Career After HS Science: উচ্চমাধ্যমিক সায়েন্স পড়ার পর কি কি অপশন আছে? সমস্ত লাইন দেখে নাও

Career After HS Science Courses after 12th Science PCMB

ছাত্রজীবন হলো ভবিষ্যৎ গড়ার মূল সময়। ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক দেওয়ার পরেই সায়েন্স, আর্টস ও কমার্স নিজেদের পছন্দের বিভাগে ভর্তি হয়। ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক স্তরে যে বিভাগে নিয়ে পড়াশোনা করুক না কেন যদি প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করে তাহলে তাদের কর্মজীবনের সুযোগ অনেকটা বেড়ে যায়। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে উচ্চমাধ্যমিক স্তরে সায়েন্স (Career after HS Science) নিয়ে পড়াশোনা করার পর ছাত্রছাত্রীরা কি কি কোর্স নিয়ে পড়ার সুযোগ পাবে।

   

উচ্চমাধ্যমিক বিজ্ঞান কোর্স ও কেরিয়ার: Career After HS Science 12th PCMB

ছাত্র-ছাত্রীদের মনে সাইন্স নিয়ে ক্যারিয়ার করার কথা বলা হলেই মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুটি ফিল্ডের কথায় সবার আগে আসে। ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং ছাড়াও বিজ্ঞান বিভাগের অনেক সুযোগ রয়েছে যেগুলো তারা জানে না, সবকিছু সংক্ষেপে তুলে ধরা হলো আজকের পোস্টে –

ডাক্তার (Doctor)

উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার পর অধিকাংশ ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার। উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় যেসকল ছাত্র-ছাত্রীরা স্থান অধিকার করে সেই সকল ছাত্র-ছাত্রীর স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার।

এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ডাক্তার হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই উচ্চমাধ্যমিক স্তরে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে। এরপর ডাক্তার হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের NEET পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে তাহলেই ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবে।

দেখে নাও: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি সুবিধা

ইঞ্জিনিয়ারিং (Engineering)

যেসকল ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক স্তরে পিওর সাইন্স নিয়ে পড়াশোনা করেছে অর্থাৎ উচ্চমাধ্যমিক স্তরে ফিজিক্স কেমিস্ট্রি এবং গনিত বিষয় ছিল সেই সকল ছাত্র-ছাত্রীদের স্বপ্ন হলো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা।

উচ্চমাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অথবা অল ইন্ডিয়া এট্রান্স পরীক্ষায় ভালো Rank করতে হবে তাহলে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং কলেজে সরকারিভাবে পড়াশোনা করার সুযোগ পাবে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা বেসরকারি কলেজে টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করতে পারবে।

নার্সিং (Nursing)

উচ্চমাধ্যমিক স্তরে অনেক ছাত্রীরা রয়েছে যারা শুধুমাত্র নার্সিং হওয়ার জন্য সাইন্স বিভাগে পড়াশোনা করে। বর্তমান দিনে ছাত্রীদের সাথে সাথে ছাত্ররাও নার্সিং কোর্স পড়াশোনা আগ্রহী দেখাচ্ছে। ছাত্র-ছাত্রীরা সরকারি এবং বেসরকারি দুইভাবে নার্সিং কোর্স কমপ্লিট করতে পারে। সরকারিভাবে বিনামূল্যে নার্সিং কোর্স করার জন্য ছাত্রছাত্রীদের ANM-GNM, Jenpus পরীক্ষায় ভালো Rank এর সহিত উত্তীর্ণ হতে হবে।

NDA এয়ার ফোর্স (Air Force)

অনেক ছাত্র-ছাত্রীদের স্বপ্ন রয়েছে ডিফেন্স বিভাগে কাজ করার এবং দেশের জন্য কাজ করার। তাই যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক স্তরে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স এই ৩টি বিষয় নিয়ে পড়াশোনা করেছে তারা উচ্চ মাধ্যমিকের পর NDA কোর্সে ভর্তি হতে পারবে।

ফার্মাসিস্ট (Pharmacist)

উচ্চ মাধ্যমিক সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করার পর অনেক ছাত্রছাত্রী ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করতে চাই। এ কোর্সে ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক স্তরে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এই বিষয় ৩টি থাকতে হবে।

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (WBJEE) ভালো ব্যাংকের সহিত উত্তীর্ণ হতে হবে তাহলে ছাত্রছাত্রীরা সরকারিভাবে B. Pharma কোর্সে ভর্তি হতে পারবে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা বেসরকারিভাবে টাকা দিয়ে ফার্মাসিস্ট কোর্সটি সম্পন্ন করতে পারে।

সুবিধা হবে: After HS Career Guide: উচ্চমাধ্যমিক পরবর্তী Free কেরিয়ার স্কলারশিপ গাইড!

গ্রেজুয়েশন এবং পিএইচডি (Graduation and PhD)

যে সমস্ত ছাত্র-ছাত্রীদের কোন বিষয়ের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবং তারা সেই বিষয়টি নিয়েই পড়াশোনা করতে চায় এবং রিসার্চ করতে চাই। তাহলে তারা উচ্চ মাধ্যমিকের পর গ্রাজুয়েশন কমপ্লিট করে PhD করতে পারবে।

অন্যান্য কোর্স সমূহ (Other Courses after HS science)

উপরোক্ত কোর্সগুলো ছাড়াও উচ্চমাধ্যমিক স্তরে সাইন্স নিয়ে পড়াশোনা করার পর ছাত্রছাত্রীরা আরও যে কোর্স করতে পারবে সেগুলি সংক্ষিপ্তভাবে নিচে দেওয়া হয়েছে।

বিস্তারিত দেখো: BSc Course after 12th: জেনারেল ও প্রফেশনাল (Full List) কোনটা ভালো? উচ্চশিক্ষা, রিসার্চ সমস্ত দিক

After HS Course Opportunity 
1)BSc Avionics
2BSc Finance
3)BSc Accountancy
4)BSc in Actuarial Science
5)BSc Software Engineering
6)BSc Airlines and Tourism
7)Bachelor of Computer Application (BCA)
8)Bachelor of Architecture (BArch)
9)BSc Statistics
10)BSc Hotel Management
11)BSc Nautical Science
12)BSc Electronics
13)Bachelor of Physiotherapy
14)BNYS Course
15)BSc Biotechnology
16)BSc in Optometry
17)Bachelor of Naturopathy and Yogic Science
18)BSc in Medicine
19)BSc in Botany
20)BSc in Zoology

আশা করি এই পোস্টটা তোমাদের অনেকটাই হেল্প করেছে, ক্যারিয়ার গাইডেন্স এবং কোর্স সম্পর্কিত আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারো। সেখানে অনেক রকম কেরিয়ার অপশন এবং এন্ট্রান্স পরীক্ষার ব্যাপারে বলা রয়েছে – যেখান থেকে তোমরা অনেক রকম ভাবে নিজের ক্যারিয়ার গড়তে পারবে। আরো বিস্তারিত গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram