College Exam CGPA, SGPA, Supplementary: কলেজে নতুন? গ্রেড পয়েন্ট, সাপ্লি পেপার – সমস্ত নিয়ম দেখে নাও!

College Exam CGPA, SGPA, Supplementary NEP Westbengal

আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা প্রথম বর্ষে কলেজে পড়াশোনা করছো, কাজেই কলেজ সংক্রান্ত নতুন বিষয়গুলি ঠিকঠাক জানে না। এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সঠিক ধারণার অভাব থাকায় ছাত্রছাত্রীরা প্রায়ই নানাবিধ সমস্যার সম্মুখীন হয়। আজকের এই পোস্টে কলেজ সংক্রান্ত নানা বিষয় যেমন –

   

Supplementary ব্যাপারটা আসলে কী; কীভাবে Supplementary এভোয়েড করা যায়, Honours Paper – এ পাশ করতে না পারলে Honours কেটে যায় কিনা? তার পাশাপাশি বিভিন্ন গ্রেড পয়েন্ট এর মানে প্রভৃতি সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই কোন তথ্য Miss করতে না চাইলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

College Exam Supplementary কী? সাপ্লি এলে কি করবে?

সহজ ভাষায় বলতে গেলে Supplementary বলতে কলেজের সংশ্লিষ্ট পরীক্ষায় পাশ করতে না পারাকে বোঝায়। এক্ষেত্রে যে বিষয় বা Paper – এ Supplementary আসে সেই Paper – এ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দিতে হয়।

Honours Paper – এ Supply?

অনেক ছাত্র-ছাত্রীদের মনে একটা প্রশ্ন থাকে Honours Paper – এ Supply এলে Honours কেটে যাবে কিনা? এক্ষেত্রে বলে রাখি, নতুন NEP নিয়ম অনুযায়ী Honours Paper – এ Supplementary এলেও Honours কেটে যাবে এমন কোন বিষয় নেই। কিন্তু এক্ষেত্রে উল্লেখ্য, Supplementary এলে Honours Paper – এও অন্যান্য Paper – এর মত পরবর্তিতে পুনরায় পরীক্ষা দিয়ে clear করতে হবে।

Supplementary Clear করার সময়সীমা

নতুন NEP system অনুযায়ী 1st Semester – এ কোন Paper – এ Supplementray এলে 3rd Semester – এ সেটি Clear করার সুযোগ পাওয়া যাবে, আবার সংশ্লিষ্ট কোন পরীক্ষার্থী যদি 3rd Semester – এ কোন Paper – এ Supplementary পান তবে তিনি 5th Semester এ পুনরায় Supplementary Paper – টি Clear করার সুযোগ পাবেন।

অবশ্যই দেখো: National Cadet Corps সরকারি চাকরিতে NCC সার্টিফিকেটের সুবিধা! লেটেস্ট তথ্য দেখে নাও

CGPA ও SGPA কি? কলেজের রেজাল্ট এর গ্রেড পয়েন্ট

CGPA Semester – এ সংশ্লিষ্ট কোন শিক্ষার্থীর প্রাপ্ত Credit Point এবং সংশ্লিষ্ট Semester – টির সম্পূর্ণ Credit Point – এর অনুপাত। আর Semester Grade Point Average – কেই SGPA বলা হয়ে থাকে, এককথায় এটি সংশ্লিষ্ট Semester – এ শিক্ষার্থীর প্রাপ্ত সমস্ত Grade Point – এর গড়।

কাজেই কলেজের সম্পূর্ণ রেজাল্ট এবং নম্বর তৈরি আপেক্ষিক ভাবে ক্রেডিট সিস্টেমে চলে। অনেক কলেজের সরাসরি ক্রেডিট সিস্টেমের পাশাপাশি আসল নম্বর দেওয়া থাকে। অনেক কলেজের সেটা দেওয়া হয় না শুধুমাত্র ক্রেডিট নম্বরই বলা হয়ে থাকে।

Compulsory Subject কী?

নতুন NEP system – এ কলেজ পড়ুয়াদের Compulsory Subject হিসেবে Bengali, English পড়তে হবে। এক্ষেত্রে উল্লেখ্য এই Compulsary Subject – এ পাশ করাটা কিন্তু বাধ্যতামূলক

75% নম্বরের সঙ্গে PhD – এর হাতছানি: নতুন NEP System – এ বলা হয়েছে সংশ্লিষ্ট প্রার্থী যদি 04 বছরের Graduation কোর্সে 75% নম্বর পায় তবে সে সরাসরি PhD করার সুযোগ পাবে, যা নিশ্চিতভাবেই একটি যুগান্তকারী পদক্ষেপ।

অবশ্যই দেখো: WB College Subjects: কলেজে কতগুলো সাবজেক্ট থাকে? কটা পেপার পরীক্ষা দিতে হয়? মেজর, মাইনর

UGC – ইউজিসি অফিসিয়াল ওয়েবসাইটwww.ugc.gov.in
পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা কাউন্সিল – কলেজ এবং বিশ্ববিদ্যালয়wbsche.wb.gov.in

অবশেষে, কলেজ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে – লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। কলেজের এই নতুন বিষয়গুলো সহজ ভাবে তোমাদের বোঝাতে পেরেছি, অবশ্যই এইটা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও অবশ্যই সাফল্য পাবে!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram