WB Food SI Exam Question Paper Leaked: রাজ্যে নিয়োগ দুর্নীতি খুবই সাধারণ ব্যাপার বহু বছর ধরেই চলে আসছে এই দুর্নীতি, যার ফলে আশাহত চাকরিপ্রার্থীরা। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে চাকরি প্রার্থীদের আশা জাগিয়েছিল পশ্চিমবঙ্গ ফুড SI নিয়োগ। এই পরীক্ষায় আবেদন করেছিলাম লক্ষাধিক পরীক্ষার্থী। কিন্তু এবারেও নিয়োগ দুর্নীতি চরমে। পরীক্ষা শুরুর আগেই ভাইরাল পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষার প্রশ্ন, শুধুমাত্র প্রশ্ন নয় প্রশ্নের সাথে উত্তরও ভাইরাল। হাজার হাজার টাকা দামে বিক্রি হচ্ছে প্রশ্ন ও উত্তর।
পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষা
গতকাল অর্থাৎ ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষা আজ পরীক্ষার দ্বিতীয় দিন। ১৬ই মার্চ এবং ১৭ ই মার্চ এই দুদিন মোট ৬টি শিফটে পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছিল। পরীক্ষার প্রথম দিনেই ফাঁস হয়েছিল প্রশ্নপত্র এরপর দ্বিতীয় দিন উত্তরসহ ফাঁস হল প্রশ্নপত্র।
অবশ্যই পড়ুন » বর্তমানে রাজ্য এবং কেন্দ্রের যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে! সেরা ৫ টি চাকরি, আজই আবেদন করুন
উত্তর সহ পরীক্ষার প্রশ্ন ফাঁস
পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আয়োজিত করা পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষার প্রথম দিনেই ফাঁস হয়েছিল প্রশ্নপত্র। ঐদিন মিডিয়ার সামনে কয়েকজন পরীক্ষার্থী জানিয়েছে তাদের সামনেই কয়েকজন ছাত্রছাত্রী পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করে প্রশ্নের ছবি তোলে কাউকে পাঠাচ্ছিল এবং তারপর সমস্ত উত্তর। এমনটা শুধু কয়েকটি পরীক্ষা কেন্দ্রে হয়নি অনেক পরীক্ষা কেন্দ্রেই হয়েছে প্রশ্ন ফাঁস।
এরপর দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু হওয়ার আগেই বেরিয়ে গিয়েছিল প্রশ্ন। এবং এইদিন তৃতীয় শিফটের পরীক্ষার আগেই উত্তর বিক্রি হচ্ছে না বিভিন্ন টেলিগ্রাম ও whatsapp গ্রুপে। এমনটাই অভিযোগ জানিয়েছেন ছাত্র-ছাত্রীরা ।
পশ্চিমবঙ্গের সরকারি চাকরির অবস্থা
চলতি বর্ষে পশ্চিমবঙ্গ ফুড SI এর মোট শূন্য পদ ৪৮০ টি কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা 13 লক্ষের উপরে। তবুও আশার আলো খুঁজছিলেন পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত যুবক-যুবতী। কিন্তু পরীক্ষার এমন অবস্থা দেখে হতাশ বহু পরীক্ষার্থী। কিছু কিছু পরীক্ষার্থী পরীক্ষা হল থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েছে। বর্তমান সময়েপশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি চরম পর্যায়ে, এ অবস্থায় পশ্চিমবঙ্গের সরকারি চাকরির অবস্থা কোন পথে? ও বেকার শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ কি? এ নিয়ে প্রশ্ন তুলেছে সমস্ত রাজ্যবাসী।
পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষার ফলাফল জানতে এবং Answer key জানতে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন » https://psc.wb.gov.in
কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত চাকরির আপডেট সবার আগে পেতে এবং চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »