WBCHSE HS Commerce Semester System New Syllabus 2024: চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস এবং সেমিস্টার সিস্টেমে পড়াশোনা। যে সকল ছাত্রছাত্রী ২০২৪ সালে মাধ্যমিক পাস করে নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের থেকে শুরু হবে নতুন সিলেবাসে পঠন-পাঠন। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী রাজ্যের এই নতুন শিক্ষানীতি প্রবর্তন করা হয়েছে, নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রতিবছর মোট ২টি সেমিস্টার হবে এবং দুই বছরে মোট ৪টি সেমিস্টারে পরীক্ষা হবে।
WBCHSE HS Commerce New Syllabus 2024 Semester System
আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদের নতুন সিলেবাস এবং পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী বাণিজ্য বিভাগের যে নতুন সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন প্রকাশ করা হয়েছে তার পিডিএফ নিচে দেওয়া হয়েছে।
উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের নতুন সিলেবাস (HS Commerce New Syllabus)
যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকের পর বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করবে বলে ভাবছো এবং তোমরা এটা ভেবে দুশ্চিন্তায় রয়েছে যে উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য বিভাগের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন কিরকম তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আজকের এই প্রতিবেদনে বাণিজ্য বিভাগের নতুন সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে। তোমরা উচ্চ মাধ্যমিক স্তরে যে বিষয়টি রাখতে চাও সেই বিষয়ের পাশে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে সেই বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন ডাউনলোড করে নিতে পারবে।
উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের নতুন সিলেবাস | |
বিষয় | সিলেবাস ডাউনলোড লিংক |
Accountancy (ACCT) | Download Pdf |
Business Studies (BSTD) | Download Pdf |
Commercial Law and Preliminaries of Auditing (CLPA) | Download Pdf |
Costing and Taxation (CSTX) | Download Pdf |
Economics (ECON) | Download Pdf |
Mathematics (MATH) | Download Pdf |
অবশ্যই পড়ুন » HS Class 11 New Books 2024: উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস বই কবে পাবে পড়ুয়ারা? অবশ্যই দেখে নাও
উপরোক্ত বাণিজ্য বিভাগের প্রতিটি বিষয়ের নতুন সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন আশা করি তোমাদের উপযোগী হবে। পরবর্তী ক্ষেত্রে সিলেবাস প্রশ্ন প্যাটার্ন এবং পরীক্ষা সংক্রান্ত নানান আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »