Food SI Result (Out) Check Now: ফুড SI পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হল! অনলাইনে চেক করে নিন

WBPSC Food SI result Out Check Online Now

WBPSC Food SI result Out Check Online: দীর্ঘ প্রতীক্ষার অবসান! অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) দ্বারা আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর (Food SI) পরীক্ষার ফলাফল। WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইট-এ আপলোড করা হয়েছে এই ফলাফল।

   

ফুড SI পরীক্ষা রেজাল্ট? সত্যিটা দেখুন

পশ্চিমবঙ্গে সরকারি চাকরির পরীক্ষা প্রায়শইই বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়। তেমনই ঘটেছে এবারও ফুড সাব-ইন্সপেক্টর (Food SI) পরীক্ষার ক্ষেত্রে। 2024 সালের এই পরীক্ষা বাতিলের পর প্রকাশিত হয়েছে 2019 সালের পরীক্ষার ফলাফল, যা অনেক পরীক্ষার্থী ভুল করে এবারের পরীক্ষার ফলাফল মনে করে বিভ্রান্ত হয়ে পড়েছেন।

কীভাবে চেক করবেন?

  1. WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইট-এ https://psc.wb.gov.in/, লেটেস্ট নোটিফিকেশনে পেজে যেতে হবে।
  2. নিচের দিকে ক্রল করলেই আপনারা ফুড এসআই পরীক্ষার নামের রেজাল্ট এর লিস্ট পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে সরাসরি লিঙ্ক দেওয়া রইল।
  3. WB Food SI Result Link: Result PDF

আরো দেখো: WBPSC Food SI Cut Off 2024: ফুড SI পরীক্ষার পাশ নম্বর? Gen/OBC/SC/ST চেক করে দেখে নাও

2024 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) কর্তৃক আয়োজিত ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। এর জের ধরে হাইকোর্ট পরীক্ষা বাতিলের নির্দেশ দেয় এবং সিআইডি তদন্তের আদেশ দেয়। এই ঘটনার কিছুদিন পর, 2019 সালের ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলে অনেক পরীক্ষার্থী ভুল করে মনে করেন এটি 2024 সালের বাতিল পরীক্ষার ফলাফল।

আরো দেখুন: WB Food SI High Court Case Update: ফুড SI নিয়োগ বন্ধ! ২২ মে পরবর্তী শুনানি, নোটিশ PDF দেখে নিন

কিন্তু মনে রাখবেন, এটি 2018 সালের পরীক্ষার ফলাফল এবং চলতি বছরের পরীক্ষার সাথে এর কোন সম্পর্ক নেই। 2024 সালের ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষা বাতিল করা হয়েছে। দুর্নীতির অভিযোগে হাইকোর্ট পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে এবং সিআইডি তদন্ত চলছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram