জিপি বিড়লা স্কলারশিপ নিয়ে আরো একটা বড় আপডেট! পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য অন্যতম সেরা এই প্রাইভেট স্কলারশিপ যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পড়াশোনার খরচ হিসেবে প্রতি মাসে টাকা এবং বই কেনার টাকাও পেয়ে থাকে।
এই স্কলারশিপের শেষ তারিখ ছিল 15 আগস্ট কিন্তু বর্তমানে স্কলারশিপ এর শেষ তারিখ আরও বাড়ানো হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার্থে, যাতে আরো বেশি ছাত্রছাত্রী আবেদন করতে পারে। নতুন তারিখসহ বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গ জিপি বিড়লা স্কলারশিপ আবেদনের তারিখ বাড়ানো হলো
প্রথম ভাগে আবেদন সঠিকভাবে সম্পন্ন হলেও উচ্চমাধ্যমিক পাস করে যেসব ছাত্রছাত্রীরা নতুন কলেজে ভর্তি হচ্ছে বা এখনো হতে বাকি আছে তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
অনলাইন এবং অফলাইন দুইভাবে এই স্কলারশিপে আবেদন করা যায়। অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ফরম পূরণ করতে হয় আর অফলাইনের ক্ষেত্রে ফরম পূরণ করে কর্তৃপক্ষের ঠিকানায় জমা করতে হয় স্পিড পোস্ট অথবা সরাসরি।
GP Birla Scholarship Last date 2024: নতুন আবেদনের শেষ তারিখ!
স্কলারশিপ এর নতুন তারিখ দু সপ্তাহ বাড়িয়ে ৩১শে আগস্ট পর্যন্ত করা হয়েছে, GP Birla Scholarship অফিসিয়াল ওয়েবসাইটের নোটিস সেকশনে সেই নিয়ে একটি বার্তাও দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন।
তার সঙ্গে এই স্কলারশিপ সম্পর্কিত ইতিমধ্যে বিস্তারিত একটি পোস্ট ছাত্রছাত্রীর উদ্দেশ্য করে দেওয়া রয়েছে, যেখানে যোগ্যতা স্কলারশিপ আবেদনের স্টেপ বাই স্টেপ তার সঙ্গে অন্যান্য সমস্ত কিছু রয়েছে।
বিস্তারিত: জি.পি. বিড়লা স্কলারশিপে যোগ্যতা, টাকা আবেদন পদ্ধতি দেখে নিন
জিপি বিড়লা প্রাইভেট স্কলারশিপ | |
---|---|
আবেদনের শেষ তারিখ (Last date) | 31.08.24 |
অফিসিয়াল ওয়েবসাইট (GP Birla Educational Foundation) | Click Here |
এখনো কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে সরাসরি এই বিষয়ে কথা বলতে পারো বাংলা সর্বদা ছাত্রছাত্রীদের পাশে আছে তাদের পড়াশোনার ক্যারিয়ার স্কলারশিপে সহায়তা দেওয়ার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »