AI Study Career Path: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা ও কেরিয়ার – সম্পূর্ণ গাইড! দেখে নিন

Study & Career With AI iWestbengal How to Study AI Engineering

আজকের দিনে সব জায়গাতেই ChatGPT, Gemeni, Meta AI, Co-Pilot বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলের কথা হচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললেই এর নিত্যনতুন ব্যবহার সামনে আসছে। মজার ভিডিও বানানো থেকে শুরু করে, ট্রেন্ডিং Ghibli আর্ট!

বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে এই ফিল্ডে প্রবেশ করা সহজ, শুধু কয়েকটি AI টুল শিখলেই উচ্চ বেতনের চাকরি পাওয়া যাবে, কেউ বলছে Prompt ইঞ্জিনিয়ারিং শিখে নাও.. কেউ বলছে Generative AI..

Career in AI (Artificial Intelligence) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা ও কেরিয়ার

অত্যধিক ইনফরমেশন এবং মিসগাইড এর কারণে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত পড়াশোনা বা কিভাবে এই ফিল্ডে প্রবেশ করা যাবে সেই ব্যাপারটা ধোঁয়াশাই হয়ে যাচ্ছে.. ব্যাপারটা হলো আদেও কি এই সবকিছু এতটা Easy!?

AI-এর দুটি প্রধান দিক রয়েছে:

  1. AI ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও রিসার্চ: যেখানে সফটওয়্যার ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা নতুন নতুন AI মডেল তৈরি করেন, সেগুলোর উপর রিসার্চ করেন।
  2. Generative AI ইঞ্জিনিয়ার: LLM বা বড় সংস্থার মডেল থেকে আরো কার্যকরী এবং সহজভাবে ব্যবহার করার জন্য AI ডেভেলপমেন্ট করা।

AI টুল ব্যবহার: যেখানে গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেটিং এক্সপার্টরা AI টুল ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করেন। একজন সাধারণ ব্যক্তি যে কয়েকটি টুল শিখে নিজেকে কোনদিনও ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারে না।

মাধ্যমিক পাশের পর AI পড়ার উপায় (কতটা সত্যি?)

সরাসরি AI নিয়ে কোনো ডিপ্লোমা কোর্স খুবই সীমিত, তবে কিছু বেসিক কম্পিউটার কোর্স করা যেতে পারে। যেখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কিভাবে কাজ করে? কিভাবে আমরা দৈনন্দিন জীবনে একে ব্যবহার করতে পারি সেই সম্পর্কিত ধারণা।

পলিটেকনিক কলেজগুলিতে কম্পিউটার সায়েন্স বা আইটি (IT) নিয়ে ডিপ্লোমা করলে ভবিষ্যতে AI নিয়ে পড়ার সুযোগ থাকবে। যদিও সেটি একবার দু’বছর নয় মোটামুটি ছয় থেকে সাত বছরের প্রক্রিয়া

সম্পর্কিত তথ্য: Polytechnic Course in West Bengal: পলিটেকনিক কোর্স কি? মাধ্যমিক পাশে জুনিয়র ইঞ্জিনিয়ার, দেখে নাও

কিছু অনলাইন প্ল্যাটফর্মে AI-এর বেসিক কোর্স করা যেতে পারে (যেমন: Coursera, Udemy, NPTEL)। তবে, এই কোর্স শুধু প্রাথমিক ধারণা দিতে পারে, সরাসরি চাকরির নিশ্চয়তা দেয় না।

How to Study AI after HS: উচ্চমাধ্যমিক পাশের পর AI পড়ার উপায়!

প্রথমত যে কোন সাইন্স বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করতে গেলে অবশ্যই সাইন্স ব্যাকগ্রাউন্ড এবং ম্যাথমেটিক্স অর্থাৎ অংক জ্ঞান থাকতে হবে! প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (WBJEE/ JEE Main) সফলভাবে উত্তীর্ণ হয়ে তারপরই ভর্তি সুযোগ পাওয়া যাবে।

  1. B.Tech in AI & Data Science / AI & Machine Learning: পশ্চিমবঙ্গের কিছু ইঞ্জিনিয়ারিং কলেজে এই কোর্স পাওয়া যায়।
  2. B.Sc in Computer Science / IT: এই কোর্স করেও পরে AI নিয়ে মাস্টার্স বা সার্টিফিকেশন কোর্স করা যায়।
  3. BCA (Bachelor of Computer Applications): কিছু কলেজে AI ও ডেটা সায়েন্স সংযোজিত BCA কোর্স করানো হয়।

আরো দেখুন: BCA Course Eligibility, Salary: সফটওয়্যার ডেভলপার কিভাবে হবে? Computer Application সম্পূর্ণ তথ্য

AI Study College Westbengal: পশ্চিমবঙ্গের কিছু কলেজ যেখানে AI পড়ানো হয়

সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং সংক্রান্ত কোর্স পড়ার প্রাথমিক ধাপে সাধারণ গ্র্যাজুয়েশনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে পরবর্তীকালে গবেষণা স্তরে যাওয়া যেতে পারে।

  1. IIT & NIT: পশ্চিমবঙ্গের মধ্যে IIT খড়গপুর এবং NIT দুর্গাপুরে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্স।
  2. Jadavpur University – Computer Science & Engineering
  3. Alipurduar Government Engineering and Management College: এটি পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সরাসরি পড়ানো হয়।

এছাড়াও অনেক প্রাইভেট কলেজে বর্তমানে কম্পিউটার সায়েন্স ডিগ্রীর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (BTech CSE AI & ML) নিয়ে পড়াশোনার সুযোগ থাকছে।

  1. IEM (Institute of Engineering & Management), Kolkata – BTech CSE AI & ML
  2. Techno India University
  3. Heritage Institute of Technology

অনলাইন কোর্স ও বাস্তবতা (Online AI Course Reality)

আজকের দিনে কোনরকম এআই টুলস শেখার জন্য টাকা দিয়ে কোর্স কেনার কোন প্রয়োজন নেই। বিনামূল্যে Coursera, Udemy, edX, NPTEL কিংবা ইউটিউব থেকে AI, Python, Machine Learning-এর উপর কোর্স করা যেতে পারে এবং প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে।

AI-তে ক্যারিয়ার গড়তে কী কী শিখতে হবে?

শুধুমাত্র অনলাইন কোর্স করে সরাসরি চাকরি পাওয়া কঠিন। বাস্তব প্রকল্পভিত্তিক কাজের অভিজ্ঞতা (Real Projects Experience) দরকার হয়।

  • Programming Language: Python, R
  • Mathematics & Statistics: Linear Algebra, Probability
  • Machine Learning & Deep Learning
  • Data Science & Big Data Tools (SQL, Pandas, NumPy)
  • AI Ethics & Responsible AI

AI ক্যারিয়ারের মিথ ও বাস্তবতা

কয়েকটি AI টুল ব্যবহার করলেই বড় কোম্পানিতে চাকরি পাওয়া যায় না। AI ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে হলে গভীর প্রযুক্তিগত জ্ঞান ও প্র্যাকটিকাল অভিজ্ঞতা দরকার। Prompt Engineering হলো AI টুলের একটি অংশ মাত্র।

ক্যারিয়ার সম্পর্কিত আরো বিভিন্ন তথ্য ও লাইন জানতে ক্লিক করুন: Career কথা

ক্যারিয়ার গাইডেন্স বা পড়াশোনা বা পরীক্ষা সংক্রান্ত কাউন্সিলিং (Education Career Guide) করাতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন: +91 9907260741

AI নিয়ে ক্যারিয়ার গড়তে গেলে ভালো কলেজে ভর্তি হওয়া, বড় প্রজেক্টে কাজ করা, এবং AI সম্পর্কিত বিভিন্ন টেকনোলজি শেখা দরকার। শুধুমাত্র AI টুল ব্যবহার করে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার সম্ভব নয়। তাই, পরিকল্পিতভাবে পড়াশোনা ও অভিজ্ঞতা অর্জন করাই AI ফিল্ডে সফল হওয়ার মূল চাবিকাঠি।

Join Group

Telegram