ভারতের অন্যতম একটি সন্মানীয় সরকারি চাকরি হল Indian Administrative Service (IAS) – এর চাকরি, যে চাকরির মাধ্যমে দেশের উচ্চপদস্থ আমলা হওয়ার সুযোগ পাওয়া যায়। তাই লক্ষ লক্ষ প্রার্থী স্বপ্ন দেখে IAS Officer হওয়ার, তবে এই লক্ষাধিক চাকরিপ্রার্থীর মধ্যে হাতে গোনা অল্প কিছুজন চাকরিপ্রার্থীই চূড়ান্ত পরিশ্রম আর অধ্যাবসার মাধ্যমে স্বপ্নের এই চাকরীর দোরগোড়াতে পৌঁছাতে পারেন।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কর্তৃক আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে IAS হয়ে দেশ সেবার স্বপ্ন দেখে থাকেন অনেকেই, কিন্তু সঠিক পদক্ষেপ ও প্রশিক্ষণের অভাবে অনেকসময় অধরাই থেকে যায় স্বপ্নের চাকরি। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের কাছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করবো। তাই নিম্নলিখিত সম্পূর্ন লেখা পড়লে IAS সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারবেন।
Eligibility: IAS হতে কি যোগ্যতা লাগবে?
Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
IAS officer – হওয়ার জন্যে UPSC (Union Public Service Commission) কর্তৃক আয়োজিত CSE (Civil Services Examination) পরীক্ষা দেওয়ার জন্য candidate -দের Minimum Educational Qualification Graduation নির্ধারণ করা হয়েছে অর্থাৎ, এক্ষেত্রে Candidate – দের যেকোন UGC স্বীকৃত University বা College থেকে Graduate হতে হবে।
এছাড়া Medical Students -রাও চাইলে এই exam দিতে পারে তবে এক্ষেত্রে উল্লেখ্য, যদি সে degree complete করে থাকে এবং কোন Internship Program-এ নথিভুক্ত থাকে তবেই সে এই exam দিতে পারে ।
যেসমস্ত Candidate CA, ICWA, ICSI exam পাশ করেছেন তারাও এই পরীক্ষায় বসতে পারেন। এই সর্বভারতীয় পরীক্ষায় Professionals and non-Professionals উভয় candidate – দেরই বসার সুযোগ দেওয়া হয়েছে। যে কোন বিষয় নিয়ে স্নাতক পাস হওয়া দরকার।
বয়সসীমা (Age Criteria)
IAS officer হওয়ার জন্যে সর্বনিম্ন বয়স 21 এবং সর্বোচ্চ বয়স 37 নির্ধারণ করা হয়েছে। তবে বিভিন্ন Cast অনুযায়ী বয়সসীমা হল –
- General – 21 থেকে 32 বছর
- SC/ST – 21 থেকে 37 বছর
- OBC – 21 থেকে 35 বছর
- PwD – 40 বছর বয়স অবধি।
IAS Exam Recruitment process (নিয়োগ পদ্ধতি)
UPSC তিনটি ধাপের মাধ্যমে IAS officer – দের নিয়োগ করে থাকে। যথা – Preliminary Examination, Main Examination এবং Interview
Preliminary Exam: Preliminary Exum সাধারণত প্রতিবছর June মাসে নেওয়া হয়। এক্ষেত্রে মোট 02 টি Compulsory paper ( General Studies Paper 1 & General Studies Paper 2, এগুলি সাধারনত CSAT নামে পরিচিত )
Main Exam: Preliminary exam clear করার পর Main Exum – এ appear হতে গেলে UPSC DAF Form fill up করা বাধ্যতামূলক। CSE – এর এই main exum প্রতিবছর সাধারনত
September অথবা, October মাসে নেওয়া হয়। সর্বভারতীয় এই exam – এ 01 – টি English Paper, 01 – টি Essay Paper, 04 – টি General Studies Papers এবং 02 – টি Optional Papers সহ মোট 9 টি Papers – এর পরীক্ষা নেওয়া হয়। UPSC CSE main exam এর মোট নম্বর 1750।
Interview Personality Test (ইন্টারভিউ)
যেসব candidate – রা UPSC CSE Main Exum crack করতে পারে তাদের interview – এর জন্য ডাকা হয়, যেখানে Candidates দের 275 Marks – এর Personality test নেওয়া হয়। এই interview panel – এ subject matter experts, psychologists, bureaucrats, educationists এবং board chairperson থাকেন যাঁরা candidate – দের interview নিয়ে থাকেন।
UPSC CSE – এর তিনটি ধাপে পাশ করা candidates – দের নিয়ে final ranking করা হয়। Final ranking mains এবং interview – এর উপর নির্ভর করে। এই Merit list – এ High rank candidates – দের IAS cadre – এ select করা হয়।
Training (আইএএস অফিসারদের প্রশিক্ষণ এবং পদ নিযুক্ত)
Final ranking – এর পর IAS cadre – এ selected candidates দের উত্তরাখণ্ডের মুসৌরির LBSNAA (Lal Bahadur Shastri National Academy of Administration) – তে training এর জন্যে পাঠানো হয়। Training – এর মোট সময়কাল Approx. 02 years, যেটি বেশ কয়েকটি ধাপে বিভক্ত।
Number of Attempts
UPSC CSE পরীক্ষায় Cast অনুযায়ী number of attempts বিভিন্ন, যথা –
- General category : সর্বোচ্চ 06 টি attempts নির্ধারণ করা হয়েছে।
- OBC category : সর্বোচ্চ 09 টি attempts নির্ধারণ করা হয়েছে।
- SC/ST category : এক্ষেত্রে সর্বোচ্চ কোন attempts নির্ধারণ করা হয়নি, তাদের UPSC CSE পরীক্ষায় সর্বোচ্চ 37 years বয়স পর্যন্ত যতবার ইচ্ছে ততবার পরীক্ষায় বসবার সুযোগ দেওয়া হয়েছে।
IAS Officer-দের কাজ
IAS officer – দের মূল কাজ হলো বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রন করা। প্রকৃতপক্ষে পরোক্ষভাবে IAS Officer – রা প্রশাসন চালিয়ে থাকেন। জেলার আইন ব্যবস্থা ঠিক রাখা, রাজস্ব সম্পর্কিত কাজের ব্যবস্থাপনা, নিজস্ব এক্তিয়ারভুক্ত এলাকার বিকাশ ঘটানো, সরকারি বিভিন্ন নীতি এবং প্রকল্প গুলির বাস্তবায়ন, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদী।
IAS Officer-দের Posts
IAS officer – দের Post assignments – এর উপর নির্ভর করে হয়ে থাকে। মুলত 03 ধরনের Assignment দেওয়া হয়ে থাকে, যথা:-
Field Assignment : SDM/ SDO, DM, Divisional Commissioner প্রভৃতি।
State Secretariat Assignments: এক্ষেত্রে State Government – এর বিভিন্ন Ministry – তে IAS officer – দের Secretarial level postings এবং কিছু ক্ষেত্রে Officer দের বিভিন্ন Public Sectors যেমন: Power stations, industrial units ইত্যাদী ক্ষেত্রে বিভিন্ন পদে posting দেওয়া হয়ে থাকে।
Central Secretariat: এক্ষেত্রে Central government – এর বিভিন্ন Ministry – তে IAS Officer – দের Secretarial level postings দেওয়া হয়ে থাকে।
পরবর্তী: WBCS Exam: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!
IAS Officer-দের Sallary:
7th Pay Commission অনুযায়ী IAS অফিসার – দের সাধারনত 56,100 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত Monthly Sallary দেওয়া হয়, তবে Post এবং অভিজ্ঞতা অনুযায়ী Salary কম বেশি হয়ে থাকে।
আশা করছি, আজকের Article থেকে IAS officer সম্পর্কিত সমস্ত কিছুই জানতে পেরেছেন। এবার বাংলার ছাত্র-ছাত্রীরাও সমস্ত তথ্য নিয়ে পুরোদমে সমস্ত জাতীয় স্তরের পরীক্ষাগুলিতে বাংলার মুখ উজ্জ্বল করবে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »