উচ্চমাধ্যমিক শেষে আর্টস নিয়ে পড়াশোনা করে আসা ছাত্রছাত্রীদের কেরিয়ার এর চিন্তায় প্রায়শই হীনমন্যতায় ভুগতে দেখা যায়, যার জন্য আমাদের বর্তমান সমাজব্যবস্থাও কিছুটা হলেও দায়ী। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তবেই সেই শিক্ষার্থী ভালো এবং সে ভালো কেরিয়ার তৈরি করতে পারবে এটা সম্পূর্ণ ভুল ধারণা; অবশ্যই সাইন্স নিয়ে পড়লে অনেক বেশি সুবিধা রয়েছে, তবে আর্টস নিয়ে পড়লে অনেক নতুন নতুন লাইন রয়েছে যেগুলো ছাত্রছাত্রীরা জানেনা!
আর্টস নিয়ে পড়ে কি কি হতে পারবে?
এই প্রতিবেদনে আমি তোমাদের আর্টস নিয়ে পড়াশোনা করলে কি কি কেরিয়ার অপশন (Top Best Career for Arts Students) পাওয়া যায় সবটাই বলবো, তাই প্রতিটা আর্টস এর শিক্ষার্থীদের বলবো এই গুরত্বপূর্ন পোস্টটি শেষ পর্যন্ত পড়তে ভুলে যেও না। আর্টস নিয়ে পড়াশোনা করে যেসমস্ত কেরিয়ার অপশন পাওয়া যায়, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল –
শিক্ষকতা (Teaching)
আর্টস নিয়ে পড়াশোনা করে তোমরা যে সমস্ত চাকরি পেতে পারো তার মধ্যে উল্লেখযোগ্য হল, বিভিন্ন স্কুলে শিক্ষকতার চাকরি। আর্টস নিয়ে পড়াশোনা করা বেশিরভাগ ছেলেমেয়েদেরই অন্যতম পছন্দের চাকরি শিক্ষকতা। প্রসঙ্গত উল্লেখ্য, সরকারি প্রাথমিক স্কুল শিক্ষকতার জন্য D.EL.ED ডিগ্রী এবং হাইস্কুলে শিক্ষকতার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের B.ED ডিগ্রী থাকা আবশ্যক।
দেখে নাও: উচ্চমাধ্যমিকের পর D.EL.ED কোর্স (PTTI বেসিক ট্রেনিং)! সমস্ত তথ্য থেকে ভর্তি
সাংবাদিকতা (Reporter)
সাংবাদিকতা আর্টস নিয়ে পড়াশোনা করার ছাত্র-ছাত্রীদের কাছে ভালো একটি কেরিয়ার অপশন হতে পারে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কনটেন্ট রাইটার, সম্পাদক, মিডিয়া বিশ্লেষক প্রভৃতি হিসেবে কাজ করতে পারে।
নার্সিং (Nursing), ফার্মাসিস্ট ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ
সাইন্স নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের মতই আর্টস নিয়ে পড়াশোনা করা ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীরাই চাইলে নার্সিং এর চাকরী পেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আর্টস নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের এজন্য GNM নার্সিং নিয়ে পড়াশোনা করতে হবে।
ফার্মাসি মেডিকেল সেক্টরে জব করার জন্য অবশ্যই সাইন্স পড়লে বাড়তি সুবিধা পাওয়া যায় তবে আর্টস নিয়ে পড়েও ডিফার্ম কোর্স করার মাধ্যমে ফার্মাসিস্ট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারবে।
বিস্তারিত দেখে নাও: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা
পুলিশের চাকরি (Police Service)
তোমরা যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছ চাইলেই তোমরা কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল, সাব – ইন্সপেক্টর পদে চাকরী পেতে পারো। প্রসঙ্গত উল্লেখ্য, এক্ষেত্রে শারীরিক কিছু যোগ্যতার প্রয়োজন হয় সেগুলি বিস্তারিত জানার জন্য তোমাদের নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশগুলি ফলো করতে হবে।
আইনজীবী (Lawyer)
আইনজীবী! শুনতে খটকা লাগলেও উচ্চমাধ্যমিকের পরবর্তী স্তরে আর্টস – এর শিক্ষার্থীরা চাইলে BA LLB বা LLB ডিগ্রির মাধ্যমে আইনজীবী হয়ে উঠতে পারে, যা নিঃসন্দেহে সমাজের কাছে একটি অত্যন্ত সম্মানজনক পেশা।
সিভিল সার্ভিস (Civil Service)
আর্টস নিয়ে পড়াশোনা করার একজন শিক্ষার্থী গ্রাজুয়েশন শেষে UPSC পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভেন্ট হয়ে উঠতে পারে এবং IAS, IPS, IRS প্রভৃতি পোস্টে নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশ সেবার সুযোগ পেতে পারে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস এর মাধ্যমে WBCS অফিসারও হতে পারো।
মিস করো না: WBCS Exam: সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!
গবেষক (Researcher)
সায়েন্সের পড়ুয়াদের মতই আর্টস – এর পড়ুয়ারাও বিভিন্ন বিষয়ে ডক্টরেট, পোষ্ট-ডক্টরেট প্রভৃতি ডিগ্রী অর্জনের মাধ্যমে গবেষক হয়ে উঠতে পারে, যা অন্যতম একটি সম্মানজনক পেশা। তবে এক্ষেত্রে হায়ার স্টাডির জন্য সময় অনেকটা বেশি লাগে, তার সঙ্গে মেধাবী হওয়াও প্রয়োজন।
পোস্ট অফিসের চাকরি (Post Officer)
তোমরা অনেকেই হয়তো জানো না আর্টস নিয়ে পড়াশোনা করার ছাত্র-ছাত্রীরাও পোস্ট অফিসের বিভিন্ন পদে চাকরির জন্য চাকরী করার যোগ্য হিসাবে নির্বাচিত হতে পারে। ভারতীয় পোস্টের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য নোটিশ দেওয়া হয় GDS, MTS, মেইল সার্ভিস। সংশ্লিষ্ট প্রার্থীদের এ ব্যাপারে নজর রাখার জন্য ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশগুলি ফলো করতে হবে। বর্তমানে এম টি এস এর ফরম ফিলাপ চলছে ➤ SSC MTS Recruitment 2024
সেনাবাহিনীতে চাকরি (Army)
ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার মাধ্যমে দেশসেবার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের। অন্য সমস্ত শাখার মতো একজন আর্টস নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীও ভারতীয় সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, সেনাবাহিনীতে চাকরির জন্য কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন।
রেলওয়েতে চাকরী (Railway)
আমাদের দেশের একটা বড় সংখ্যক ছেলেমেয়েদের পছন্দের চাকরি ভারতীয় রেলওয়েতে চাকরী। এক্ষেত্রে আর্টস নিয়ে পড়াশোনা করা সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা NTPC, Group D সহ অন্যান্য নানা পদে চাকরীর জন্য আবেদন করতে পারে।
বিস্তারিত: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও
সবশেষে, আর্টস নিয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের জন্য সেরা 10- টি কেরিয়ার সম্পর্কে লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই প্রতিবেদন থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে। তাই আজ থেকে নিজের লক্ষ্য স্থির করে প্রস্তুতি শুরু করে দাও। আর সমাজে নিজের জায়গা নিজেকে করে নিতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »