Digital Study Material New Announcement by Central Education Ministry for Students: শিক্ষার্থীদের পড়াশুনার সুবিধার জন্য নয়া পদক্ষেপ শিক্ষা দফতরের। দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে ছাত্রছাত্রীদের জন্য আঞ্চলিক ভাষায় বানাতে হবে ডিজিটাল স্টাডি মেটিরিয়াল। আর আগামী তিন বছরের মধ্যে এই সম্পূর্ণ পদ্ধতিটি করার জন্য সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পড়াশোনার মানোন্নয়ন করতেই এই নয়া উদ্ভাবন কেন্দ্রীয় সরকারের।
প্রসঙ্গত, বিভিন্ন কেন্দ্রীয় স্কুল বা কলেজে ইংরেজি মাধ্যমেই পড়াশোনা করানো হয়। কেবল সংশ্লিষ্ট রাজ্যের অধীনে স্কুলগুলিতেই আঞ্চলিক ভাষায় পড়ানো হয়। ফলে অনেক ছাত্রছাত্রীরা যেমন পড়া বুঝতে পারে না, পাশাপাশি তাদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার উপরেও দক্ষতা কমে যায়। যাতে সকল ছাত্রছাত্রীরাই আঞ্চলিক ভাষাতেই পড়া লিখতে ও পড়তে পারে তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি পাস করানো হয়েছে।
শিক্ষা মন্ত্রকের ঘোষনা (Education Department Digital Study Material)
শিক্ষা মন্ত্রকের একটি সভায় আনুষ্ঠানিক ভাবে ইউজিসি (UGC), এআইসিটিই (AICTE), এনসিইআরটি (NCERT), এনআইওএস (NIOS), ইগনু (IGNOU) এবং আইআইটি (IIT), সিইউ(CU), এনআইটির (NIT) এর মত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য উপকরন আগামী তিন বছরের মধ্যে আঞ্চলিক ভাষায় সরবরাহ করতে হবে। এছাড়া বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক ভাষায় পড়াশুনা শুরু হলে প্রত্যেক ছাত্রছাত্রীরা তাদের মাতৃভাষায় চর্চা করতে পারবে এতে শিক্ষা অনেক বেশী গ্রহনযোগ্য হবে এবং শিক্ষা বিস্তারে বহুভাষিকতার লক্ষ্য অনেকটা বিস্তৃত হবে।
শিক্ষামন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী, ভারত জুড়ে শিক্ষা বিস্তারে যে দ্বন্ব বা ত্রুটি আছে এবং ভাষাগত বিবাদ আছে তা অতিক্রম করার উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি হয়েছে। এই নির্দেশ অনুসারে আগামী তিন বছরের মধ্যে স্কুল সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমগুলিকে আঞ্চলিক ভাষায় সরবরাহ করতে হবে।
অবশ্যই দেখে রাখো » IAS ও IPS হওয়ার স্বপ্নে পাশে থাকবে পশ্চিমবঙ্গ সরকার, স্বল্প খরচে UPSC কোচিং এর সুবিধা পাবে ছাত্র ছাত্রীরা!
ভাষাগত বাধা দূরীকরন
ঐতিহ্যময় ভাষার মিলনের দেশ হল ভারত। এখানে ২২ টি সরকারি ভাষা সহ বহু আঞ্চলিক ভাষা ও আনুষ্ঠানিক ভাষার চল রয়েছে। তাই এই ভাষার বিভিন্নতা অনেকক্ষেত্রেই শিক্ষার্থীর শিক্ষা গ্রহনের ক্ষেত্রে বাধার কারন হয়ে দাড়ায়। আর সেই কারনেই মাতৃভাষায় শিক্ষা গ্রহন না করতে পারায় শিক্ষার গুনগত মান অনেকাংশে কমে যায়।
উদ্ভাবনী বিচারবুদ্ধি
শিক্ষা মন্ত্রকের মতে, স্থানীয় ভাষায় শিক্ষা চর্চা ছাত্রছাত্রীর উদ্ভাবনী চিন্তাধারনার সহায়ক হবে ও প্রচলিত চিন্তাভাবনাকে উৎসাহিত করবে। এর ফলে ছাত্রছাত্রীর শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহনের হার বাড়বে এবং তারা তাদের মত ও বিচার সহজ থেকে সহজতর উপায়ে প্রকাশ করতে পারবে।
উল্লেখ্য, এই নিয়ম সঠিকভাবে কার্যকর হলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং শিক্ষা ব্যবস্থা রুপায়নে তা বিশেষ উল্লেখযোগ্য এবং অভিগম্য হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গ্রহনযোগ্যও হবে।
এ প্রসঙ্গে বলে রাখি, বিগত দুবছর ধরে ভারত সরকার সক্রিয় ভাবে শিক্ষা অনুবাদনে কাজ করছে। বিভিন্ন শিক্ষা বস্তু অনুবাদনের জন্য ইতিমধ্যে কৃত্রিম AI (Artificial intelligence ) এবং বিভিন্ন অনুবাদক অ্যাপ্লিকেশনের সহায়ক হয়েছে। এই সকল অনুবাদ একুম্ভ পোর্টালেও পাওয়া যাচ্ছে। এতে প্রযুক্তি বিদ্যা, চিকিৎসা বিদ্যা, আইন, স্নাতক কিংবা স্নাতকোত্তরের বিভিন্ন বই ৩০ টিরও বেশী আঞ্চলিক ভাষায় পাওয়া যাচ্ছে। এছাড়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা যেমন জেইই, নিটের শিক্ষা উপকরনগুলিও পাওয়া যাচ্ছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »