Sun Inspector)-এর পরীক্ষা। পরীক্ষায় যোগ্য প্রার্থীরা গত ২ মার্চ থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অধিকাংশ ছাত্রছাত্রী সংগ্রহ করে নিয়েছেন। ১৬ এবং ১৭ মার্চ অর্থাৎ শনিবার ও রবিবার দুইদিন ৩ টে করে অর্থাৎ ৬ টা সিফট এ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে

   

ফুড SI পরীক্ষা কমিশনের নির্দেশিকা

পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড এ উল্লেখিত পরীক্ষা কেন্দ্র এবং নিজের শিফট ছাড়া অন্য কোথাও বা অন্য শিফট এ পরিখা দিতে পারবেন না। মেরিট লিস্ট তৈরি হবে অন্যান্য পরীক্ষার মত normalized score এর ভিত্তিতে। যদিও কমিশনের তরফে এখনো এই বিষয়ে কিছু জানানো হয় নেই।পরীক্ষার কিছুদিন আগেই কমিশনের তরফে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি নির্দেশিকা জারী করা হয়েছে, যে গুলি হলো:-

WBPSC Food SI Exam Guidelines 2024

১) পরীক্ষা শুরু হবার কমপক্ষে ১০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

২) পরীক্ষা শুরু হয়ে গেলে কোনো পরীক্ষার্থী প্রবেশের অনুপ্রবেশ পাবে না।

৩) পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র জমা করে আসতে হবে,তারা প্রশ্নপত্র নিয়ে বাড়ি ফিরতে পারবেন না।

৪) পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী বাথরুম বা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন না কোনরকম ব্যতিক্রম বা জরুরিকালীন অবস্থা ছাড়া।

৫) পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ ছাড়া অন্য কোনওরকম সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভেতর প্রবেশ যাবে না।

৬) পরীক্ষার্থীরা মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, পোর্টেবল স্ক্যানার, ব্লুটুথ ডিভাইস, যোগাযোগ স্থাপনকারী যে কোনওরকম গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। নির্দেশের অমান্য করলে কড়া আইনত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভবিষ্যতের যে কোনও পরীক্ষা বাতিল করা হতে পারে।

৭) পরীক্ষার্থীদের ব্যাগের সমস্ত জিনিস নিজেদের দায়িত্বে রাখতে হবে। কোনো প্রকার জিনিস হারিয়ে বা চুরি হয়ে গেলে কমিশন দায়ী থাকবে না।

Note: Your Application Id for Competitive Examination for Recruitment to the post of Sub-Inspector in the Subordinate Food & Supplies Service, Grade-III, under Food & Supplies Department, Govt. of West Bengal, 2022 starting with "2304" is available in Login/Signin Section.

আরো আপডেট » WB Police SI Recruitment 2024: রাজ্য পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগ! বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন

উপরের নির্দেশ গুলি ছাড়াও পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এ দেওয়া অন্যান্য নির্দেশ গুলি মেনে চলতে বলা হচ্ছে এবং পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট psc.wb.gov.in-এ গিয়ে ভিজিট করতে এবং সকল প্রকার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে বলা হচ্ছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram