CAA Application: কীভাবে ঘরে বসে নাগরিকত্বের সংশোধনের আবেদন করবেন? কি কি নথিপত্র প্রয়োজন? দেখেনিন

CAA

Citizenship Amendment Act (CAA) Online From Fill Up: ফের দেশজুড়ে শুরু হল নাগরিকত্ব সংশোধনের আইন। সকলের জন‍্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হল। এই পোর্টালের মাধ‍্যমে যারা এখনও আবেদন করেননি তারা সহজেই বাড়াতে বসে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? কারা আবেদনের যোগ্য ও কী কী নথিপত্র দরকার হবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

কারা কারা নাগরিকত্বের মান‍্যতা পাবে (CAA Rules in Bengali)

  • ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি থেকে ১৯৮৭ সালে ৭ ই জানুয়ারির মধ‍্যে যারা জন্মগ্রহণ করেছেন ভারতে তারা সকলেই ভারতীয় নাগরিকের আখ‍্যা পাবেন।
  • ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ‍্যে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মা যদি ভারতীয় নাগরিক হয় তবে তারাও ভারতীয় নাগরিক হবে।
  • ২০০৪ সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের মধ‍্যে যেকোন একজন ভারতে জন্মগ্রহণ করলে তারাও নাগরিকের অধিকার পাবে।

কীভাবে অনলাইনে নাগরিকত্বের জন‍্য আবেদন করবেন

ঘরে বসে তারা অনলাইন মাধ‍্যমে নাগরিকত্বের জন‍্য আবেদন (CAA Apply Online) করতে চান তারা অবশ্যই এই পদ্ধতিটি পড়বেন।

(১) সম্প্রতি নাগরিকত্বের সংশোধনের জন‍্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে www.indiancitizenshiponline.nic.in অফিসিয়াল পোর্টাল খোলা হয়েছে। এই পোর্টালে মোট সাত রকমের ভিন্ন ক‍্যাটাগোরি আছে। আবেদনকারীরা তাদের যোগ‍্যতা অনুযায়ী আবেদন করবেন।

(২) অনলাইনে আবেদন সম্পন্ন হলে আবেদনের একটি হার্ডকপি প্রিন্ট আউট করে রাখবেন। এরপর এই আবেদনপত্রের হার্ড কপি ও প্রয়োজনীয় নথিপত্রের কপিসহ সংশ্লিষ্ট জেলাশাসকের অফিসে পাঠাতে হবে। এরপর প্রার্থীর নাগরিকত্ব গ্রহন করা হলে প্রার্থীর রেজিস্টারড মোবাইল নম্বরে মেসেজ চলে যাবে।

(৩) মেসেজ পাওয়ার পর ফের প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে আবেদন মূল‍্য জমা করতে হবে। আর সেই আবেদনপত্র জেলা শাসকের অফিসে জমা করতে হবে।

সরাসরি নাগরিকত্বের সংশোধনের আবেদন করুন » https://indiancitizenshiponline.nic.in/

আরও পড়ুন » Food SI Exam 2024: পরীক্ষা শুরুর আগেই উত্তর সহ প্রশ্ন ফাঁস পশ্চিমবঙ্গ ফুড SI পরীক্ষার, পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ভবিষ্যৎ?

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথিপত্র

যে সকল প্রার্থী বা যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই এই সকল নথিপত্র (CAA Documents Required) সঙ্গে রাখবেন।

  • প্রার্থীর ত‍ৎকালীন বিদেশি পাসপোর্ট
  • অনলাইনে ৫০০ টাকার চালানের নথি
  • প্রার্থীর বাবা বা মায়ের জন্ম সার্টিফিকেট
  • প্রার্থীর স্থায়ী বাসস্থানের প্রমান
  • বিবাহের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ( যদি প্রার্থী বিবাহিত হয়ে থাকেন)
  • প্রার্থীর ক‍্যারেক্টার সার্টিফিকেট

অবশ্যই পড়ুন » Lakhpati Didi Prakalpa: নতুন প্রকল্পে ১ লাখ টাকা পাবেন! কারা আবেদন করতে পারবেন? জেনে নিন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram