প্রকাশিত GATE 2025 সময়সূচি, আইআইটি গুলিতে পড়ার সুযোগ! কবে পরীক্ষা? সম্পূর্ণ দেখে নিন

GATE 2025 Dates, Exam Schedule Published by IIT Roorkee Notification Download

সামনের বছর গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইঞ্জিনিয়ারিং বা গেট (GATE 2025) এর পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে। পরীক্ষার নামে ইঞ্জিনিয়ারিং থাকলেও ইঞ্জিনিয়ারিং ছাড়াও বিজ্ঞান, কমার্স, হিউম্যানিটিজ ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করতে পারে। মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের বিভিন্ন আইআইটিগুলোতে সুযোগ পাওয়ার জন্য।

   

২০২৫ সালের GRADUATE APTITUDE TEST IN ENGINEERING 2025 পরীক্ষার দায়িত্বে রয়েছে আইআইটি রুর্কি (IIT Roorkee) ইচ্ছুক প্রার্থীরা গেটের অফিশিয়াল ওয়েবসাইট gate2025.iitr.ac.in চেক করতে পারেন। পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পাশাপাশি সম্ভাব্য সিলেবাসের বিষয় আপডেট পেয়ে যাবেন।

GATE 2025 Dates, Exam Schedule: গেট ২০২৫ পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য

ইতিমধ্যে যারা গেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, বা যারা ইতিমধ্যেই কলেজে পড়াশোনার মধ্যে রয়েছে তাদের জন্য বিশেষ আপডেট। সাম্প্রতিক ঘোষণা অনুসারে আগামী বছরে ১, ২ ,১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে গেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে।

পরীক্ষার নামগ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইঞ্জিনিয়ারিং
পরীক্ষার বিষয়ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার
কমার্স, সাইন্স, আর্টস, হিউম্যানিটি
আবেদন শুরুর তারিখ৩০ শে আগস্ট ২০২৪
আবেদন শেষের তারিখ৩০ শে সেপ্টেম্বর ২০২৪
অফিসিয়াল পোর্টালনিচে রয়েছে

সাম্প্রতিক আপডেট অনুসারে, গেট পরীক্ষার জন্য আবেদনের পোর্টাল সম্ভবত আগস্ট মাসেই খুলে যাবে।অ্যাপ্লিকেশন উইন্ডো ৩০ শে আগস্ট থেকে খোলা হবে এবং ৩০ শে সেপ্টেম্বর অব্দি আবেদন প্রক্রিয়া চলবে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ গুলি পোর্টালের তরফ থেকে আপডেট দিয়ে দেওয়া হবে।

কোন কোন বিষয়ের উপরে গেট পরীক্ষা নেওয়া হবে?

২০২৫ এই গেট পরীক্ষা মূলত ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার আর কমার্স, সাইন্স, আর্টস হিউম্যানিটি এর উপরে নেওয়া হবে। উল্লেখ্য গেট হল একটি জাতীয় স্তরের পরীক্ষা এবং এর ফলাফল পরবর্তী তিন বছর অব্দি অব্যাহত থাকবে। GATE 2025-এ মোট 30 টি পেপারে পরীক্ষা নেওয়া হবে।

এছাড়াও গেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা প্রমুখ বিষয়ের মাস্টার্স প্রোগ্রাম এবং ডক্টরাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষায় উপযুক্ত রেঙ্ক মাধ্যমে পরীক্ষার্থীরা বিভিন্ন শাখায় বিভিন্ন বিষয় নিয়ে মাস্টার্স ডিগ্রী করার সুযোগ পাবেন।

অবশ্যই দেখো: Online Residential Certificate: বিনামূল্যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বের করুন মোবাইলে! পদ্ধতি

GATE 2025 Dates & Notification Download: গেটের সময়সূচি ডাউনলোড

1. গেটের সময়সূচী ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে গেটের অফিশিয়াল পোর্টাল gate2025.iitr.ac.in প্রবেশ করতে হবে।

2. এরপর হোমপেজে GATE 2025 Schedule অপশনে ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক করলে আপনার সামনে সময়সূচী হয়ে যাবে এবং ডাউনলোড করার অপশন থেকে তার সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

আই আই টি Roorkee গেট ২০২৫ অফিসিয়াল ওয়েবসাইটgate2025.iitr.ac.in
বিজ্ঞপ্তি এবং সময়সূচি ডাউনলোডDownload

আরো জানো: IAS Officer: IAS হতে চান? শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা বিস্তারিত

প্রতিটি পেপারের বিস্তারিত বিবরণ সহ অন্যান্য যোগ্যতা ইতিমধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে আপনারা দেখে নেবেন এবং উক্ত তারিখের আগে অবশ্যই আবেদন ফরম পূরণ করে নেবেন যাতে পরীক্ষাতে বসতে পারেন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram