Student Helpdesk: প্রতিটি কলেজে স্টুডেন্ট হেল্পডেস্ক! ভর্তি সহ সমস্যার সমাধান পাবে পড়ুয়ারা

Student Helpdesk in Every college of WestBengal Regarding Admission

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কলেজে স্নাতক কোর্স পাস এবং অনার্স কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছেএকটিমাত্র পোর্টালের মাধ্যমে। ছাত্র-ছাত্রীরা একটি পোর্টাল থেকেই একাধিক কলেজের জন্য আবেদন করছে। এবারে ভর্তি প্রক্রিয়া চলাকালীনই ছাত্র-ছাত্রীসহ পড়ুয়াদের সুবিধার্থে শিক্ষা দপ্তরের নির্দেশে “স্টুডেন্ট হেল্পডেস্ক” চালু হচ্ছে।

   

Student Helpdesk in Every college of WestBengal: এর আগে কলেজে ভর্তি প্রক্রিয়া প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে করানো হতো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাধিক কলেজে ভর্তির আবেদনের জন্য বাড়তি টাকা খরাচ হতো কিন্তু এবার থেকে ছাত্র-ছাত্রীদের এরকম ঝামেলায় পড়তে হবে না।

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে “স্টুডেন্ট হেল্পডেস্ক”

গত শনিবার কলেজ অধ্যক্ষদের সঙ্গে শিক্ষা দপ্তরের বৈঠক হয়। সেই বৈঠকে কলেজে ভর্তি সংক্রান্ত আলোচনার সময় জানানো হয় প্রতিটি কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার্থে ২টি করে “স্টুডেন্ট হেল্প ডেক্স” তৈরি করতে হবে

শিক্ষা দপ্তরের তরফ থেকে এটাও জানানো হয়েছে “স্টুডেন্ট হেল্প ডেস্ক” এর পরিকাঠামো কেমন হবে। ছাত্র-ছাত্রীরা অনলাইনে কলেজের ফর্ম ফিলাপের সময় কোনরকম সমস্যায় পড়লে বা অসুবিধায় পড়লে এই হেল্প ডেক্স থেকে সরাসরি সাহায্য নিতে পারবে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা কলেজের হেল্পডেক্সগুলি থেকে কলেজে ভর্তির আবেদন করতে পারবে।

দারুন সুযোগ: কলেজে ভর্তির পর প্রাইভেট স্কলারশিপ কি কি পাবে? সব আপডেট

কি কারনে চালু হচ্ছে “Student Helpdesk”

এর আগে কলেজের স্নাতক কোর্সে ভর্তি কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে করানো হতো। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি আবেদনের সময় কোন রকম ভুল করে ফেলে তাহলে ওই কলেজ গিয়ে ডাইরেক্ট ওই সমস্যার সমাধান করে নিতে পারতো।

কিন্তু এই শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে একটি মাত্র পোর্টালের মাধ্যমে স্নাতক ভর্তির প্রক্রিয়া। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি আবেদনের সময় ভুল করে ফেলে বা কোন রকম সমস্যায় পড়ে তাহলে ছাত্রছাত্রীরা কলেজের হেল্প ডেস্ক থেকে সরাসরি সাহায্য নিতে পারবে

মিস করবে না: WB College Admission, Merit List (All Dates) কলেজ ভর্তি সম্পূর্ণ সময়সূচী, কোন তারিখ কি? দেখে নাও

সেন্ট্রালাইজ ভর্তির অফিসিয়াল পোর্টাল: Admission Portal

উচ্চশিক্ষা দপ্তরের আপডেট অনুযায়ী ৭ জুলাই পর্যন্ত সমস্ত ফরম পূরণ সহ কলেজের জন্য আবেদন চলবে। পরবর্তীকালে আবেদন সময়সীমা বাড়ানো হলে অথবা কোন নতুন ঘোষণা হলে আমরা অবশ্যই সেটা জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও বাংলার শিক্ষার সব আপডেট পেতে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram