WB ANM-GNM Form Fill up 2024: শুরু ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপ! আবেদন ফি, ডকুমেন্ট, লাস্ট তারিখ দেখে নিন

WBJEE ANM-GNM Online From Fill up 2024 Application Last Date

WBJEE ANM-GNM Form Fill up 2024: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের নার্সিং পরীক্ষা অর্থাৎ ANM-GNM এর ফর্ম ফিলাপ। সম্প্রতি প্রকাশ করা হয়েছে পরীক্ষার তারিখ এবং Information Bulletin। এক্ষেত্রে জানিয়ে রাখি কয়েকদিন আগেই প্রকাশ করা হয়েছিল পরীক্ষার তারিখ কিন্তু তখন জানানো হয়নি আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে? আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি লাগবে এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন।

   

ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপ (ANM-GNM Online From Fill up)

সম্প্রতি প্রকাশ করা হয়েছে ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়। যে সকল ছাত্র-ছাত্রীরা নার্সিং করব বলে ভাবছো তোমরা ANM-GNM পরীক্ষার মাধ্যমে সহজেই সরকারিভাবে বিনামূল্যে নার্সিং করার সুযোগ পাবে। ANM-GNM পরীক্ষার জন্য তোমরা WBJEE এর ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে।

ANM-GNM পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

২০২৪ সালে ANM-GNM পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১শে মার্চ ২০২৪ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ আগামী ২১শে এপ্রিল অর্থাৎ আবেদন প্রক্রিয়া চলবে টানা ১ মাস।

আবেদনের শুরুর তারিখ ২১.০৩.২০২৪ (বৃহস্পতিবার)
আবেদনের শেষ তারিখ২১.০৪.২০২৪ (রবিবার)
ভুল সংশোধনের শুরু এবং শেষ তারিখ২৩.০৪.২০২৪ (মঙ্গলবার)
থেকে
২৫.০৪.২০২৪ (বৃহস্পতিবার)
এডমিট কার্ড প্রকাশের সময়কাল০৫.০৭.২০২৪ (শুক্রবার)
থেকে
১৪.০৭.২০২৪ (রবিবার)

আবেদন ফি (Application Fees)

এবার জেনে নেওয়া যাক যে সকল ছাত্র-ছাত্রী ANM-GNM পরীক্ষার জন্য আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে কোন ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের কত টাকা আবেদন লাগবে।

ক্যাটাগরিআবেদন ফি
SC/ST/OBC- A/OBC-B/EWS/Orphan ৩০০ টাকা
জেনারেল৪০০ টাকা

(Documents Required) আবেদনের সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন

এবার জেনে নেওয়া যাক আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে। এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, পরীক্ষার আবেদনের সময় মেডিকেল সার্টিফিকেট, EWS সার্টিফিকেট ইত্যাদি কোনরকম সার্টিফিকেট প্রয়োজন হয় না। আবেদনের সময় শুধুমাত্র তোমার পাসপোর্ট সাইজ ছবি সিগনেচার এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মার্কশীট এই সকল ডকুমেন্টসই প্রয়োজন।

বিস্তারিত জানুন » ANM GNM Nursing Exam 2024: নার্সিং পরীক্ষা পরীক্ষার সমস্ত তথ্য, জেনে নিন

পরীক্ষার তারিখ এবং সময়

ANM-GNM পরীক্ষার তারিখ অনেক আগেই প্রকাশ করা হয়েছে তবুও আর একবার জানিয়ে রাখি, পরীক্ষা হবে আগামী ১৪.০৭.২০২৪। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে এবং পরীক্ষা চলবে ১:৩০ পর্যন্ত।

ANM-GNM সংক্রান্ত সমস্ত আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন » https://wbjeeb.nic.in/anm-gnm/

অবশ্যই পড়ুন » WB Govt Training for NEET/WBJEE Nursing: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

ANM GNM পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ কোন বিষয় থেকে কত নম্বর থাকবে? কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে? কিভাবে আবেদন করবে সমস্ত কিছু পরবর্তী প্রতিবেদনে আলোচনা করা হবে তাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram