Aadhar Kaushal Scholarship: ১০০০০ টাকা বিশেষ পড়ুয়াদের জন্য! অনলাইনে আবেদন দেখে নিন

Aadhar Kaushal Scholarship: Eligibility, Amount Last Date Apply Online

Aadhar Kaushal Scholarship 2024 Eligibility, Amount Last Date Apply Online: ছাত্রীদের জন্য আবারো একটি প্রাইভেট স্কলারশিপ এর সুযোগ! ইতিমধ্যে আমরা বিভিন্ন স্তরে পাঠরত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ এর স্কিম নিয়ে আলোচনা করেছি। পেশাদারী কোর্স আবার জেনারেল কোর্স বা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক হোক সমস্ত রকম ক্লাসের জন্যই স্কলারশিপের আপডেট আমাদের পোর্টালে দেওয়া আছে।

   

আজকেও একটি নতুন স্কলারশিপের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এই স্কলারশিপ একটু অন্য রকমের। স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য আজকের এই বিশেষ স্কলারশিপের আয়োজন। তাহলে চলো আর দেরি না করে জেনে নিই এ স্কলারশিপের বিস্তারিত –

Aadhar Kaushal Scholarship: Eligibility, Amount

আধার হাউসিং ফাইনান্স Aadhar Housing Finance Limited (AHFL) কোম্পানি তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে Buddy4Study সহায়তায়।

স্কলারশিপ এর নামAADHAR KAUSHAL SCHOLARSHIP PROGRAM 2023-24
কারা আবেদন করতে পারবেনস্নাতক বা স্নাতকোত্তর স্তরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা
স্কলারশিপ এর বৃত্তিনূন্যতম ১০ হাজার টাকা দিয়ে শুরু করে ৫০ হাজার টাকা কোর্সের উপর নির্ভর করে

আবেদনকারীর যোগ্যতা

1. এই স্কলারশিপের আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাঠরত হবে।

2. এই স্কলারশিপের স্কিমটি কেবল শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য।

3. প্রার্থীকে পূবর্বর্তী শিক্ষাবর্ষের ন্যূনতম ৬০% নাম্বার পেতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় কোনভাবেই আড়াই থেকে তিন লক্ষ উপরে হওয়া চলবেনা।

মিস করবেন না: NextGen Edu Scholarship 2024-25: মাধ্যমিক পাশে 15000 টাকা স্কলারশিপ! অনলাইনে আবেদন

Document Required: আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

  1. আবেদনকারীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  2. জাতীয়তা প্রমাণপত্র হিসাবে প্রার্থীর আধার বা ভোটার কার্ড।
  3. বর্তমান শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার রশিদ।
  4. প্রতিবন্ধী সার্টিফিকেট: ডিজেবিলিটি কাগজপত্র।
  5. বিগত বছরের মার্কশিট।
  6. প্রার্থীর পারিবারিক আয়ের প্রমাণ/আয়ের শংসাপত্র।

কিভাবে আবেদন করবেন? Aadhar Kaushal Scholarship Apply Online

1. আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে Buddy4Study এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে এবং নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর আপনাকে AADHAR KAUSHAL SCHOLARSHIP PROGRAM আবেদনের জন্য প্রবেশ করতে হবে। সরাসরি নিচে দেয়া থাকবে।

5. অনলাইনে আবেদন পত্রটি সঠিক তথ্যসহকারে নির্ভুলভাবে পূরণ করে প্রাসঙ্গিক নথিপত্র আপলোড করুন।

8. আবেদন প্রক্রিয়া শেষ হলে সম্পূর্ণ ফর্মটি আরো একবার চেক করে নিয়ে ফাইনাল সাবমিট করুন।

অনলাইন আবেদনের সরাসরি লিংকApply Now
আবেদনের শেষ তারিখ২৩ শে জুলাই ২০২৪
আরো প্রাইভেট স্কলারশিপClick Here

দেখুন: Nabanna Scholarship 2024: নবান্ন স্কলারশিপ ২০২৪, পড়ুয়াদের ১০০০০ টাকা! অনলাইনে আবেদন

বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য এটি একটি দারুন সুযোগ, তাই চেনাজানা কোন ছাত্রছাত্রীর যাতে সুবিধা হয় তারা যাদের সুযোগটা কাজে লাগাতে পারে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। পরবর্তী স্কলারশিপ পড়াশোনার আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram