মাত্র কয়েক মাসের পার্থক্যে শুরু হতে চলেছে JEE-Mains পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে সর্বভারতীয় ভাবে আয়োজিত এই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াদের কথা মাথায় রেখে ভারতের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান IIT এর তরফে বিনামূল্যে স্বল্প সময়ে একটি কোর্সের আয়োজন করা হয়েছে।
এই সংক্রান্ত আপডেট সম্প্রতি ফেসবুকে আপডেট করা হয়েছে। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য আজকের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ।
Free JEE Mains Preparation Sathee: সাথী পোর্টাল বিনামূল্যে JEE মেইনসের প্রস্তুতি
সর্বভারতীয় প্রবেশিকা এই পরীক্ষা প্রস্তুতির উদ্দেশ্যে আইআইটি কানপুরের সঙ্গে ভারতীয় শিক্ষা মন্ত্রক যৌথ উদ্যোগে একটি প্ল্যাটফর্ম সূচনা করেছে তার নাম হলো সাথী। কেবল ওয়েবসাইটে নয়, মোবাইল অ্যাপ্লিকেশনেও এই পোর্টাল অ্যাক্সেস করা যাচ্ছে।
২০২৫ সালের যে সকল পরীক্ষার্থীরা বসতে চলেছ তাদের জন্য ৪৫ দিনের একটি ক্রাশ কোর্স এর আয়োজন করা হয়েছে, যা বর্তমানে শুরু হয়ে গিয়েছে। আর এই কোর্স চলাকালীন পড়াশোনা সংক্রান্ত সকল প্রকার স্টাডি প্ল্যান, স্টাডি ম্যাটেরিয়াল সমস্তই এই প্রতিষ্ঠানের তরফ থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হবে।
প্রতিদিন ক্লাসের সময়
পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সকল প্রকার ডাউট এক্ষেত্রে ছাত্র ছাত্রীরা ক্লিয়ার করতে পারবেন। প্রতিদিন ক্লাসের নির্ধারিত সময় হলে প্রত্যেকদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ( 10 A.M to 6 P.M)।
সাথী পোর্টালের কিছু বিশেষত্ব: Guidance from IIT NIT
সংশ্লিষ্ট কোর্স সম্পর্কে আরো উল্লেখ্য এই কোর্সটি করাবেন আইআইটি এবং এনআইটি এর বিশেষজ্ঞ এবং দক্ষ পড়ুয়াড়া। পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা থাকলে তা তারা সহজে সমাধান করার উপায় বলে দেবেন এবং কিভাবে পড়াশোনা করলে পরীক্ষায় আরো ভালো মার্কস পাওয়া যায় তা অবশ্য গাইড করবেন।
পাশাপাশি এই প্ল্যাটফর্মে মক টেস্ট এর আয়োজন করা হয়েছে। প্রত্যেকদিন মক টেস্টের মাধ্যমে পরীক্ষার জন্য যথার্থভাবে প্রস্তুত করতে পারবে এবং তাদের ভুলভ্রান্তি গুলি বুঝতে পেরে পুনরায় প্রস্তুতি নিতে পারবে। এছাড়াও আরও একটি নতুন পরিকল্পনা ছাত্রছাত্রীদের প্রস্তুতির সাহায্যের জন্য অর্থাৎ পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ।
দেখে নাও! JEE Advanced 2025 Eligibility: আইআইটি ভর্তি পরীক্ষার নতুন নিয়ম! অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ দেখে নিন
অর্থাৎ কোন বিষয় কতটা বুঝতে পারছ না বা কোন বিষয় আরো খুঁটিয়ে পড়তে হবে এবং কি ভাবে আরো ভালো প্রস্তুতি নিতে পারবে সে সংক্রান্ত সকল প্রকার সাহায্য ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন।
কোর্স সংক্রান্ত কিছু তথ্য (Course Details)
- আইআইটি এবং ভারতীয় শিক্ষা মন্ত্রক কর্তৃক যৌথ ভাবে প্রতিষ্ঠিত সাথী পোর্টালে যে সকল ছাত্রছাত্রীরা জয়েন্ট এন্ট্রান্স উত্তীর্ণ হতে চলেছ বা পরীক্ষায় বসার প্ল্যানিং করছো তাদের জন্য উপযুক্ত।
- এই প্ল্যাটফর্মে নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে ফিজিক্স, কেমিস্ট্রি,ম্যাথমেটিক্স এর জন্য ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে এনরোল করতে পারবে।
- এছাড়া বিষয়ভিত্তিক শিক্ষক মন্ডলীর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স একটি বিভাগের আইআইটি এবং এনআইটি এর বিশেষজ্ঞ প্রফেসররা দায়িত্বে রয়েছেন।
- উল্লেখ্য, এই পোর্টালে মোট চারটি ভাষায় কোর্স করা হবে অর্থাৎ হিন্দি, ইংলিশ, তেলেগু এবং মারাঠি ভাষায় ছাত্রছাত্রীরা এই কোর্সটি করতে পারবেন।
অবশ্যই পড়ুন » উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন
কোর্সে Enroll করার জন্য সাথী পোর্টাল ভিজিট করুন | https://jeetest.prutor.ai/ |
আশা করি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের যথেষ্ট কাজে লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে নেবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »