EWS Certificate Westbengal: কারা যোগ্য, কি কি কাগজ লাগবে? সুবিধা পেতে অনলাইনে পদ্ধতি দেখে নিন

EWS Certificate Westbengal Eligibility Documents Required Application Process

SC-ST-OBC কোটার বাইরেও জেনারেলদের জন্য কি রয়েছে? জেনারেল সাধারণ বা জেনারেল ক্যাটাগরিকে বিভক্ত করে নতুন কোটার করা হয়েছে যার নাম ই.ডব্লিউ.এস (EWS) Economically Weaker Section বা আর্থিকভাবে দুর্বল জাতি। অর্থাৎ এরপর আপনি জেনারেল হলেও অন্যান্যদের মতো রিজার্ভেশন বা সুবিধা পাবেন। এই উইকার সেকশন কোটায় সাধারণ মানুষেরাও অংশ নিতে পারেন।

   

কেন্দ্র সরকারের তরফ থেকে সাম্প্রতিককালে ইকোনোমিকাল উইকার সেকশন বা আর্থিকভাবে দুর্বল জাতি একটি কোটা প্রকাশ করা হয়েছে যার রিজার্ভেশন সিট থাকছে ১০% অর্থাৎ আপনি যদি এই কোটার অন্তর্ভুক্ত হন সে ক্ষেত্রে আপনার জন্য চাকরি বা পড়াশোনা বা অন্যান্য ক্ষেত্রে ১০% অব্দি সিটের রিজার্ভেশন থাকবে।

কিভাবে আপনি ইকনোমিকাল উইকার সেকশন বা এইডাব্লিউএস কোটার জন্য আবেদন করবেন? এবং এই কোটার বিস্তারিত বিবরণ এই প্রতিবেদনে আলোচনা করা হলো কাজেই প্রতিবেদনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

EWS Certificate Eligibility: কারা কারা EWS পদের জন্য আবেদন করতে পারেন?

এবার দেখে নেয়া যাক কারা এই EWS তথা Economically Weaker Section এর জন্য আবেদন করতে পারবে।

  • কেবল সাধারণ বিভাগের অন্তর্গত বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীরাই এই কোটার জন্য আবেদন করতে পারবেন।
  • এই কোটার আওতাধীন ব্যক্তিদের বার্ষিক অবশ্যই ৮ লক্ষের নিচে হতে হবে।
  • প্রার্থীর বা প্রার্থীর পারিবারিক জমির পরিমাণ ৫ একরের কম হতে হবে।
  • শহরে বসবাসকারী প্রার্থীদের ক্ষেত্রে আবাসিক ফ্ল্যাটের ১০০০ বর্গফুটের কম হতে হবে।
  • অবশ্যই প্রার্থীর এবং তার পরিবারের বৈধ বিপিএল রেশন কার্ড below property line অর্থাৎ দারিদ্র সীমার নিচের বৈধ কার্ড থাকতে হবে।

দেখে নিন: Online Residential Certificate: বিনামূল্যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বের করুন মোবাইলে!

EWS সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

এবার যেসকল যোগ্য প্রার্থীরা EWS সার্টিফিকেট করার জন্য আবেদন করবে তাদেরকে কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে সেটির তালিকা নিচে দেওয়া হয়েছে।।

  • প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • রেশন কার্ড বা আধার কার্ড
  • প্রার্থীর বাবা বাবা মায়ের ভোটার কার্ড
  • নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্যান কার্ড
  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • নিজের এবং পরিবারের বাৎসরিক আয় প্রমান BDO কর্তৃক অনুমোদিত
  • পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট
  • পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
  • জমি সংক্রান্ত পুরনো দলিল
  • সাব কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • এনেক্সার বি তে self declaration
  • দুজন স্থানীয় প্রমাণ ব্যক্তির ভোটার কার্ড
  • নিজের এবং পরিবারের খাজনা বা ট্যাক্স জমার রশিদ।

কিভাবে EWS এর জন্য আবেদন করবেন: How to apply EWS certificate in west Bengal

EWS সার্টিফিকেট বানানোর জন্য তোমাদের প্রথমে নিজেদের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এরপর এরপর সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে উপরোক্ত ডকুমেন্টগুলি সহ তোমাদের নিজেদের BDO অফিসেই জমা করতে হবে।‌ এরপর তোমার আবেদন পত্রটি BDO অফিস থেকে SDO অফিসে ট্রান্সফার করা হবে এরপর ১ থেকে দেড় সপ্তাহ মধ্য তোমাদের EWS সার্টিফিকেট হয়ে যাবে

এরপর তোমরা ১ থেকে দেড় সপ্তাহ পর তোমাদের BDO অফিস থেকে সেই সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবে যদি তোমাদের আর্জেন্ট থাকে তাহলে SDO অফিস থেকেও তোমাদের EWS সার্টিফিকেটটি সংগ্রহ করতে পারবে। অর্থাৎ সবকিছু কাজ তুমি BDO অফিস থেকে করতে পারবে তোমাকে SDO অফিসে যাওয়ার কোন প্রয়োজন নেই।

এরপর যেসকল আবেদন প্রার্থীরা শহরাঞ্চলে বসবাস করে তারা ডাইরেক্ট মিউনিসিপ্যালিটি অফিস থেকে এবং ডাইরেক্ট SDO অফিস থেকে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে এবং এরপর ১ থেকে দেড় সপ্তাহ পর এখান থেকেই সার্টিফিকেটটি সংগ্রহ করে নিতে পারবে।

দেখে নিন: Online PAN Card: আধার কার্ডের দিয়ে কীভাবে Instant প‍্যানের আবেদন করবেন? বাড়িতে বসেই পেয়ে যান

EWS সার্টিফিকেট কী অনলাইনে করা যাবে?

EWS সার্টিফিকেট অনলাইন মাধ‍্যমে ডাউনলোড করতে পারবেন না। আবেদনকারীকে ইস‍্যুকারী কতৃপক্ষের কাছ থেকে অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তবে সে ক্ষেত্রে অনলাইনে এর মাধ্যমেও আবেদন গ্রহণ করা হয়, বিশেষ ক্ষেত্রে তবে সেক্ষেত্রে অনেকটা সময় লাগে

  • পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

EWS সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগবে?

ইস‍্যু করা EWS সার্টিফিকেট পেতে প্রায় তাও ১৫ – ২০ দিন অবধি সময় লাগবে। তবে অফিসের বিশেষ কাজের জন্য দেরি হতে পারে সরকারি ব্যাপার। তবে এটি শুধুমাত্র বছরে একবারই বানাতে হবে, একবার বানিয়ে নিলে সারা বছর আপনি এটি জেরক্স বা স্ক্যান কপি দিয়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram