FAEA Scholarship: ফাউন্ডেশন ফর অ্যাকাডেমিক স্কলারশিপ, জানুন কীভাবে আবেদন করবেন।

FAEA India Scholarship Online Application for College

প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজকের এই পোস্টটির মাধ্যমে তোমরা জানতে পারবে TATA গ্রুপসহ এবং অন্যান্য অর্থ প্রদানকারী সংস্থার উদ্যোগে “ফাউন্ডেশন ফর একাডেমিক কলারশিপ” নামক একটি সম্পূর্ণ নতুন স্কলারশিপের ব্যাপারে – বিস্তারিত দেওয়া রইল।

   

FAEA Scholarship – কারা পাবে এই স্কলারশিপ?

এখন পর্যন্ত ভারতবর্ষে অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা উচ্চমাধ্যমিক দেওয়ার পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য কলেজে ভর্তি হয়ে গেলেও কলেজের টিউশন ফি, মেসে থাকার ভাড়া বা হোস্টেল ফি দিতে পারেনা। তাই ভারতের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আর্টস/কমার্স/সায়েন্স/ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কারিগরি ও পেশাদার শাখায় (Arts/Commerce/Science/Engineering other technical and professional disciplines) পড়াশোনা করার জন্য ২০২৩-২৪ সালে “ফাউন্ডেশন ফর একাডেমিক এক্সেলেন্স এন্ড অ্যাক্সেস” – Foundation for Academic Excellence and Access (FAEA) নামে একটি স্কলারশিপ দিচ্ছে TATA এবং অন্যান্য অর্থ প্রদানকারী সংস্থা।

যোগ্যতা (Eligibility)

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যামিক (12th) পাস করা শিক্ষার্থীরা বা প্রথম বর্ষের স্নাতক (1st Year College Students) কোর্সে ভর্তি হয়েছে, তারা পাবে এই স্কলারশিপ।
  • সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর অংশের ছাত্রছাত্রীরা (SC/ST/OBC/BPL বিভাগ) পাবে এই স্কলারশিপ।
  • এছাড়াও কিছু জেনারেল কাস্টের ছাত্র-ছাত্রীরা যারা উচ্চমাধ্যমিকে ৯০% নম্বর পেয়েছে এবং প্রথম শ্রেণীর ইনস্টিটিউটে ভর্তি হতে পেরেছে তারাই পাবে এই স্কলারশিপ।

আবেদন পদ্ধতি (FAEA Scholarship Online Apply)

স্কলারশিপের আবেদন অনলাইনে FAEA ওয়েবসাইটে হবে।

  1. প্রথমে ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন পেজে যেতে হবে, যার লিংক তোমরা নিচে পেয়ে যাবে।
  2. রেজিস্ট্রেশন পেজে গিয়ে নিজের নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে
  3. তারপরে স্কলারশিপ এর জন্য ফরম ফিলাপ করে পোর্টালে জমা দিলেই তোমাদের আবেদন পক্ষে সম্পূর্ণ হবে।

(Registration : https://www.faeaindia.org/Registration2023/Registration.aspx)

FAEA স্কলারশিপের সুবিধা

এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার জন্য সমস্ত কলেজের ফিস, তার সঙ্গে সঙ্গে বই কেনার খরচ এবং যে সব ছাত্রছাত্রীরা মেস বা হোস্টেলে থাকে তাদের থাকা খাওয়ার সমস্ত খরচ দেবে সংস্থা।

কতজন পাবে এই স্কলারশিপ?

যে সমস্ত ছাত্র-ছাত্রীর আবেদন করবে, তাদের মধ্যে থেকে ৫০ জনকে স্কলারশিপের যোগ্য প্রাপক হিসেবে বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ

“ফাউন্ডেশন ফর একাডেমিক এক্সেলেন্স এন্ড অ্যাক্সেস” স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল ৩০ শে জুন ২০২৩ (30.06.2023)

FAEA স্কলারশিপ হেল্পলাইন011-41689133
যোগাযোগ ইমেল[email protected]

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram