Balika Samriddhi Yojana: মেয়ের পড়াশুনার খরচ দেবে সরকার! আজই আবেদন করুন এই প্রকল্পে

Arpita Paul

Updated on:

Balika Smridhi Yojana Scheme online form application

Balika Samriddhi Yojana by the Ministry of Women and Child Development: একটি সমাজ বা জাতির অগ্রগতিতে নারীশিক্ষার ভূমিকা অপরিহার্য। দেশের সামগ্রিকভাবে উন্নয়নে নারীজাতির অবদান কিন্তু অস্বীকার করা যায় না। আর নারী শিক্ষিত হলে অগ্রগতির ভিত শক্ত হয় কেননা সন্তান জন্মের পর প্রথম শিক্ষা তার মায়ের কাছ থেকেই পায়। আর সেই কারনে নারীশিক্ষার হার বাড়াতে ও তাদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইতিমধ্যে মোদি সরকার একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে! আর এই প্রকল্প আগামী দিনেও দরিদ্র পরিবারের কন‍্যাসন্তানদের পড়াশুনায় আগ্রহী করে তুলবে। এই প্রকল্পের নাম বালিকা সমৃদ্ধি যোজনা

কীভাবে আবেদন করবেন?, কী কী ডকুমেন্ট লাগবে? ও কত টাকা পাবেন? বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

বালিকা সমৃদ্ধি যোজনা কি? (Balika Samriddhi Yojana)

মেয়েরা যত উচু ক্লাসে উঠবে সেই অনুপাতে বৃদ্ধি পাবে টাকার অঙ্ক। অনেকটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্পের অনুরুপ তবে এর ব‍্যাপ্তি অনেক বেশী। অবশ‍্য এটি কোন নতুন প্রকল্প নয়, ১৯৯৭ সালে মেয়েদের পড়াশুনা চালিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্প আনা হয় অথচ এই ব‍্যাপারেই জানেন না অর্ধেকের বেশী মানুষ।

বালিকা সমৃদ্ধি যোজনার সুবিধা ও টাকার পরিমান

এই প্রকল্পের অধীনে কন‍্যাসন্তান জন্ম হলেই ৫০০ টাকা অনুদান পাবেন। আর স্কুলে ভর্তির পর থেকেই বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় অনুদান পেতে শুরু করবে। প্রথম থেকে দশম শ্রেণী অবধি মূলত এই অনুদান পাওয়া শুরু হবে।

বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় প্রত‍্যেক ক্লাস অনুযায়ী যে অনুদান ধার্য করা হয়েছে

ক্লাস বা শ্রেণীবার্ষিক টাকা
প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে পড়া অবধি৩০০ টাকা
চতুর্থ শ্রেণীতে উঠলে৫০০ টাকা
পঞ্চম শ্রেণীতে পড়াকালীন৬০০ টাকা
ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে পড়াকালীন৭০০ টাকা
অষ্টম শ্রেণীতে৮০০ টাকা
নবম ও দশম শ্রেণীতে পাঠরতা১০০০ টাকা

মিস করবেন না » PM Scholarship Scheme: পিএম স্কলারশিপ প্রকল্পে মাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র! জানুন কারা পাবেন?

অবশ‍্য যত ক্লাস বাড়বে সেই হারে বাড়বে বার্ষিক অনুদানের টাকা। তবে ১৮ বছর অবধি কোন টাকা তুলতে পারবেন না কন‍্যার অভিভাবকেরা। মূলত একটি নির্দিষ্ট অ‍্যাকাউন্টে জমা থাকবে যা কন‍্যার ভবিষ্যৎ সুরক্ষার জন‍্য পরে কাজে লাগবে। তবে কেবল বিপিএল এর অন্তগত পরিবারের দুজন কন‍্যাসন্তান এই সুবিধা পাবেন। আর আবেদন করার জন‍্য বেশ কিছু নথিপত্র জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

ইচ্ছুক যারা আবেদন করতে চান তাদের জন‍্য আবেদনকারীর (১) জন্ম শংসাপত্র, (২) আধার কার্ড (৩) অভিভাবক ও অভিভাবিকার আধার কার্ড, (৪) পিতা-মাতার বাসস্থানের প্রমাণ পত্র, (৫) কোন শ্রেণীতে পাঠরতা তার প্রমান এবং (৬) রেশন কার্ডের নথি জমা করতে হবে।

অবশ্যই পড়ুন » নয়া প্রকল্প রাজ‍্য সরকারের! প্রত‍্যেক শিক্ষার্থী পাবেন ৩০,০০০ টাকা, আবেদন পদ্ধতি জেনে দিন

আবেদন করার পদ্ধতি

এই প্রকল্পের জন‍্য আবেদনকারী অনলাইন ও অফলাইন মাধ‍্যমে আবদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ওয়েবসাইটে নাম রেজিস্টার করে আবেদন করতে পারবেন। আর অফলাইনে আবেদন করার জন‍্য, নিজের এলাকার ICDS দিদিমনির সঙ্গে কথা বলতে পারেন, সেখান থেকে আপনাকে ফর্ম দেওয়া হবে। সংশ্লিষ্ট ডকুমেন্টসহ তার পরামর্শে জমা করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট » https://megsocialwelfare.gov.in/

উন্নয়নশীল দেশ ভারতের অধিকাংশ দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের ক্ষেত্রে সকল দরিদ্র মেধাবী ছাত্রীদের পড়াশুনার দায়িত্ব নেবে কেন্দ্র সরকার। আর ‘সর্বশিক্ষা অভিযান’ এর আলোকে প্রত‍্যেকটা ঘরে পুনরায় শিক্ষার আলো জ্বলে উঠুক।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram