জাতীয় শিক্ষানীতির পরিকাঠামো দিক থেকে গোটা দেশে অনেক আগেই প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে পঞ্চম শ্রেণীর যুক্ত করা হয়েছে, তবে সেক্ষেত্রে বাদ ছিল পশ্চিমবঙ্গ। ২০২০ সালে পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী থাকাকালীন এই প্রজেক্ট কিছুটা কাজে এগিয়েছিল। প্রথম ধাপে বেশ কিছু প্রায় ১৭ হাজার স্কুলে পঞ্চম শ্রেণীর যুক্ত হয়েছিল, যেখানে রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৯০০০।
Class V in Primary School Westbengal: পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপে প্রাথমিকে পঞ্চম শ্রেণীর যুক্ত কাজ শুরু
দ্বিতীয় ধাপে জোর কদমে কাজ শুরু করলো শিক্ষা দপ্তর! যদিও ৩২ হাজার স্কুলে এখনই পঞ্চম শ্রেণী একই সঙ্গে চালু করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে এগোবে শিক্ষা দপ্তর। আশা করা যাচ্ছে প্রথম ধাপে টার্গেট প্রায় দশ হাজার। শুধু ক্লাস সংযুক্তিকরণ ই নয় তার পাশাপাশি পরিকাঠামোগত দিক থেকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে স্কুলগুলিকে।
প্রাথমিক স্কুলের পরিকাঠামো তার সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা তে বিশেষ গুরুত্ব দিচ্ছে শিক্ষা দফতর। এই পর্যায়ে প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে কমপক্ষে দশটি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করা হবে।
যে সমস্ত স্কুলে পরিকাঠামো উন্নয়নে বিশেষ করে বাড়তি ক্লাস রুম প্রয়োজন, সে খাতেও আর্থিক অনুদান দেওয়া হবে। সেজন্য সমস্ত স্কুলের পরিকাঠামো বিবরণ তার সঙ্গে অন্যান্য তথ্য শিক্ষা দপ্তরের পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
নতুন আপডেট: School Admission Age: স্কুলে ভর্তির বয়সসীমা বেঁধে দিল রাজ্য সরকার! কোন বয়সে কোন ক্লাসে ভর্তি?
শিক্ষকের ঘাটতি মেটাতেই কি তড়িঘড়ি? উঠছে প্রশ্ন
বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকার তীব্র ঘাটতি সেটা সকলেরই জানা। কি প্রাথমিক কি উচ্চ প্রাথমিক কিংবা হায়ার সেকেন্ডারি স্কুল। ২০১৪ সালে শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও দুর্নীতির কারণে সেই মামলা বিচারাধীন। দীর্ঘ নয় বছর হয়ে গেল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নেই। এই অবস্থায় প্রাথমিকে পঞ্চম শ্রেণি যুক্ত হলে হাইস্কুলে শিক্ষক শিক্ষকদের ওপর চাপ কিছুটা কমবে, এবং তাতে লাভ হবে বলে জানাচ্ছে শিক্ষা দপ্তর।
বিস্তারিত: হাই স্কুলে ক্লাস নেবেন কলেজের প্রফেসররা! শিক্ষক ঘাটতি মেটাতে বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের
কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, “অত্যন্ত জরুরি পদক্ষেপ। অনেক প্রাথমিক স্কুল আছে, যেখানে অনেক শিক্ষক থাকা সত্ত্বেও পঞ্চম শ্রেণির সংযুক্তি হয়নি।”
আমাদের সঙ্গে যুক্ত থাকুন! পশ্চিমবাংলার স্কুল কলেজ পড়াশোনার সবার প্রথমে খবর থেকে শিক্ষার সমস্ত আপডেট, আপনার হাতের মুঠোয় সবার আগে পৌঁছে দেবে EduTips।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »