Class 11 2nd Semester Philosophy Suggestion: একাদশ দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশন প্রশ্ন! দেখে নিন

Nitya Gorai

Updated on:

Class 11 2nd Semester Philosophy Suggestion

উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে দর্শন ফিলোসফি বিষয়ের শেষ মুহূর্তের সাজেশন তোমাদের জন্য শেয়ার করা হলো।

সেরা ৫০ টি প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এইগুলি শেষ মুহূর্তে খুব ভালো করে যাবে, সংসদের নমুনা প্রশ্ন একাধিক কোশ্চন ব্যাঙ্কের সেটে এগুলি রয়েছে।

HS Semester 2 Class 11 Geography Suggestion Question: একাদশ ২য় সেমিস্টার ফিলোজফি

নিচের টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এক কাছে করে দেয়া হলো উত্তর সহ নিতে চাইলে নিচে পিডিএফ লিংক পেয়ে যাবে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো।

(১) যুক্তিবিজ্ঞান ও যুক্তির প্রকৃতি

  1. যুক্তি কাকে বলে? উদাহরণ দাও।
  2. যুক্তির কয়টি অংশ আছে ও কী কী?
  3. সিদ্ধান্ত কাকে বলে?
  4. অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লিখ।
  5. অবরোহ যুক্তি কাকে বলে?
  6. আরোহ যুক্তি কাকে বলে?
  7. অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লিখ।
  8. যুক্তির উপাদান কী কী?
  9. যুক্তিবিদ্যাকে আদর্শ বিদ্যা বলা হয় কেন?
  10. যুক্তির আকার বলতে কী বোঝায়? উদাহরণসহ আলোচনা কর।

(২) বচন, বাক্য ও সত্যতা

  1. বচন কাকে বলে?
  2. নির্দেশ বচন বলতে কী বোঝানো হয়?
  3. বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লিখ।
  4. সত্য ও বৈধতার মধ্যে পার্থক্য লিখ।
  5. নির্দেশ বচনের শ্রেণীবিভাগ কী কী? উদাহরণ দাও।
  6. নির্দেশ বচনে পদের ব্যাপকতা বলতে কী বোঝায়?

(৩) বিরোধিতা ও অনুমান

  1. বচনের বিরোধিতা কাকে বলে?
  2. বিপরীত বিরোধিতা ও অসম বিরোধিতার মধ্যে পার্থক্য লিখ।
  3. “কোনো মানুষ নয় সৎ”—এই বচনের অসম বিরোধী বচন নির্ণয় কর।
  4. বিপরীত বিরোধানুমানের সত্যমূল্যের নিয়ম কী?
  5. অধীন বিপরীত বিরোধিতার উদাহরণ দাও।
  6. অসম বিরোধিতার সত্যতার নিয়ম কী?

(৪) অমাধ্যম অনুমান ও ন্যায়

  1. অমাধ্যম অনুমান কাকে বলে? কয়টি প্রকার ও কী কী?
  2. আবর্তন কাকে বলে? এর কয়টি প্রকার ও কী কী?
  3. বিবর্তন কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা কর।
  4. আবর্তন ও বিবর্তনের মধ্যে পার্থক্য লিখ।
  5. O-বচনের আবর্তন বিধিসম্মত নয় কেন?
  6. নির্দেশ ন্যায়-এর সংস্থান কাকে বলে? উদাহরণ দাও।
  7. শাখিক নির্দেশ ন্যায় কয় প্রকার ও কী কী?
  8. যৌগিক যুক্তির বৈশিষ্ট্য কী?

(৫) ভারতীয় নীতিশাস্ত্র

  1. ভারতীয় নীতিশাস্ত্রে পুরুষার্থ বলতে কী বোঝানো হয়?
  2. ধর্ম ও অর্থ বলতে কী বোঝায়?
  3. কাম ও মোক্ষ বলতে কী বোঝানো হয়েছে?
  4. গৃহস্থ ধর্ম কাকে বলে?

(৬) শ্রীমদ্‌ভগবদ্‌গীতা

  1. শ্রীমদ্‌ভগবদ্‌গীতায় নিষ্কাম কর্ম বলতে কী বোঝানো হয়েছে?
  2. সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লিখ।
  3. প্রবৃত্তি মার্গ ও নিবৃত্তি মার্গ বলতে কী বোঝানো হয়েছে?
  4. গীতায় চার ধরনের যোগবিধি কী কী?

(৭) বৌদ্ধ ও চার্বাক দর্শন

  1. বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য কী কী?
  2. বৌদ্ধ নীতিতে সম্যক দৃষ্টি ও সম্যক ব্যায়াম বলতে কী বোঝানো হয়?
  3. চার্বাকদের মতে নৈতিক আদর্শ কী?
  4. চার্বাকরা কেন ইন্দ্রিয় সুখের পরিপূর্ণতায় বিশ্বাস করেন?
  5. চার্বাকরা ধর্মকে পুরুষার্থ হিসেবে স্বীকার করেন না কেন?
  6. চার্বাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন?

(৮) পাশ্চাত্য নীতিবিদ্যা

  1. নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
  2. উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা কাকে বলে?
  3. আত্মসুখবাদ ও পরসুখবাদের মধ্যে পার্থক্য লিখ।
  4. নৈতিক কর্তব্যবাদ কাকে বলে? কান্তের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা কর।
  5. নীতিবিজ্ঞানকে আদর্শবাদী বিজ্ঞান বলা হয় কেন?
  6. নৈতিক সুখবাদ কাকে বলে?

একাদশ দ্বিতীয় সেমিস্টার দর্শন সাজেশন পিডিএফ: WBCHSE Class 11 Semester-2 Philosophy

উত্তরসহ Philosophy উপরের প্রশ্নগুলির নোটস পেতে অবশ্যই মাত্র 10 টাকা দিয়ে নোটস PDF সংগ্রহ করতে পারো 👇

WBCHSE Class 11 Semester-2 Philosophy Question Answer PDF
↗ ক্লিক করে সংগ্রহ করে নিতে পারবে
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার প্রস্তুতি (টার্গেট একাদশ ’হোয়াটসঅ্যাপ গ্রুপ)Join Group

আরো দেখবে: WBCHSE HS 4th Subject (Optional Paper): উচ্চমাধ্যমিক ফোর্থ সাবজেক্ট কি? নম্বরে ভূমিকা, গুরুত্ব

তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে! পরবর্তী সেমিস্টারের জন্য তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো, সহযোগিতা পাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram