কিভাবে পড়াশোনা করলে, মাধ‍্যমিকে/উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করবে? রইল টপারদের টিপস!

Arpita Paul

Published on:

Best Tips to Do Good in Madhyamik or Higher Secondary Exam for Westbengal Students

কিভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে? সামনেই মাধ‍‍্যমিক! তারপরে উচ্চমাধ্যমিকের বোর্ড পরীক্ষা। তাই পরীক্ষার্থীরা ইতিমধ্যে উঠে পড়ে প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি দিন রাত এক করে খেটে যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা আর বাবা মা। কীভাবে মাধ‍্যমিকে ভালো নম্বর পাওয়া যেতে পারে তা নিয়ে সংশয় সবার মনেই। আদৌ বেশী পড়লেই ভালো ফল হবে কী? অনেক সময় দেখা যায় একজন পরীক্ষার্থী ১২ ঘন্টা পড়ে যে ফল করে একই পড়া অন‍্য পরীক্ষার্থী মাত্র ৪ ঘন্টায় পড়ে তার থেকে ভালো ফল করতে পারে। আর অল্প খেটে ভালো ফল কীভাবে করা যায় সেই ট্রিকস এই প্রতিবেদনে আলোচনা করব (Best Tips to Do Good in Madhyamik or Higher Secondary Exam for Westbengal Students)।

মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য সেরা টিপস

How to Get Good Marks in Madhyamik or Higher Secondary Exam: ছাত্রছাত্রীদের অবশ্যই সম্পূর্ণ সিলেবাস পড়ে তারপরেই এই ট্রিকস ফলো করতে পারো। কেননা পুরোপুরি শর্টকাট পদ্ধতি পরীক্ষায় ভালো ফলের পরিবর্তে হিতে বিপরীত হতে পারে। আর যারা ডুয়াল কোর্সের পড়াশুনা একসঙ্গে পড়ার চেষ্টা করছ বা পাশাপাশি আইটিআই বা পলিটেকনিকের পরীক্ষার জন‍্যও প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলব যে কোন একটি দিকে লক্ষ‍্যের সিদ্ধান্ত নাও। তাহলে চলো এক এক করে টিপস গুলো জেনে নিই –

গুরুত্বপূর্ণ অধ‍্যায়গুলি তৈরী করো

প্রথমে পরীক্ষার সিলেবাসে থাকা মোট অধ‍্যায়গুলি থেকে অল্প বেশী দু একটি প্রশ্ন প্রায়ই থাকে। তবে স্কুল বা প্রাইভেট টিউশন গুলি থেকে অল্প দু একটি অধ‍্যায়ের উপর বিশেষ জোর দেওয়া হয়। সেই অধ‍্যায়গুলি গুরুত্ব সহকারে পড়লে পাশাপাশি কোন অধ‍্যায় বাদ গেলেও একশো শতাংশ উত্তর দিয়ে আসা সম্ভব।

নির্দিষ্ট রুটিন ঠিক করো

রোজ পড়াশুনার জন‍্য নির্দিষ্ট রুটিন ঠিক করুন।যেমন যদি পরীক্ষার আর মাত্র ২০ দিন যদি বাকি থাকে আর মাত্র ৪০ টি পৃষ্ঠা বাকি থাকে তবে আপনাকে রুটিন অনুযায়ী প্রত‍্যেক দিন দুটি পৃষ্ঠা শেষ করতে হবে। তাহলে পড়া ঠিক মত রুটিন করে অন্তত পরীক্ষার আগে সিলেবাস শেষ করার প্রস্তুতি নিয়ে নাও। তাহলে হাতে পুনরায় সিলেবাস রিভাইস করার সুযোগ থাকবে।

লেখার অভ‍্যাস রাখতে হবে

কোন পাঠ‍্য বিষয় পড়ে লিখে রাখলে তা বেশী দিন অবধি মনে থাকে। তবে পরীক্ষার জন‍্য কোন গুরুত্বপূর্ণ পড়া মুখস্থ করে যদি ভুলে যাও তবে তা পুনরায় পড়ে খাতায় লিখে নাও। আর আপনার এরকম অভ‍্যাসে দীর্ঘদিন পড়া মনে থাকবে ও তা বুঝতে সুবিধা হবে।

গুরুত্বপূর্ণ টপিকের উপর বেশি সময় দাও

বিগত বছরে যে সকল বিষয়গুলি পরীক্ষায় চলে এসেছে সেগুলি মার্ক করে রাখো। এরপর যে সকল টপিকগুলির উপর সর্বাধিক প্রশ্ন এসেছে সেগুলি বারবার পড়ে অভ্যাস করে ফেলো, ফলে ফের পরীক্ষায় সেই টপিক থেকে কোন প্রশ্ন এলে নিঃসন্দেহে তা নামাতে পারবে।

মিস করবেন না: বিনামূল্যে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কোর্স করাচ্ছে TATA! কীভাবে আবেদন করবেন? জেনে নিন

পড়াশোনার জন‍্য শান্ত পরিবেশ

পড়াশুনার জন‍্য উপযুক্ত পরিফেশ নির্ধারন করা বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারনত শান্ত ও কোলাহল বিহীন পরিবেশ পড়াশুনার জন‍্য বিশেষ উপযোগী। সকাল বেলার দিকে (বিশেষ করে ভোরবেলা, যদি ওঠা সম্ভব হয়) ও রাতের দিকে পড়াশুনা করলে পড়া অনেকটাই মনে রাখা সম্ভব হয়

নিয়মিত মক টেস্ট দিতে হবে

ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া খুবই প্রয়োজনীয়। বাজার চলতি কোশ্চেন ব‍্যাঙ্ক বা অনলাইনে পাওয়া প্রশ্নোত্তরের বই থেকে সহজেই নির্দিষ্ট সময় বেধে প্রশ্নগুলি সমাধান করতে পারো। কিংবা তোমরা যেসব স্যারদের কাছে প্রাইভেট টিউশন পড়ো সেখানেও এই বিষয়ে ছোট ছোট পরীক্ষা দিতে পারো। প্রত‍্যেকদিন এক একটি বিষয় নিরীখে একটি করে প্রশ্নপত্র সমাধান করো। ফলে প্রশ্ন বিষয়ক সুষ্পষ্ট‍্য ধারনা হবে পাশাপাশি নির্ধারিত সময়ে প্রশ্ন সমাধান করার উপায়ও করায়ত্ত হবে।

কঠিন বিষয়গুলি টিচারদের কাছে বুঝে নাও

অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা সহজ বিষয়টি বারবার পড়তে আগ্রহী থাকে ফলে কঠিন বিষয় বা অধ‍্যায় গুলি সরিয়ে রাখে। আর সেগুলি থেকে প্রশ্ন এলে ছেড়ে দিতে হয়। তাই সহজ অধ‍্যায়গুলির পরিবর্তে কঠিন অধ‍্যায়গুলির উপর জোর দাও ও পাশাপাশি সহজ অধ‍্যায়গুলি বারবার চর্চা করতে থাকো। কোন জায়গায় বুঝতে সমস্যা থাকলে সেগুলি শিক্ষক বা শিক্ষিকার কাছে গিয়ে বুঝে নাও, ফলে বিষয়টি সহজেই করায়ত্ত করতে পারবে

বারবার প্র্যাকটিস করো

কথায় আছে “Practice makes a Man Perfect”- তাই যত বেশি অনুশীলন করবে তত ভালো ফল করা সম্ভবনা বাড়বে। অনেকের অংক বা বিজ্ঞান বিষয়ক বিষয়গুলিতে ভীতি থাকে, তো সে ক্ষেত্রে সেগুলো মুখস্ত না করে যতটুকু সময় সেগুলিতে বেশি দেওয়া যায় সেদিকেই লক্ষ্য রাখতে হবে।

আরো পড়ুন: PM Kaushal Vikas Yojana: ৮০০০ টাকা সঙ্গে বিনামুল‍্যে কোর্স করাচ্ছে কেন্দ্র সরকার! জানুন কারা পাবেন?

মাধ‍্যমিক/বা উচ্চমাধ্যমিক পরীক্ষা তো আর হাতে গোনা কয়েকটা দিন। তাই এবারে যারা ফাইনাল বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ তারা পড়াশুনার জন‍্য এই ট্রিকস গুলি মেনে চলতে পারো (Get Good Marks in Madhyamik/HS) পাশাপাশি গৃহ ও স্কুল শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ অবশ্যই পালন করো। ‘EduTips’ এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের জন‍্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন রইল

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram