অনন্ত মেরিট স্কলারশিপ (Anant Merit Scholarship 2023) মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে আবেদন

Nitya Gorai

Updated on:

Anant Merit Scholarship Westbengal School College Student Private Scholarship

Anant Merit Scholarship 2023: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সরকারি স্কলারশিপ যেমন রয়েছে, তার সঙ্গেও রয়েছে অনেক বেসরকারি স্কলারশিপ – যেগুলো বিভিন্ন প্রাইভেট সংস্থা ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার জন্য দেয়। এর মধ্যেই অন্যতম একটি প্রাইভেট স্কলারশিপ (Private Scholarship for Westbengal Students) হলো এই “অনন্ত মেরিট স্কলারশিপ।” কোন শিক্ষার্থী অন্য কোন সরকারি স্কলারশিপ পেলেও তার সঙ্গে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

আজকের এই নতুন স্কলারশিপ “অনন্ত মেরিট স্কলারশিপ” কী? (Anant Merit Scholarship) – কারা পাবে এই স্কলারশিপ? কীভাবে করবেন আবেদন? সবকিছুই বিস্তারিত জানতে পারবেন।

অনন্ত মেরিট স্কলারশিপ কী? (What is Anant Merit Scholarship 2023)

অনন্ত মেধা বৃত্তি (Anant Merit Scholarship 2023) হল সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মেধাবী পড়ুয়াদের জন্য – জাতি, ধর্ম নির্বিশেষে – যাতে তারা তাদের দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা সফলভাবে সমাপ্ত করার পরে উচ্চতর পড়াশোনা করতে পারে, তাদের অর্থনৈতিকভাবে স্কলারশিপ বৃত্তি ও কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে ভবিষ্যতের পথ সুগম করা।

স্কলারশিপের নামঅনন্ত মেরিট স্কলারশিপ ২০২৩
সংস্থাAnant Education Initiative
যোগ্যতামাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য
আবেদনঅফলাইন ও অনলাইন দুইভাবে

কারা পাবে এই অনন্ত মেরিট স্কলারশিপ? (Anant Merit Scholarship Eligibility)

যেহেতু, এই অনন্ত মেরিট এই স্কলারশিপ পেতে হলে,

  1. ছাত্র বা ছাত্রীকে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক বোর্ড ফাইনাল পরীক্ষাতে ৭০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে।
  2. পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
  3. ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  4. পশ্চিমবঙ্গের মধ্যে তার পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  5. ছাত্র বা ছাত্রীকে অবশ্যই মাধ্যমিক/CBSE/ICSE/উচ্চমাধ্যমিক/CBSE+/ISC/কলেজ এই বোর্ড প্রতিষ্ঠানগুলির যেকোনো একটির মধ্যে পড়াশোনা করতে হবে।

এই স্কলারশিপে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?

এই অনন্ত মেরিট স্কলারশিপে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট বা নথিপত্রগুলি অতি অবশ্যই লাগবে সেগুলি হল-

  1. পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলর এর কাছ থেকে প্রাপ্ত বিপিএল কার্ড বা অন্ত্যোদয় কার্ড।
  2. শেষ ফাইনাল বোর্ড পরীক্ষার মার্কশীট
  3. আধার কার্ড
  4. রেশন কার্ড বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
  5. জন্ম তারিখের প্রমাণ হিসাবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক রেজিস্ট্রেশন কার্ড।
  6. পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
  7. প্রতিবন্ধী কার্ড (যদি ছাত্র বা ছাত্রী প্রতিবন্ধী হয়)
  8. একটি বৈধ মোবাইল নম্বর
  9. একটি বৈধ ইমেইল আইডি

আবেদন পদ্ধতি (Application Process of Anant Merit Scholarship)

এই অনন্ত মেরিট স্কলারশিপের আবেদন অফলাইন এবং অনলাইন দুই ভাবেই হচ্ছে। কিভাবে আবেদন করবেন সবকিছুই ধাপে ধাপে দেওয়া রইল।

অনলাইন আবেদন (Online):-

  1. অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে অনন্ত মেরিট স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে।
  2. তারপরে, সেখানে “অ্যাপ্লাই অনলাইন” নামে সবুজ রঙের একটি অপশন পাবে সেটাতেই ক্লিক করতে হবে।
  3. তারপরে আপনার সামনে একটি পেজ খুলবে যেখানে আপনার নাম, লিঙ্গ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিকানা ইত্যাদি যা কিছু আছে সবই লিখতে হবে এবং আপনার বর্তমান ছবি, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, এডমিট কার্ড, মার্কশীট সবকিছুই নির্দেশ মতো স্ক্যান করে আপলোড করতে হবে।
  4. সবকিছুই হয়ে গেলে সমস্ত নথিগুলিকে ঠিকঠাক (নির্ভূল ভাবে) করে মিলিয়ে নিতে হবে। আর তারপরেই সবুজ রঙের Submit অপশনে ক্লিক করে ফর্মটি সাবমিট করতে হবে।

অফলাইন আবেদন (Offline):-

  1. অফলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে আপনাকে অনন্ত মেরিট স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। » https://www.ananteducation.org/
  2. তারপরে, সেখানে “ডাউনলোড ফর্ম” নামে সবুজ রঙের একটি অপশন পাবে সেটাতেই ক্লিক করতে হবে।
  3. ডাউনলোড ফর্ম অপশনে ক্লিক করলেই একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। অথবা, নিচে দেওয়া “Form Download” অপশনে ক্লিক করলেই আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন।
  4. তারপরে সেটিকে এক কপি প্রিন্ট বের করে নিতে হবে।
  5. তারপরে ওই ফর্মের নির্দেশ অনুযায়ী আপনার সমস্ত ডিটেইলস নির্ভুলভাবে পেন দিয়ে লিখতে হবে।
  6. তারপরে ওই পূরণ করা ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে যুক্ত করে দিতে হবে।
  7. এরপরে এটিকে একটি খামের মধ্যে পুড়ে, সিল করে অনন্ত স্কলারশিপের অফিসের গিয়ে জমা দিয়ে আসতে হবে। অথবা, নিচে দেওয়া ঠিকানায় ডাকযোগ অর্থাৎ পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:-

ANANT EDUCATION INITIATIVE
Infinity Think Tank, Tower II,
3rd Floor, Plot A3, Block GP,
Sector V, Salt Lake,
Kolkata – 700091

এই লেখা থেকে আপনি যদি আবেদন পদ্ধতি বুঝতে না পারেন তাহলে নিচে দেওয়া ইউটিউব ভিডিওটি দেখে নিতে পারেন।

আরো পড়ুন » জ্যোতি প্রকাশ স্কলারশিপ অনলাইন আবেদন (Jyoti Prakash Scholarship 2023-24)

অনন্ত স্কলারশিপের অন্যান্য নিয়মাবলী

  • আবেদনপত্র পূরণ করার আগে প্রতিটি নির্দেশ সাবধানে পড়তে হবে। না পড়ে যদি আবেদনপত্র পূরণের সময় ভুল নথি দেওয়া থাকলে অবিলম্বে সেই আবেদন পত্রটি বাতিল করে দেওয়া হবে।
  • অসম্পূর্ণ আবেদন বা নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না।
  • এই স্কলারশিপের শুধুমাত্র 50% মেধাবী ছাত্রীদের জন্যই বৈধ থাকবে।
  • যে সমস্ত ছাত্র-ছাত্রী প্রতিবন্ধী থাকবে তাদেরকে এই স্কলারশিপ থেকে বঞ্চিত করা হবে না।
  • শুধুমাত্র পশ্চিমবঙ্গে অবস্থিত স্কুলের ছাত্ররা আবেদন করার যোগ্য।
  • যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করবে তাদেরকে অনন্ত মেরিট স্কলারশিপ এ অফিসে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তারপরেই তারা কিছু ছাত্র-ছাত্রীকে এই স্কলারশিপ এর যোগ্য প্রাপক হিসাবে নির্বাচন করা হবে।

আবেদন পত্র জমা নেওয়ার শুরু এবং শেষ তারিখ

ইতিমধ্যেই এই অনন্ত মেরিট স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ জানা যায়নি।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram