Durga Puja School College Holiday: দুর্গাপূজা উপলক্ষে পড়ুয়ারা পাবে ১মাস ছুটি! কবে খুলবে স্কুল কলেজ? দেখে নাও

Durgapuja Westbengal School College Hoilday 2024

Durga Puja School Holiday: মহালয়া শেষ মানেই দেবীপক্ষের আরাধনা। প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে হাই স্কুলের ছাত্র-ছাত্রী সকলেই পুজোর ছুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। দুর্গাপূজা উপলক্ষে রাজ্যের স্কুলগুলিতে একটানা অনেকদিন ছুটি থাকে কারণ এই দুর্গাপূজো ছুটির মধ্যেই লক্ষ্মীপূজো, কালীপুজো ও ভাই ফোঁটা সমস্ত ছুটি ছাত্রছাত্রীদের একসঙ্গে দেওয়া হয় ফলে একটানা অনেক দিন ছুটি উপভোগ করতে পারি ছাত্রছাত্রীরা।

   

আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এ বছর ছাত্র-ছাত্রীরা দূর্গা পূজার ছুটি কতদিন পাবে? এবং কত তারিখের সঠিক কাটিয়ে আবার স্কুল শুরু হবে? এবং কোন তারিখে স্কুল খুলবে? তাই বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

দুর্গাপূজা ছুটি: Durgapuja Westbengal School College Hoilday 2024

দুর্গা পূজার ছুটির জন্য সরকারি কর্মচারী থেকে শুরু করে যে কোন মানুষ যেমন আগ্রহে অপেক্ষা করে থাকে ঠিক তেমনি ছাত্র-ছাত্রীরা এই পূজার ছুটির জন্য অধীর আগ্রহে থাকে। বর্তমান সময়ে পড়ুয়ারা একাধিক টিউশন এবং স্কুল থাকার কারণে সারা বছর ধরে কোথাও ঘুরতে যেতে পারেনা মন খুলে আনন্দ করতে পারেনা।

কিন্তু দুর্গাপূজায় এক টানা ছুটি পাওয়ার ফলে ছাত্রছাত্রীরা মামাবাড়ি, মাসির বাড়ি এবং অন্যান্য আত্মীয় বাড়ি যাওয়ার সুযোগ পায়। এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েরা নতুন জামা প্যান্ট পড়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে মন খুলে আনন্দ উপভোগ করে।‌

প্রতি বছরের মতোই এবারেও দুর্গা পূজার ছুটি পঞ্চমী তথা ৪ই অক্টোবর, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবং এই ছুটি চলবে টানা একমাস পর্যন্ত।

পুজোর ছুটির পরে কবে স্কুল কলেজ খুলবে? (School Opening Date)

স্কুল পড়ুয়ারা দুর্গাপুজো, লক্ষ্মীপূজা, কালীপুজো ও ভাইফোঁটার সমস্ত ছুটি একটানা পাবে। অর্থাৎ প্রায় ১মাস ছুটির পাবে ছাত্রছাত্রীরা। দুর্গা পূজার ছুটি চলবে আগামী ৪ই নভেম্বর ২০২৪ সোমবার পর্যন্ত এরপর ৫ই নভেম্বর মঙ্গলবার থেকে রাজ্যের স্কুল গুলিতে পুজো কাটিয়ে পুনরায় পঠন-পাঠান শুরু হবে। ‌

দুর্গাপূজার ছুটি কাটিয়ে স্কুল খোলার পর আবারো ছ্ট পুজো এবং জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্কুল ছুটি থাকবে ফলে স্কুলগুলিতে ভালোভাবে পঠন পাঠান শুরু হবে আগামী ১১ নভেম্বর ২০২৪ সোমবার থেকে।

অবশ্যই পড়ুন » Puja Vacation Online Class: পুজোর ছুটির মধ্যেই হবে অনলাইন ক্লাস, নোটিশ দিল সংসদ! কবে থেকে দেখে নাও

সমস্ত ছাত্র-ছাত্রীদের EduTips Bangla এর পক্ষ থেকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। এই পুজোর ছুটিতে সকলেই মন খুলে আনন্দ করো কিন্তু অবশ্যই পড়াশোনাটা (বাংলার উচ্চশিক্ষা) অল্প হলেও চালিয়ে যাবে, কারণ পূজোর ছুটি কাটিয়েই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং পঞ্চম থেকে দশম শ্রেণীর তৃতীয় ইউনিটেস্ট পরীক্ষা শুরু হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram