HS Class 12 Annual Calender 2024-25: উচ্চমাধ্যমিক ২০২৫ কোন সময় কি? প্রজেক্ট, প্রাকটিক্যাল আগেই দেখে নাও

HS Class 12 Annual Calender 2024-25 Practical Project Exam Dates

উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষার্থীরা! পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রতি বছর শিক্ষাবর্ষের জন্য একটি ক্যালেন্ডার (WB HS Academic Calender) প্রকাশ করে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্যও সংসদ কর্তৃপক্ষ একই রীতি অনুসরণ করেছে। এই ক্যালেন্ডারে শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত সকল পরীক্ষা, স্কুল কার্যক্রম, প্র্যাকটিক্যাল ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে। আজকের পোষ্টে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তারিখের লিস্ট পাবে, স্কুলে দেওয়ার আগেই দেখে নিতে পারবে, তার সঙ্গে PDF নোটিশটা সংগ্রহ করতে পাবে।

   

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫ ক্যালেন্ডার ও নোটিশ

HS Class 12 2024-25 Practical Project Exam Dates: কোন সময় তোমাদের পরীক্ষার ফরম ফিলাপ হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষা? থিওরি পরীক্ষা? এনরোলমেন্ট সমস্ত কিছু দেওয়া আছে ক্যালেন্ডারে। ২০২৪ সালের জুন মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।

উচ্চমাধ্যমিক ২০২৪-২৫ একাডেমিক ক্যালেন্ডার: HS Class 12 Annual Working Plan 2024-25

nDESCRIPTION : CLASS — XII DATE/ DURATION
1Commencement of Class, if necessary on online modeMay, 2024
2Distribution of Question Paper & Blank Answer Scripts of H.S. Practical Examination 2025, Registration (XI) and other documents through Camp27.11.2024
3Online submission of Enrolment Form of candidates of H.S. Examination, 2025.02.12.2024 to 16.12.2024
With Fine : 18.12.2024 to 24.12.2024
4Schedule of H.S. Practical Examination, 2025 including Vocational Subjects, Music, Visual Arts, Health & Physical Education [including Hill Area]02.12.2024 to 20.12.2024
5Online submission of Practical & Project Marks of H.S. Examination 2025.06.12.2024 to 31.12.2024
6Issuance of Admit Card of H.S. Examination, 2025 through Camp19.02.2025
7Higher Secondary Examination, 202503.03.2025 to 18.03.2025 as notified.
8Publication of Result of H.S. Examination, 2025Within 10 June, 2025
9Online Post Publication Scrutiny/Post Publication ReviewOnline application for PPS/PPR as per notification.

আরো দেখো: HS Pass Marks: উচ্চমাধ্যমিকে কত নাম্বারে পাস? কত নাম্বারে কোন গ্রেড? দেখেনিন

অফিসিয়াল নোটিশের PDF ও কিছু কথা

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে এই ক্যালেন্ডারের পূর্ণাঙ্গ সংস্করণ পেয়ে যাবে। ছাত্র-ছাত্রীরা তাদের স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে এই ক্যালেন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

CIASS-12 HS HS Class 12 Annual Practical Project Exam Dates 2024-25Link
WBCHSE অফিসিয়াল নোটিশ দেখে নিন (ডাউনলোড করুন)View Notice
HS Exam Routine 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2025DownLoad PDF

দেখে নাও: HS Exam 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বদল! ২০২৫ থেকে জারি হচ্ছে নতুন নিয়ম

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এই ক্যালেন্ডারটি শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খলা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় তথ্য আগেই পেয়ে যাওয়ায় তাদের শিক্ষাগত কার্যক্রমে আরও সুবিধা হবে। বাংলার শিক্ষা সবার আগে খবর আপডেট পেতে “EduTips” আমাদের সঙ্গে যুক্ত থাকো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram