উচ্চ মাধ্যমিক পাশের পর কেন্দ্রীয় স্তরের বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর পড়তে চাও? তাহলে অবশ্যই তোমাকে CUET পরীক্ষার বিষয়ে জানতে হবে। ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে হোক বা স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের এই পরীক্ষায় বসতে হয়।
CUET এর পুরো নাম হলো (Common University Entrance Test) কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম। আর এই পরীক্ষাটির উদ্যোক্তা হল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) – National testing agency।
CUET কি? Common University Entrance Test
CUET (UG) স্নাতক ও স্নাতকোত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অন্যতম সর্বভারতীয় পরীক্ষা। মূলত এই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ভারতব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা সুযোগ পাওয়া যায়।
বিষয় | তথ্য |
---|---|
CUET | Common University Entrance Test, স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রবেশের সর্বভারতীয় পরীক্ষা |
ভর্তি হওয়ার যোগ্য বিশ্ববিদ্যালয় সংখ্যা | ৪৫ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় |
পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় | বিশ্বভারতী, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) |
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ |
বয়সসীমা | কোন নির্দিষ্ট বয়সসীমা নেই |
পরীক্ষার ধরণ | কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) |
পরীক্ষার আয়োজক সংস্থা | ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) |
CUET পরীক্ষার মাধ্যমে ভারতবর্ষ ব্যাপী ৪৫ টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যায়। আর এই কেন্দ্রীয় স্তরের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দুটি পশ্চিমবঙ্গ অবস্থিত তথা বিশ্বভারতী ও ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি।
এছাড়াও কেন্দ্রীয় স্তরের কিছু নাম করা বিশ্ববিদ্যালয়ের নাম হল –
College | Average Fees |
---|---|
Delhi University | INR 4800 to INR 21000 |
Banaras Hindu University | 3000 INR to 10000 INR |
University of Allahabad | 2000 INR to 40000 INR |
Jamia Milia Islamia | 13000 INR to 21000 INR |
Jawaharlal Nehru University | 500 INR to 10000INR |
Dr. B. R. Ambedkar University | 60000 INR |
Visva-Bharati University (WB) | 10000 INR to 12000 INR |
CUET (UG) Eligibility: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
CUET (UG) পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থীকে নূন্যতম উচ্চ মাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় অবশ্যই পাস করতে হবে। যে কোন বিভাগের উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হলেই CUET (UG) পরীক্ষায় বসতে পারবেন।
বয়স সীমা: CUET (UG) পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কোন বয়সসীমার প্রয়োজন নেই।
আরো দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা
CUET (UG) Subjects পরীক্ষার বিষয়
CUET (UG) পরীক্ষা মূলত কম্পিউটার বেসড [CBT] নেওয়া হয়। পরীক্ষাতে মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকে (MCQ) প্রত্যেক সঠিক প্রশ্নের জন্য পাঁচ নম্বর থাকে ও কোন প্রশ্ন ভুল হলে এক নাম্বার করে কাটা হবে। পরীক্ষাটি মূলত চারটি ভাগে নেওয়া হয়।
Section 1A and section 1B – এই বিভাগে মূলত প্রার্থী ভাষার উপর দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। থেকে নিজের পছন্দমত যেখানে দুটি ভাষা নির্বাচন করতে হয় এবং সর্বোচ্চ তিনটি ভাষার উপরে প্রার্থী পরীক্ষা দিতে পারেন।
Section 2 – এই বিভাগের প্রার্থীর জন্য ২৭ টি ভিন্ন ডোমেইনে ভিন্ন ভিন্ন বিষয় থাকে। এর মধ্যে প্রার্থী যে কোন ছয়টি বিষয় সিলেক্ট করে তারপরে পরীক্ষা দিতে পারেন।
Section 3 – এই বিভাগে মূলত জেনারেল টেস্টের প্রশ্নপত্র থাকে যা সকল স্তরের প্রার্থীকে আবশ্যিক ভাবে দিতে হবে সর্বোচ্চ ৯ টি টেস্ট একজন পরীক্ষা দিতে পারবেন।
পরীক্ষার ভাষা
প্রার্থী নিম্নলিখিত 13 টি ভাষার মধ্যে যে কোন একটি ভাষার উপরে পরীক্ষা দিতে পারবেন।
- ইংরেজি
- হিন্দি
- অসমীয়া
- বাংলা
- গুজরাটি
- কানাডা
- মালায়ালাম
- মারাঠি
- উড়িয়া
- পাঞ্জাবি
- তামিল
- তেলেগু
- উর্দু।
অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন: https://cuet.nta.nic.in/
পরীক্ষার জন্য নির্ধারিত সময়
প্রথম স্লট এর জন্য নির্ধারিত সময় হলো ৩ ঘন্টা ১৫ মিনিট এবং দ্বিতীয় স্লটের জন্য নির্ধারিত সময় হল ৩ ঘন্টা ৪৫ মিনিট। প্রত্যেক বিষয়ে পরীক্ষার প্রতি ৪৫ মিনিট করে সময় থাকছে এবং মোট কটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে তার ওপরে নির্ধারিত সময় নির্ভর করছে।
পরবর্তী দেখুন: Top Arts Colleges in Kolkata 2024: BA অনার্স করবে? কলকাতার সেরা কিছু কলেজ
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »