WB JENPUS(UG) Form Fill up 2024: শুরু হল Bsc নার্সিংয়ের আবেদন প্রক্রিয়া! আবেদন ফি, ডকুমেন্ট, লাস্ট তারিখ দেখে নিন

WB JENPUS(UG) Form Fill up 2024

WB JENPUS(UG) Form Fill up 2024: রাজ‍্যজুড়ে নার্সিং পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন‍্য ফের খুশির খবর। দীর্ঘ অপেক্ষার পর ফের শুরু হতে চলেছে বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিলাপ। পাশাপাশি জয়েন্টের অফিসিয়াল পোর্টালে প্রকাশিত হয়েছে Information bulletin। আজকের এই প্রতিবেদনে আবেদন শুরুর তারিখ, আবেদনের জন‍্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদন মূল‍্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন পড়তেই হবে।

   

Bsc নার্সিংয়ের ফর্ম ফিলাপ

Bsc নার্সিং সংক্রান্ত সকল ধরনের আপডেট মূলত জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল পোর্টালে আপডেট দেওয়া হয়। তাই যে সকল ছাত্রছাত্রীরা নার্সিং পড়ার আশায় আছ অবশ্যই তারা আবেদন করতে পারো। JENPUS (UG) পরীক্ষার মাধ‍্যমে কীভাবে সরকারীতে বিনামুল্যে নার্সিং পড়ার সুযোগ পেয়ে যাবে অবশ্যই জেনে নাও।

JENPUS (UG) পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ

Bsc নার্সিং এর JENPUS (UG) পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২২শে মার্চ থেকে এবং আবেদন প্রক্রিয়ায় চলবে টানা ১মাস আবেদনের শেষ তারিখ ২২শে এপ্রিল, ২০২৪।

আবেদন শুরুর তারিখ২২ শে মার্চ ২০২৪
আবেদন শেষের তারিখ২২ শে এপ্রিল ২০২৪
আনলাইন ভুল সংশোধনের তারিখ২৪ শে এপ্রিল থেকে ২৬ শে এপ্রিল ২০২৪
এডমিট প্রকাশের সম্ভাব‍্য তারিখ২০ ই জুন থেকে ৩০ শে জুন ২০২৪
পরীক্ষার সম্ভাব‍্য তারিখ৩০ শে জুন ২০২৪

JENPUS (UG) পরীক্ষার সম্ভাব‍্য সময়

মূলত দুটি ধাপে JEMPAUH পরীক্ষাটি নেওয়া হবে – Paper 1 ও Paper 2। তবে জয়েন্ট বোর্ডের নির্দেশ অনুযায়ী দুটি পেপারের পরীক্ষার সময়সূচি আলাদা হবে।

Paper Iসকাল ১১ টা থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট
PAPER IIদুপুর ২ টো থেকে ৩ টে ৩০ মিনিট

অবশ্যই পড়ুন » WB Govt Training for NEET/WBJEE Nursing: ৩৬০০ টাকার স্কলারশিপ সঙ্গে বিনামূল্যে প্রস্তুতি! রাজ্য সরকারের নতুন প্রকল্পে করুন আবেদন

JENPUS (UG) পরীক্ষার আবেদন মূল‍্য

সরকার নির্ধারিত বিজ্ঞপ্তি অনুসারে পেপার ১ ও পেপার ২ এর জন‍্য পৃথক পৃথক ভাবে আবেদন মূল‍্য দিতে হবে। তবে কোন ক‍্যাটাগোরির জন‍্য কত করে আবেদন মূল‍্য লাগবে জেনে নিন –

সাধারন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন‍্য(Paper I/II)৫০০ টাকা
অনগ্রসর ও তফসিলী জাতির ছাত্রছাত্রীদের জন্য (Paper I/II)৪০০ টাকা
সাধারন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য (পেপার ১ ও পেপার ২ দুটি পেপারের একসঙ্গে)৮০০ টাকা
অনগ্রসর ও তফসিলি জাতির ছাত্রছাত্রীদের জন‍্য(পেপার ১ ও পেপার ২ দুটি পেপারের একসঙ্গে)৬৫০ টাকা

প্রয়োজনীয় ডকুমেন্টস

Science/Arts/Commerce/ Vocational সকল ছাত্রছাত্রী সবাই আবেদন করতে পারবে। এবার দেখে নিন এই পরীক্ষাটিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন।

  • মাধ্যমিকের এডমিট
  • মাধ্যমিকের মার্কশিট
  • কাস্ট সার্টিফিকেট
  • আধার কার্ড
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ
  • আবেদনকারীর নিজস্ব সই
  • বৈধ মোবাইল নাম্বার এবং একটি ইমেইল আইডি

JENPUS (UG) পরীক্ষার জন্য সরাসরি আবেদন করুন » https://wbjeeb.nic.in/jenpas-ug/

অবশ্যই পড়ুন » WB ANM-GNM Form Fill up 2024: শুরু হল ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপ! আবেদন ফি, ডকুমেন্ট, লাস্ট তারিখ দেখে নিন

Bsc নার্সিং সংক্রান্ত সিলেবাসের আপডেট, কোন বিষয়ে কত নম্বর থাকবে, কী ধরনের MCQ দেওয়া হবে, নেগেটিভ মার্কিং আছে কিনা বিস্তারিত জানতে আমাদের পরবর্তী আপডেটগুলি অবশ্যই খেয়াল করবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram