Chandrayaan 3 Report Writing (10 Marks) Madhyamik & HS (PDF ডাউনলোড করে নিন)

Nitya Gorai

Updated on:

Chandrayaan 3 English Report Writing Madhyamik & HS

ছাত্র-ছাত্রীরা তোমাদের সকলের জন্য “Chandrayaan 3 English Report Writing” উপর রিপোর্ট রাইটিং বিস্তারিত পিডিএফ সহ পাবে আজকের পোস্টে। মহাকাশ গবেষণা এবং চন্দ্রযান-৩ মিশনের সাফল্য এই বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক তথা স্কুলের বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই টপিকটি।

তবে রিপোর্ট রাইটিং এ যত বেশি তোমরা অলংকরণ এবং ক্রিয়েটিভিটি দেখাতে পারবে তত নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এক্ষেত্রে তুমি তোমাদের সুবিধার জন্য সমস্ত তথ্য সমৃদ্ধ একটি বিস্তারিত অথচ সংক্ষিপ্ত ইংরেজি পরীক্ষার জন্য প্রতিবেদনের ফরম্যাট Chandrayaan 3 ওপর দেওয়া রইল। তবে তোমরা চাইলে নিজেদের মতো করে টাইটেল (Title) [2- Marks] এবং অন্যান্য ফিনিশিং লিখতে পারো।

Chandrayaan 3 English Report Writing Madhyamik & HS

(মাধ্যমিক) Madhyamik 2024 English Report Writing Chandrayaan 3 (⭐)10 Marks
Higher Secondary English final Report Writing on Chandrayaan 3 (✅)10 Marks
নবম/দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা ও স্কুলের ফাইনাল পরীক্ষার জন্য (Important)5/10 Marks

তোমরা যারা পিডিএফ ডাউনলোড করতে চাও পোস্টের শেষে তোমরা পিডিএফ পেয়ে যাবে, তোমরা পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা এবং Practice/Revision কাজের জন্য অবশ্যই কিন্তু সংগ্রহ করে নিও।

Chandrayaan 3 Report Writing with Title & Details

Chandrayaan-3: India Touches Moon!

Antariksh Bhavan, Bengaluru, 3rd February 2024: India created history with the successful launch of Chandrayaan-3. Launched at 2:35 pm on 14th July from Satish Dhawan Space Centre in Sriharikota, Andhra Pradesh, the mission marked India’s triumphant third attempt. After the 2019 Chandrayaan-2 setback, this achievement resonated with pride as the spacecraft landed successfully on the Moon’s South Pole. The mission, costing 615 crores, had the nation celebrating this historic feat.

The lander and rover, named “Progyan“, took 41 days to reach the Moon’s surface. The landing spot was named “Shiva Shakti Point” by the Prime Minister. ISRO Chairman S. Somnath expressed gratitude to the mission’s members, highlighting the relentless efforts of the scientists.
Prime Minister Narendra Modi expressed heartfelt gratitude, saying, “Chandrayaan-3’s success is a testament to our scientists’ dedication. This achievement strengthens India’s position in space exploration.” The successful mission ignited joyous celebrations nationwide, making every Indian proud of Chandrayaan-3’s remarkable achievement.

Important Points of “Chandrayaan 3 Report Writing”

বোর্ডের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তবে তোমার যদি উত্তর জানা থাকে তুমি ঠিক লিখে আসতে পারবে। কি রকম প্রশ্ন আসতে পারে তার নিজের কিছু দেওয়া রইল –

  • write a report on chandrayaan-3
  • chandrayaan-3 report writing 100 words
  • write a report on successful landing of chandrayaan-3
  • news report writing on chandrayaan-3

Chandrayaan-3 Report writing pdf Download

পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন: Download PDF

এই টি সাজেশন নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না যাতে তারাও এই পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram