Badhte Kadam Scholarship: প্রত‍্যেক শিক্ষার্থী পাবেন ১ লক্ষ টাকা! এখনই অনলাইনে আবেদন করুন

Badhte Kadam Scholarship Eligibility Apply Online Buddy4Study

আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্রছাত্রীদের জন‍্য ইতিমধ্যে সরকারের তরফ থেকে নানা রকমের বৃত্তি ও প্রকল্পের সুবিধা করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু বেসরকারী সংস্থা, NGO রাও সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর এরকমই HT পারেখ foundation এর তরফ থেকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাধতে কদম স্কলারশিপের ব‍্যবস্থা করে দিয়েছে যাতে প্রত‍্যেক ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ১ লক্ষ টাকা অবধি বৃত্তি পেতে পারেন। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে ও আবেদনের শেষ তারিখ জানতে বিস্তারিত প্রতিবেদনটি পড়ুন।

   

বাড়তে কদম স্কলারশিপ ২০২৩-২৪

HT পারেখ Foundation এর নয়া উদ‍্যোগ বাধতে কদম স্কলারশিপের মূল লক্ষ‍্য সমাজের পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাড়ানো ও তাদের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়ে দেওয়া। এছাড়াও যে সকল ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন তাদের টিউশন ফি, হোস্টেল ফি, বইপত্র ও স্টেশনারি জিনিসপত্রের খরচ বহনকরে এই বৃত্তি তহবিল। আর তাদেরই স্বার্থে এই স্কলারশিপের উদ্বোধন।

সাধারন স্নাতক পড়ুয়াদের যোগ‍্যতাসাধারন স্নাতক পড়ুয়াদের ক্ষেত্রে সাধারণ স্নাতক কোর্স যেমন BCom, BSc, BA কোর্সের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
পেশাদার স্নাতক পড়ুয়াদের যোগ‍্যতাB.Tech., MBBS, B.Arch, Nursing, BA-LLB, Fashion, BBA, BCA, ইত্যাদি পেশাদার স্নাতক কোর্সগুলিতে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন
বৃত্তির পরিমান সাধারন স্নাতক ছাত্রছাত্রীদের জ‍ন‍্য – ৩০০০০/- টাকা
পেশাদার স্নাতক পড়ুয়াদের জন‍্য – ১,০০,০০০/- টাকা
প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন‍্য৩০০০০/- টাকা
আবেদনের শেষ তারিখ ২০ই নভেম্বর, ২০২৩

আবেদনকারীর যোগ‍্যতা (Eligibility)

যেসকল ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন এবং ভারত স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সাধারন বা পেশাদারী স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হয়েছেন তারা আবেদন করতে পারবেন।

  1. আবেদনকারীকে পূর্ববর্তী ক্লাস বা পরীক্ষায় ৭০% নম্বর পেয়ে রাখতে হবে।
  2. বিভিন্ন উৎস থেকে ছাত্রছাত্রীর পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষের বেশী হওয়া চলবে না।

আরো দেখুন: Sakal Scholarship 2023: দেখুন কারা পাবেন? ৫০০০ টাকা স্কলারশিপ! অনলাইনে অবশ্যই আবেদন করুন

প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের যোগ‍্যতা

যেসব ছাত্র-ছাত্রীরা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বিশেষভাবে কিছু ছাড় রয়েছে –

  • প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৪০% বা এর উপর বৈধ অক্ষমতা শংসাপত্র থাকতে হবে।
  • পূর্ববর্তী সেমেস্টার বা বার্ষিক পরীক্ষায় ৬০% বা এর অধিক নম্বর পেতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষ টাকার নিচে হতে হবে।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথিপত্র

১) প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি, ২) পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ৩) সরকার-প্রদত্ত পরিচয় প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড)

৪) চলতি বছরের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ (ফির রসিদ/ভর্তি পত্র/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট), ৫) আবেদনকারীর ব্যাঙ্ক পাসবুক, ৬) পারিবারিক বার্ষিক আয়ের প্রমানপত্র, ৭) প্রতিবন্ধী শংসাপত্র (শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য)।

Badhte Kadam Scholarship Application (আবেদন প্রক্রিয়া)

ইচ্ছুক প্রার্থীরা নিম্নলিখিত উপায়ে ধাপে ধাপে অনলাইনে আবেদন ফর্মটি পূরন করুন। আপনার রেজিস্টারড আইডি দিয়ে Buddy4study তে লগইন করুন। আর যদি রেজিস্টার না করা থাকে ইমেল আইডি / ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।

আবেদনের সরাসরি লিংক: Apply Here

Apply Now: ONGC Scholarship: ছাত্রছাত্রীরা প্রত‍্যেক মাসে পাবে ৪০০০ টাকা! এইভাবে আবেদন করুন

দ্বিতীয় ধাপ: এরপর ‘বাদতে কদম স্কলারশিপ ২০২৩-২৪ ‘ এর আবেদন পেজে ক্লিক করুন এবং আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘Start Application’ বোতামে ক্লিক করুন।

ফাইনাল ধাপ: অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন ও প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন। আবেদন ঠিক ঠাক থাকলে ফাইনাল সাবমিট করুন।

সকল ছাত্রছাত্রীদের পড়াশুনায় সাহায‍্য করাই আমাদের উদ্দেশ‍্য। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কারন আপনার একটা শেয়ার একটি শিক্ষার্থীর আর্থিক সাহায‍্যের কারন হয়ে দাড়াতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram