December School College Holiday 2024: ইতিমধ্যে ডিসেম্বর মাস পড়ে গিয়েছে এবং একই সঙ্গে ধীরে ধীরে শীতের প্রকোপ ও বৃদ্ধি পাচ্ছে। এ সময় কোন পড়ুয়ার সকালে স্নান করে স্কুল অথবা কলেজে যেতে ইচ্ছে করে না। এক্ষেত্রে সব ছাত্রছাত্রীরাই স্কুল ছুটির জন্য অপেক্ষা করে।
তাই তুমিও যদি একজন স্কুল বা কলেজের পড়ুয়া হয়ে থাকে তাহলে তোমার জন্য খুশির খবর। এই ডিসেম্বর মাসেই একাধিক ছুটি পেতে চলেছে রাজ্যের স্কুল এবং কলেজ পড়ুয়ারা। কতদিন ছুটি থাকবে কোন কোন তারিখে ছুটি থাকবে সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।
December School Holiday: ডিসেম্বর মাসে স্কুল ছুটির লিস্ট
ডিসেম্বর মাসে স্কুল পড়ুয়ার এটা না অনেকদিন ছুটি পাবে কারণ ইতিমধ্যেই রাজ্যের প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে গুলিতে তৃতীয় ইউনিটেস্ট পরীক্ষা নেওয়া শুরু হয়ে গিয়েছে, তৃতীয় ইউনিটেস্ট পরীক্ষার পর পরবর্তী ক্লাসে ভর্তি পর্যন্ত পড়ুয়ারা একটানা দীর্ঘদিন ছুটি পাবে। এক্ষেত্রে শুধুমাত্র একাদশ শ্রেণী ছাত্র-ছাত্রীদের রেগুলার ক্লাসে যেতে হবে, কারণ তাদের জন্য ছুটি থাকছে না, কিন্তু রবিবার সহ Christmas (২৫ শে ডিসেম্বর, ২০২৪) দিন তাদের জন্য ছুটি রয়েছে।
অবশ্যই পড়ুন » School Admission 2025 শিক্ষাবর্ষে স্কুলে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি! বিস্তারিত দেখে নিন
এছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের ইতিমধ্যেই টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে এক্ষেত্রে তাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত টানা ছুটি থাকবে। সমস্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের EduTips Bangla এর পক্ষ থেকে আগাম শুভেচ্ছা, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, এই কিছুদিন একটু ভালোভাবে পড়াশোনা কর অন্য কাজে বেশি সময় নষ্ট করো না। আশা করি প্রত্যেকের পরীক্ষায় আশা অনুরূপ নাম্বার হবে।
ডিসেম্বর মাসে কতদিন কলেজ ছুটি থাকবে
ছাত্র-ছাত্রীদের মতো কলেজ ছাত্র-ছাত্রীরাও ডিসেম্বর মাসে রবিবার সহ Christmas (২৫ শে ডিসেম্বর, ২০২৪) দিন ছুটি পাবে। এ সময় একাধিক কলেজে ইন্টারনাল পরীক্ষা হয়ে থাকে তাই অবশ্যই এ সময় কলেজ যাওয়া জরুরী এবং ইন্টার্নাল পরীক্ষার পরেই সেমিস্টার পরীক্ষা তাই কলেজের ক্লাস গুলো খুবই গুরুত্বপূর্ণ।
বাংলার উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট | https://banglaruchchashiksha.wb.gov.in/ |
আরও আপডেট »