Aikyashree Scholarship 2023: ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প, আবেদনের পদ্ধতি দেখে নিন

Aikyashree WBMDFC Minority Scholarship 2023

পশ্চিমবঙ্গের মেধাবী পড়ুয়াদের জন্য সরকার অনেক নতুন নতুন স্কলারশিপ ও প্রকল্প চালু করেছে, যাতে আর্থিক অভাব ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অসুবিধা না করে। পশ্চিমবঙ্গ সরকারের সেরকমই একটি কল্যাণমূলক প্রকল্প হল “ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্প“।

   

ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাবে?, কিভাবে আবেদন করবেন?, কবে থেকে আবেদন শুরু হবে?, কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আজকের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হলো।

ঐক্যশ্রী স্কলারশিপ কী? (What is Aikyashree Scholarship)

ঐক্যশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের সমস্ত সংখ্যালঘু (Minority) ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই স্কলারশিপ বিদ্যালয়ে পঠনরত ছাত্র-ছাত্রী থেকে রিসার্চ লেবেল পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরাই পাবে। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করে তোলা এবং স্কুল ছুটের সংখ্যা কমানো।

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে ছাত্র-ছাত্রীদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এর আবেদন ছাত্র-ছাত্রীরা অনলাইনে তাদের পোর্টালেই করতে পারবে। এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে –
1. প্রিম্যাট্রিক স্কলারশিপ (Pre matric)
2. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Post matric)

প্রিম্যাট্রিক বিভাগের মধ্যে রয়েছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা
পোস্ট ম্যাট্রিক বিভাগের মধ্যে রয়েছে একাদশ শ্রেণি থেকে কলেজ স্তরের সমস্ত ছাত্রছাত্রীরা। তবে এই পোস্ট ম্যাট্রিক স্কলার্শিপের আবার দুটো ভাগ আছে–

  • সাধারণত কেউ যদি ৫০% শতাংশ নাম্বার পায় তাহলে তার জন্য ঐক্যশ্রী স্কলারশিপ
  • কিন্তু কোন ছাত্র বা ছাত্রী যদি ৬০% নাম্বার পায় তাহলে সে পাবে ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ

আবেদনের যোগ্যতা (Eligibility)

  1. ঐক্যশ্রী স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুর সম্প্রদায়ভুক্ত; যেমন– মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হতে হবে।
  2. ছাত্র-ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  3. ছাত্র বা ছাত্রীকে ৫০% নম্বর পেতে হবে।
  4. ছাত্র বা ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

উপরিউক্ত যোগ্যতা গুলি যে ছাত্র বা ছাত্রীর থাকবে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা পাবে এই স্কলারশিপ পাবে।

আরো পড়ুন » ওয়েসিস স্কলারশিপে পশ্চিমবঙ্গের SC/ST/OBC ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি

আবেদন পদ্ধতি (Application Process)

ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অনলাইনে http://wbmdfcscholarship.org পোর্টালেই হবে।

প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে ফরম ফিলাপ করে স্কুল এবং কলেজে জমা দিতে হবে। তারপরে তোমার ইন্সটিটিউশন তোমার আবেদন অনুমোদন করলেই, তোমাদের স্কলারশিপ ব্যাংক একাউন্টে ঢুকে যাবে।

আবেদনের তারিখ (Date of Apply)

এখনো পর্যন্ত যা জানা গিয়েছে এই স্কলারশিপে আবেদন শুরু হচ্ছে ১৫ আগস্ট ২০২৩ (15.08.2023) থেকে এবং আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৩ (31.10.2023)।

হেল্পলাইন নাম্বার (Help Line Number)

ঐক্যশ্রী স্কলারশিপ এর ব্যাপারে যদি আরো কিছু বিস্তারিত জানার থাকে তাহলে 18001202130 (Toll-Free), 033-4047468 হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করুন।

তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ঐক্যশ্রী স্কলারশিপ ২০২৩-২৪ এর আপডেট যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram