GDS Application Document Required: গ্রামীণ ডাক সেবক আবেদনের জন্য কি কি লাগবে? দেখে নাও

GDS application required Documents

Post Office GDS Application 2024 Document Required: পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদন শুরু হচ্ছে ১৫ জুলাই ২০২৪ থেকে। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই নিয়োগের জন্য অপেক্ষা করছিলে এবং পোস্ট অফিসের এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই জানা জরুরি যে পোস্ট অফিসের গ্রামীন ডাক সেবক পদে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? আবেদনের সময় কি কি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে? কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে?

   

এছাড়াও সিলেকশন হয়ে যাওয়ার পরে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে? অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে আজকের এই প্রতিবেদনে।

আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে

তোমরা যারা পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে চাইছো, এক্ষেত্রে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট ও তথ্য সঙ্গে রাখতে হবে সেগুলির লিস্ট নিচে দেওয়া হয়েছে।

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • মাধ্যমিকের মার্কশিট
  • পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ
  • আধার কার্ড
  • সিগনেচার
  • বৈধ মোবাইল নাম্বার
  • বৈধ ইমেইল আইডি

বিস্তারিত পড়ুন » Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক – যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু দেখে নাও।

কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে

আবেদন করার সময় সকল ডকুমেন্টস সঙ্গে রাখার প্রয়োজন হলেও শুধুমাত্র কয়েকটি ডকুমেন্টে আপলোড করতে হবে। কারণ বাকি ডকুমেন্টগুলো থেকে শুধুমাত্র তথ্য নিয়ে ফর্মটি পূরণ করা হবে। আবেদন করার সময় শুধুমাত্র (১) পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ ও (২) সিগনেচার আপলোড করতে হবে।

নংডকুমেন্টসের নাম ফাইল ফরমেটফাইল সাইজ
১)সাম্প্রতিক ছবি (Recent Photograph).jps/.jpeg50 KB এর মধ্যে হতে হবে
২)সই (Signature).jps/.jpeg50 KB এর মধ্যে হতে হবে

সিলেকশনের পর কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে

যদি তোমার পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে সিলেকশন হয়ে যায় তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি অরিজিনাল এবং তার সঙ্গে ২ বা ৩ কপি জেরক্স বা তারও বেশি জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • মাধ্যমিকের মার্কশিট
  • আধার কার্ড
  • জন্ম সার্টিফিকেট (Date of Birth Proof)
  • কাস্ট সার্টিফিকেট
  • EWS সার্টিফিকেট (যদি EWS কোটা থেকে আবেদন করেছো)
  • PWD সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ
  • কম্পিউটার সার্টিফিকেট (সর্বনিম্ন ৬ মাস যুক্ত কোর্স)
  • মেডিকেল সার্টিফিকেট

কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট ( OBC NCL, Central SC,ST ও EWS)

এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগে থেকেই জানিয়ে রাখি কেন্দ্র সরকারের যেকোন চাকরির ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় শুধুমাত্র Central Government এর সার্টিফিকেটে গ্রাহ্য করা হয়। যেহেতু GDS হল কেন্দ্র সরকারের চাকরি তাই এক্ষেত্রেও কেন্দ্রের কাস্ট সার্টিফিকেট গ্রাহ্য করা হবে, রাজ্যের যে কাস্ট সার্টিফিকেট এবং EWS সার্টিফিকেট রয়েছে সেগুলি গ্রাহ্য করা হবে না।

GDS নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটিতেই কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট গুলি দেওয়া হয়েছে। তাই অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট আগে থেকেই বানিয়ে রাখো কারণ এটি একটি দীর্ঘ প্রক্রিয়া আর মেরিট লিস্ট বেরোনোর পর তোমার হাতে সময় থাকবে মাত্র ১ সপ্তাহ থেকে ১০ দিন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload Notification
পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) অফিসিয়াল ওয়েবসাইটindiapostgdsonline.gov.in

ব্যাংকের চাকরি » IBPS Recruitment 2024: সরকারি ব্যাংকে ৬ হাজার কর্মী নিয়োগ! যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখে নিন

তোমরা যারা পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদের জন্য আবেদন করতে চাইছো তোমরা অবশ্যই অত্যন্ত সাবধানতার সহিত ফর্ম ফিলাপ করবে কারণ এই নিয়োগের ক্ষেত্রে কোনরকম পরীক্ষা হয় না শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার ও ঠিকঠাক ফর্ম ফিলাপ করেছো কিনা তা দেখে মেরিট লিস্ট প্রকাশ করা হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram