DElEd Course Eligibility Fees: উচ্চমাধ্যমিকের পর D.EL.ED কোর্স (PTTI বেসিক ট্রেনিং)! দেখে নিন খুঁটিনাটি

DElEd Course Eligibility Fees Westbengal Details

DElEd Course in Westbengal full Details: আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার। আবার এর মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করা; আর তাই অনেক ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিকের পর D.EL.ED কোর্স করার কথা ভেবে থাকেন। যাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রাথমিক শিক্ষক হওয়ার প্রতি রয়েছে বা ভবিষ্যতে শিক্ষকতা করতে চান তাদের জন্য ডি এল এড কোর্স বিশেষ গুরুত্বপূর্ণ।

   

D.EL.ED কী? পশ্চিমবঙ্গে ডিএলএড করবে কিভাবে?

D.EL.ED এর পুরো নাম হল Diploma in Elementary Education; যেটি একটি দুই বছরের কোর্স । তবে এক্ষেত্রে উল্লেখ্য, এটি একটি ডিপ্লোমা কোর্স। এই কোর্সে প্রাথমিক স্তরের বিদ্যালয়ে শিক্ষকতার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রার্থীদের শেখানো হয় তারা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার পর স্কুলের শিশুদেরকে কিভাবে পড়াবে, শিশুদের সাথে কেমন আচার আচরণ করবে প্রভৃতি বিষয়গুলি।

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর তরফ থেকে ডিএলএড কোর্সে ভর্তির জন্য প্রায় প্রতিবছর এই বিজ্ঞপ্তি জারি হয়। রাজ্যের বিভিন্ন Primary Teacher Training Institute – প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলি, এই ডি এল এড কোর্স করিয়ে থাকে এবং কোর্স শেষে National Council for Technical Education প্রদত্ত সার্টিফিকেট প্রদান করা হয়।

D.EL.ED কোর্সে ভর্তির যোগ্যতা

এই কোর্স করার জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের থেকে কিছু যোগ্যতা চাওয়া হয়েছে; যথা –

  • যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণিতে 50% নম্বর সহ পাশ করতে হবে।
  • প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষা জানতে হবে।
  • প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।

মিস করবে না: After HS Career Guide: উচ্চমাধ্যমিক পরবর্তী Free কেরিয়ার স্কলারশিপ গাইড! সুযোগ মিস করবেন না

কোর্সের খরচ (DElEd Course fees Govt & Private)

D.EL.ED কোর্সে সরকারি; বেসরকারি কলেজ ভেদে খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যথা –

সরকারি কলেজগুলি14,000 – 20,000 টাকা
বেসরকারি কলেজগুলি70,000 – 1,00,000 টাকা

এই কোর্স করে কোন কোন চাকরি পাবে? D.EL.ED করে প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক, এডুকেশন কোঅর্ডিনেটর প্রভৃতি পদে চাকরী পাওয়া যায়।

অবশ্যই দেখো: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? মাধ্যমিক পাশ হলে দেখে নাও

পশ্চিমবঙ্গের সেরা কিছু D.EL.ED কলেজ

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সেরা কিছু কলেজের (West Bengal Primary Teacher Training Institute) নাম জানানো হলো –

  • রামকৃষ্ণ মিশন সারদা মন্দির সরকার স্পন্সরড পিটিটিআই।
  • রাজা রামমোহন রায় সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।
  • দেউলী সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।
  • জলপাইগুড়ি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট।

D.EL.ED কোর্স সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়ে লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। আশা করছি আজকের এই প্রতিবেদন থেকে অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram