বর্তমান সময়ে ব্যাঙ্কিং (Banking) পেশা আর্থিক এবং সামাজিক দিক থেকেও অত্যন্ত সম্মানজনক (Prestigious)। অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে একটি ব্যাঙ্কের অফিসে (Bank Office) বসে দায়িত্বপূর্ণ পদে কাজ করার। এই পদগুলোর মধ্যে অন্যতম হল ব্যাঙ্ক ম্যানেজার (Bank Manager)। তবে এই লক্ষ্যে পৌঁছাতে গেলে সঠিক প্রস্তুতি, নির্দিষ্ট যোগ্যতা এবং সঠিক দিশা জানা অত্যন্ত জরুরি।
আজকে তোমাদের সঙ্গে কিভাবে একজন সকল ব্যাংক ম্যানেজার (সরকারি এবং প্রাইভেট ব্যাংক) হওয়া যায় সে বিষয়ে আলোচনা করব। হয়তো এই বিষয়ে অনেকের অল্পস্বল্প ধারণা আছে আবার অনেকেরই নেই তাই বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সঙ্গে প্রতিবেদনের শেষ অব্দি থাকতে হবে।
ব্যাংক ম্যানেজার (Bank Manager) কাজ কি? কিভাবে হওয়া যায় সম্পূর্ণ গাইড
ব্যাংক ম্যানেজার পদ ব্যাংকে অন্যান্য কর্মীদের তুলনায় তুলনামূলকভাবে উচ্চতর পদ, অর্থাৎ ব্যাংকে কর্মরত সকল কর্মীদের গতিবিধির নিয়ন্ত্রণ করা এবং ব্যাংকের সামগ্রিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করা, কেবল সরকারি ব্যাংক নয় বেসরকারি ক্ষেত্রেও ব্যাঙ্ক ম্যানেজারের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।
একজন ব্যাঙ্ক ম্যানেজার মূলত একটি শাখার (Branch) নেতৃত্ব দেন এবং নিচের কাজগুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন:
- কর্মচারীদের তত্ত্বাবধান ও নির্দেশ প্রদান
- গ্রাহকদের পরিষেবা নিশ্চিত করা (Customer Service)
- ঋণ অনুমোদন (Loan Approval), বিনিয়োগ, ফিক্স ডিপোজিট অনুমোদন
- শাখার দৈনন্দিন কাজ ও আর্থিক হিসাব নিয়ন্ত্রণ।
Bank Manager Eligibility Criteria : ব্যাঙ্ক ম্যানেজার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীকে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই গ্রাজুয়েশন ডিগ্রির বৈধ সার্টিফিকেট রাখতে হবে। ইংরেজি নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ কেননা ব্যাংকের অধিকাংশ কাজই ইংলিশ হয়ে থাকে। উচ্চমাধ্যমিকে কমার্স নিয়ে পড়াশোনা করলে তারা চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বয়সের সীমা – এই পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৬০ বছরের নিচে হতে হবে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
আবশ্যক:
- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় (Recognized University) থেকে স্নাতক (Graduation) পাশ।
- বিশেষত Commerce, Finance, Business Administration, Economics ইত্যাদি বিষয়ের ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
- কম্পিউটারে কাজ করার দক্ষতা ও ইংরেজি ভাষায় কমিউনিকেশন ও রাইটিং স্কিল থাকা আবশ্যক।
অতিরিক্ত যোগ্যতা (Optional but Helpful): MBA (Master of Business Administration) ডিগ্রি থাকলে পদোন্নতির সুযোগ বেশিযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় (Recognized University) থেকে স্নাতক (Graduation) পাশ।
অবশ্যই দেখো: ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার – সমস্ত তথ্য
Recruitment Process for Bank Manager: ব্যাংক ম্যানেজারের নিয়োগের প্রক্রিয়া
সাধারণত সরকারি এবং বেসরকারি উভয় ব্যাংকেই ব্যাংকের ম্যানেজারের জন্য পরীক্ষার মাধ্যমে নিয়োগহয়ে থাকে। তবে আমরা সরকারি এবং বেসরকারি উভয় ব্যাংকেই কিভাবে নিযুক্ত হতে পারবেন তা নিয়ে আলোচনা করব –
সরকারি ব্যাংক (Govt Banks)
সরকারি ক্ষেত্রে ব্যাংক ম্যানেজারের নিয়োগের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ IBPS ( Institute of Banking Personnel Selection) নেওয়া হয়ে থাকে। পরীক্ষায় প্রাপ্ত স্কোর এবং নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ নেওয়া হয়।
- IBPS PO (Institute of Banking Personnel Selection – Probationary Officer)
- SBI PO (State Bank of India – Probationary Officer) – স্টেট ব্যাংকের জন্য
- RBI Grade B Officer (Reserve Bank of India)
প্রিলিমিনারি পরীক্ষা – ব্যাংকিং প্রবেশিকা পরীক্ষার প্রথম ধাপ হল প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় প্রার্থীরা উত্তীর্ণ করে মেইন্স পরীক্ষায় বসার সুযোগ পান।
মেইন পরীক্ষা – প্রিলিমিনারি পরীক্ষার পরবর্তী ধাপ হলো মেইনস পরীক্ষা। পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন আগের পরীক্ষার তুলনায় কিছুটা শক্ত হয় তবে এই পরীক্ষায় উত্তীর্ণ করলে প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য সুযোগ পান।।
ইন্টারভিউ – প্রিলিমিনারি এবং মেইন্স পরীক্ষায় উত্তীর্ণ করলে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় ইন্টারভিউতে ব্যাংক সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্ন করা হয় যা প্রার্থীদের কেবল জ্ঞান এবং বুদ্ধির ভিত্তিতে দিতে হয়।
ব্যাংকিং প্রবেশিকা পরীক্ষা IBPS এ বিষয়ে আমাদের পোর্টালে আগেও একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। তাই তোমাদের দরকার মনে হলে অবশ্যই একবার দেখে নিতে পারো।
অবশ্যই দেখো: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা ও বেতন!
বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে (Private Banks)
বেসরকারি ব্যাংকে প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকে হেড অফিসে গিয়ে আপনার সকল প্রকার ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এরপর ব্যাংকিং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীদের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। ইন্টারভিউ এর ভিত্তিতে সফল প্রার্থীদের ব্যাঙ্ক ম্যানেজার পদে নিযুক্ত করা হয়।
বেসরকারি ব্যাংক যেমন HDFC, ICICI, AXIS ইত্যাদিতে নিয়োগ হয়:
- ক্যাম্পাস রিক্রুটমেন্ট (Campus Recruitment)
- সরাসরি আবেদন (Direct Application) ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website)
- চাকরির পোর্টাল যেমন Naukri, LinkedIn ইত্যাদির মাধ্যমে।
বেতন ও সুযোগ-সুবিধা (Salary & Benefits):
সরকারি: একজন ব্যাংক ম্যানেজারের গড় বেতন (Average Salary): ₹60,000 – ₹1,00,000 প্রতি মাসে (Per Month) সাথে থাকে ডিএ (Dearness Allowance), এইচআরএ (HRA), পিএফ (Provident Fund), মেডিকেল সুবিধা (Medical Benefits), ও লিভ ট্র্যাভেল এলাওয়েন্স (Leave Travel Allowance)।
বেসরকারি: বেতন কিছুটা কম বা বেশি হতে পারে ব্যাঙ্ক ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে (₹40,000 – ₹90,000 প্রতি মাসে), ইনসেন্টিভ (Incentives), পারফরমেন্স বোনাস (Performance Bonus), ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকে।
IBPS PO অফিসিয়াল ওয়েবসাইট | www.ibps.in |
SBI PO রিক্রুটমেন্ট ওয়েবসাইট | SBI PO |
ব্যাংক ম্যানেজার হওয়া-এর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, অধ্যবসায় এবং সময়মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। ছাত্রছাত্রীদের জন্য এটি একটি দারুণ কেরিয়ার অপশন, পাশাপাশি একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবে। কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সর্বদা তোমাদের পাশে রয়েছি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »