স্কলারশিপ বা স্টাইপেন্ড ছাত্র-ছাত্রীর উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে দ্বিতীয় বার বলতে হবে না। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মেধা ভিত্তিক স্কলারশিপ গুলোই গরীব পড়ুয়াদের উচ্চ শিক্ষার মূল ভরসা। বই-খাতা-পেন কেনা থেকে প্রতিষ্ঠানের টিউশনি ফি থেকে পড়াশোনা যাবতীয় খরচ অধিকাংশ শিক্ষার্থী এই স্বল্প সাহায্যের উপরই নির্ভরশীল।
ঐক্যশ্রী ও স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নিয়ে আপডেট
কিন্তু এবার এই স্কলারশিপ নিয়েই বিপাকে পড়ুয়ারা! রাজ্য সরকারের দুটি সবথেকে বড় স্কলারশিপ বৃত্তি প্রকল্প সংখ্যালঘু পড়ুয়াদের জন্য ঐক্যশ্রী, এবং সাধারণদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ দুটোরই টাকা অমিল। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক সহ সাধারণ কোর্সের উচ্চ শিক্ষার পাশাপাশি পেশাদারী ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট পড়াশোনার ক্ষেত্রেও এই প্রকল্পের সুবিধা মিলে।
পড়ুয়াদের একাংশের দাবি ২০২৩ ২৪ শিক্ষাবর্ষের টাকা এখনো দেওয়া হয়নি। সাধারণত মার্চ-এপ্রিল মাসে এই স্কলারশিপ বার্ষিক টাকা দিয়ে দেওয়া হয়ে থাকে। কিন্তু মে-জুন পেরিয়ে জুলাই এসে গেলেও স্কলারশিপের কোন আপডেট নেই।
আশার আলো! টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হচ্ছে
ঐক্যশ্রী স্কলারশিপ এর ক্ষেত্রে সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজাম্মুল হোসেন বলেন, ‘‘কিছু কিছু পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ অন্যান্য নথি নিয়ে কিছু গরমিল ছিল। সেগুলি সংশোধন করার জন্য কিছুটা দেরি হয়েছে। টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁরা যোগ্য এবং নথিপত্রে কোনও গোলমাল নেই, তাঁরা সবাই শীঘ্রই টাকা পেয়ে যাবেন।’’
আরো স্কলারশিপ: প্রত্যেক পড়ুয়াকে ১২০০০ টাকা স্কলারশিপ দেবে টাটা! TATA Scholarship 2024 শুরু
এখন অধিকাংশ পড়ুয়ার প্রশ্ন সময়ে টাকা না পেলে সেটা কি আদৌ পড়াশোনাতে কাজে আসবে? স্কলারশিপ পেতে দেরি হলেও পড়াশোনার খরচা তো সেটা মানে না। পরীক্ষার ফর্ম ফিলাপ এবং কলেজের টিউশনি ফিস পেমেন্টের খরচ অনেকের দেওয়া হয়ে উঠছে না।
তবে আশার আলো, জুলাইয়ের মধ্যেই সমস্ত স্কলারশিপের টাকা পেয়ে যাবে বলে জানা যাচ্ছে। তার কারণ তার পরেই নতুন শিক্ষা বর্ষ শুরু হবে যেখানে নতুনভাবে আবেদন হবে। তাই পুরাতন শিক্ষাবর্ষের টাকা ক্লিয়ার না করলে নতুন ভাবে আবেদন নেওয়াটা সঠিক হবে না।
দেখে নাও: SVMCM Fund Update July: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 টাকা কবে পাব? বিকাশ ভবন আপডেট
পশ্চিমবঙ্গের পড়াশোনা থেকে স্কলারশিপের সমস্ত আপডেট থেকে ছাত্রছাত্রীদের সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ, ছাত্রছাত্রীদের ছোটখাটো আপডেট থেকে পরীক্ষার খবর সবার আগে পৌঁছে দেয়ার মাধ্যমে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »