Class 11 2nd Semester Political Science Suggestion Question: একাদশ ২য় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন!

Nitya Gorai

Published on:

Class 11 2nd Semester Political SCience Suggestion

উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার প্যাটার্নের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সে ৪০ নম্বরের ব্যাখ্যাধর্মী পরীক্ষা হবে। স্কুলের প্রশ্ন হবে, তোমরা সারা বছর যারা মোটামুটি পড়াশোনা করেছ তবুও শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে তোমাদের জন্য যথেষ্ট ইম্পরট্যান্ট সাজেশন দেওয়া রইল

HS Class 11 2ns Sem Pol Science Suggestion Question: একাদশ দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন

তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দুই নম্বর চার নম্বর এবং ৬ নম্বরের প্রশ্নর নিচে দিয়ে দেওয়া হল তোমরা খুব ভালো করেই প্রশ্নগুলি কিন্তু প্র্যাকটিস এবং তৈরি করে যাবে।

তোমাদের যদি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তরের প্রয়োজন হয় সব শেষে তোমরা PDF সংগ্রহ করার লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফ নিয়ে নিতে পারো অথবা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে তোমরা সরাসরি নিতে পারো।

২ নম্বর প্রশ্ন (টিকা): 2 Marks Important Question

নিচের দুই নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে করে যাবে।

  1. স্বাধীনতার নেতিবাচক ধারণায় বিশ্বাসী দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো।
  2. ন্যায়ের দুটি রূপ উল্লেখ করো।
  3. জাতীয় ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো।
  4. জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো?
  5. প্রত্যক্ষ গণতন্ত্রের দুটি গুণ লেখো।
  6. প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো।
  7. মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন?
  8. ভারতের সংবিধানে বর্ণিত দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো।
  9. ভারতের নির্বাচন ব্যবস্থার প্রকৃতি কিরূপ?
  10. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে অপর দুজন নির্বাচন কমিশনারের মর্যাদাগত পার্থক্য কি?

একাদশ রাষ্ট্রবিজ্ঞান দুই নম্বরের প্রশ্ন:-

  1. ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি?
  2. স্বাধীনতা রক্ষার দুটি উপায়ের নাম লেখো।
  3. জাতীয়তাবাদের দুজন সমর্থকের নাম করো।
  4. জাতীয় জনসমাজের কয়েকটি বাহ্যিক উপাদানের নাম করো।
  5. কর্তৃত্ববাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
  6. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র কাকে বলে?
  7. ভারতের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতির দুটি উদ্দেশ্য লেখো।
  8. সাম্য ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলে বর্ণনা করেছেন এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানের নাম লেখো।
  9. নির্বাচন কমিশনের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
  10. গণতান্ত্রিক রাষ্ট্রে কাদের ভোটাধিকার থাকে না?

৪ নম্বর প্রশ্ন (4 Marks) সংক্ষিপ্ত উত্তর ধর্মী

  1. জাতীয় জনসমাজ গঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
  2. জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো।
  3. মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো।
  4. নারীদের ভোটাধিকার স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
  5. ভারত সরকার নির্বাচনে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন?
  6. নির্বাচন কমিশনের গঠন আলোচনা করো।
  7. জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে যুক্তি দাও।
  8. জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও।
  9. সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো।
  10. ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো।
  11. ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
  12. বর্তমানে ভারত সরকারের নির্বাচনী সংস্কার সম্পর্কে আলোচনা করো।
  13. ভারতের সংবিধানে ১৯ নম্বর ধারাটি ব্যাখ্যা করো।
  14. আইনের উৎসগুলি উল্লেখ করো।
  15. জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণাটি লেখো।

৬ নম্বর প্রশ্ন রচনাধর্মী (6 Marks) ⭐⭐

বড় প্রশ্ন নিয়ে চিন্তার কিছু নেই, তোমাদের জন্য উত্তর করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সংগ্রহ করে নেবে।

  1. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
  2. সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো।
  3. সর্বাত্মকবাদের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।
  4. আইনের উৎসগুলি কি কি? এদের গুরুত্ব আলোচনা করো।
  5. গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো।
  6. মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষাচিন্তা ব্যাখ্যা করো।
  7. স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা ও সাম্যের সম্পর্কে আলোচনা করো।
  8. সর্বাত্মক ব্যবস্থা হিসেবে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
  9. কর্তৃত্ববাদের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
  10. জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো।
  11. স্বাধীনতা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো।
  12. সর্বনিয়ন্ত্রণবাদ ও কর্তৃত্ববাদের পার্থক্য লেখো।

উপরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহ PDF স্পেশাল সাজেশন মাত্র Rs 20 টাকায়! পেমেন্ট করে ডাউনলোড করে নাও 👇

Class 11 2nd Semester Political Science Suggestion
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করো

পরবর্তী সেমিস্টার বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য তার পাশাপাশি নোট সাজেশন পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও।

সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি (টার্গেট’ হোয়াটসঅ্যাপ গ্রুপ)Join Group

আরো দেখবে: WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram