বাড়িতে বসে ৭৫০ এরও বেশি কোর্সের সুযোগ! ভারত সরকারের SWAYAM পোর্টালে করুন আবেদন?

Online SWAYAM Course Free Govt Learning

SWAYAM Govt. Online Course: হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন আর ইন্টারনেটকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে আরো সহজ করে তুলেছি। আজ থেকে ১০ বছর আগে হয়তো আমরা ভাবতেই পারতাম না স্কুল কলেজের পড়াশোনাটাও বাড়িতে বসে অনায়াসেই মোবাইলের মাধ্যমে করতে পারবো। তবে বর্তমানে এটাই বাস্তব।

   

কোভিড মহামারীর পর অনলাইন পড়াশোনা যেনো খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন যেকেউ গুগলে সার্চ করে যেকোনো অজানা বিষয় সম্পর্কে নিজের জ্ঞান বাড়াতে পারি। বর্তমানে প্রচুর সার্টিফিকেট কোর্স করানো হচ্ছে অনলাইনে। বাড়িতে বসে খুব সহজে যে কেউ সেই কোর্স গুলো করতে পারবেতাও আবার যদি বিনামূল্যে সরকারি কোর্সের সুযোগ (Free Online Course) মেলে তাহলে কেউই তা হাতছাড়া করতে চায়না।

ভারত সরকারের swayam portal এ ৭৫০ টিরও বেশি কোর্স রয়েছে যেগুলি বিনামূল্যে করতে পারবেন আপনিও। বিস্তারিত জানার জন্য শেষ অবধি পড়তে হবে। নয়তো বড়সড় সুযোগ হতে পারে হাতছাড়া।

Swayam কোর্স কি?

‘স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ-লার্নিং ফর ইয়াং অ্যাস্পায়ারিং মাইন্ডস’ বা swayam ভারত সরকার দ্বারা চালু করা একটি অনলাইন পোর্টাল, এই পোর্টালে আবেদন করে বিনামূল্যে অনলাইন প্রোগ্রাম এবং কোর্স করতে পারার সুযোগ পাবে ভারতের যেকোনো প্রান্তে অবস্থিত নাগরিক।

আপনি যদি একজন ছাত্র, শিক্ষক বা চাকরিজীবী হন বা আপনার জ্ঞান আরও প্রসারিত করতে আগ্রহী হন, swayam পোর্টালে আপনাদের প্রত্যেকের জন্যই কিছু না কিছু কোর্স উপলব্ধ আছে। এই পোর্টালে খুব সহজেই নিজের পছন্দ মত বিষয়টির উপর নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন আপনিও। Swayam কোর্সের তালিকায় ক্লাস ৯ থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর কোর্স রয়েছে।

Swayam অনলাইন পোর্টালের গুরুত্বপূর্ণ বিবরণ

পোর্টালের নামSWAYAM (Study Webs of Active-Learning for Young Aspiring Minds )
তৈরি করেছেভারত সরকার
কর্মকর্তাMHRD এবং NPTEL
অনলাইন সাইটটির উদ্দেশ্যদেশের প্রতিটি অভাবী শিক্ষার্থীকে ডিজিটাল কোর্স সরবরাহ করা
পদ্ধতিঅনলাইন আবেদন ও রেজিস্ট্রেশন
অফিসিয়াল পোর্টালhttps://swayam.gov.in/

মিস করবেন না: Employment Exchange Scheme: বেকারদের ঘরে বসেই ২৫০০ টাকা দেবে সরকার! এখনই আবেদন করুন এই প্রকল্পে

কোর্স গুলিতে আবেদন করার যোগ্যতা

এখানে উল্লেখ করা জরুরি যে এই কোর্স গুলিতে আবেদন করার জন্য যোগ্যতার কোনো মানদন্ড নেই। স্মার্ট ফোন বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ থাকলেই এই কোর্সে আবেদন করতে পারবেন আপনিও। একবার এই পোর্টালের কোনো কোর্সে নিজের নাম নথিভুক্ত করার পর দেশের বড় বড় স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া যাবে।

১/ কোর্স সম্পন্ন করার পরে যে সার্টিফিকেট পাওয়া যাবে সেই সার্টিফিকেট নির্দিষ্ট ক্ষেত্রের চাকরিতে গ্রহণযোগ্য হবে ।

২/ডিজিটাল মার্কেটিং, আইটি, ফাইন্যান্স , অ্যানিমেশন জাতীয় উচ্চ মূল্যের কোর্স গুলি বিনামূল্যে করতে পারবেন বাড়িতে বসে এবং প্রতিটি কোর্স এর সার্টিফিকেট সরকার অনুমোদিত ।

৩/ শিক্ষার্থীদের সুবিধার জন্য এই কোর্সে ভিডিও লেকচার, নোটস এর ব্যবস্থা রয়েছে যেগুলো ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেওয়া যাবে , স্ব-মূল্যায়ন পরীক্ষার সুযোগ রয়েছে যেখানে প্রতি সপ্তাহে কুইজের মাধ্যমে আপনি কতটা শিখলেন সেটার মূল্যায়ন করতে পারবেন নিজেই , এবং যেকোনো প্রশ্ন বা সংশয় দূর করার জন্য অনলাইন আলোচনার ব্যবস্থা রয়েছে ।

৪/ অডিও, ভিডিও, মাল্টিমিডিয়া, এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে সহজেই ভারতের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে পড়াশোনার করতে পারবেন এই কোর্সে ।

৫/ সার্টিফিকেট পাওয়ার জন্য পরীক্ষায় নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে ।

৬/ কোর্স শেষে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাওয়ার জন্যই শুধুমাত্র ১০০০ টাকা দিতে হবে। আবার কেউ যদি সার্টিফিকেট না নিতে চায় তবে সে বিনামূল্যেই সম্পূর্ণ কোর্সটি সম্পন্ন করতে পারবে ।

৭/এই পোর্টালটিতে ৮ টি পৃথক ভাষায় কোর্স করার সুবিধা রয়েছে । ফলে যে কেউ নিজের আঞ্চলিক ভাষায় কোর্স করতে পারবে।

৮/ ইউ জি, পি জি ডিগ্রীগুলির সাথেই এই কোর্সগুলি খুব সহজেই শিক্ষার্থীরা করতে পারবে।

অনলাইন রেজিস্ট্রেশন এর পদ্ধতি

Swayam অনলাইন কোর্সগুলিতে নিজের নাম নথিভুক্ত করবার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে –

  1. প্রথমেই আপনাকে swayam.gov.in/explorer যেতে হবে
  2. এখানে দুটি উইন্ডো খুলবে যেখানে দেখা যাবে on-going course এবং upcoming course গুলির তালিকা।
  3. upcoming course গুলির জন্য প্রার্থীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে এবং on-going course গুলো শেষ হয়ে যাওয়ার পরে পুনরায় সেগুলি upcoming course এর তালিকায় আসবে এবং তখন শিক্ষার্থীরা সেই কোর্সগুলো জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে ।
  4. পছন্দসই কোর্সে আবেদন করার জন্য “JOIN” option টিতে ক্লিক করতে হবে।
  5. তারপর আপনার প্রয়োজনীয় বিবরণ প্রদান করলেই নির্দিষ্ট কোর্সের অন্তর্গত ক্লাসগুলি করতে পারবেন।

আবেদনের সরাসরি লিংক: Apply Now

আরো পড়ুন: PM Kaushal Vikas Yojana: ৮০০০ টাকা সঙ্গে বিনামুল‍্যে কোর্স করাচ্ছে কেন্দ্র সরকার! জানুন কারা পাবেন?

কোর্স শুরুর তারিখ , শেষের তারিখ, পরীক্ষার তারিখ, নং সম্পর্কিত সমস্ত বিবরণ, লেকচার ইত্যাদি পোর্টালে প্রদান করা হয়। Swayam -এর সমস্ত কোর্স ৪ সপ্তাহ থেকে ২৪ সপ্তাহের হয়। কোর্সের জন্য নিবন্ধন করার সময় প্রার্থীদেরও পরীক্ষার তারিখ বেছে নিতে হবে।

আবেদনকারী প্রার্থীরা শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে নয়, Android ডিভাইসে Google Play Store-এ উপলব্ধ Swayam মোবাইল অ্যাপের মাধ্যমেও swayam কোর্সগুলি অ্যাক্সেস করতে পারবেন। swayam পোর্টালে রেজিস্ট্রেশন, লগইন বা নথিভুক্তকরণ সম্পর্কিত যে কোনও সহায়তা বা প্রশ্নের জন্য, শিক্ষার্থীরা 1800 121 9025 এ হেল্পলাইনে যোগাযোগ করতে পারে বা [email protected]এ যোগাযোগ করতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram