Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ‍্যতা ও বেতন! দেখে নিন

Westbengal Gram Panchyat Job Post Eligibility, Work Profile and Salary

আমরা গ্রাম অঞ্চলের বাসিন্দারা প্রায় বিভিন্ন কাজের জন্য গ্রাম পঞ্চায়েত অফিস গিয়ে থাকি। সেটাই ইনকাম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থেকে বিভিন্ন প্রশাসনিক ছোটখাটো কাজের জন্য। পঞ্চায়েত অফিসে বিভিন্ন পদের বিভিন্ন সরকারি এবং স্থানীয় কর্মী থাকে।

   

সরকারি কর্মীদের ক্ষেত্রে পদ হিসাবে কিভাবে চাকরি পাবে? বা কি নিয়ে পড়াশোনা করতে হবে? কম্পিউটার জানতে হবে? সমস্ত কিছুর সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আজকের পোস্টে

WB Gram Panchayat Post: পঞ্চায়েতের বিভিন্ন পদের যোগ্যতা ও বেতন

গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং গ্ৰুপ- ডি সহ বিভিন্ন পদ রয়েছে। আমাদের কাছে অত্যন্ত পরিচিত পথ হল পঞ্চায়েত সেক্রেটারি অর্থাৎ সচিব এবং নির্বাহী সহায়ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট।

পাশাপাশি আরও সমস্ত পোস্টগুলির ব্যাপারে নিয়োগের পদ সম্পর্কে বিস্তারিত কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? বেতন কত পাওয়া যাবে? বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল –

Panchayat Karmee: গ্রাম পঞ্চায়েত কর্মী

পঞ্চায়েতের সমস্ত খাতা পত্রের কাজ অর্থাৎ কেরানি বা ক্লার্কের কাজ সমস্ত রকম করতে হয়। খাজনার বিল জমা, সাধারণ বাসিন্দাদের বিভিন্ন ফরম পূরণ সহ বিভিন্ন কাজে সহায়তা করা, তার সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প গুলোর ব্যাপারে সময় বাড়তি কাজ থাকে।

প্রার্থীর যোগ‍্যতা: দশম শ্রেণী পাসে সকল প্রার্থী আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং পাশা প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন: এই পদে যোগ‍্য কর্মী নিযুক্ত হওয়ার পর প্রার্থীর মাসিক বেতন ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা পর্যন্ত হবে।

Nirman Sahayak: নির্মান সহায়ক

নির্মাণ সহায়ক হল একজন গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার। বিভিন্ন বাড়ি, দোকান নকশা অনুমোদন থেকে শুরু করে যেকোনো ধরনের নির্মাণ বিষয়ক সহায়তা প্রদান করা হলো প্রধান কাজ।

প্রার্থীর যোগ‍্যতা: প্রার্থীকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা রাখতে পারেন, অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং। পাশাপাশি আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং পাশা প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন: এই পদে স্থায়ী হিসেবে নিযুক্ত হলে প্রার্থীর বেতন মাস প্রতি ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত ধার্য করা হবে।

Gram Sahayak: গ্রাম সহায়ক কর্মী

সেক্রেটারি এবং নির্বাহী সহায়ককে বিভিন্ন কাজে সহায়তা করা অফিশিয়াল খাতা পত্রের কাজে। তার সঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান করে এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে।

যোগ‍্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ‍্যমিক বা সমতুল‍্য শ্রেণী পাসে সকল প্রার্থী আবেদন করতে পারেন। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং পাশাপাশি প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন: এই পদে কর্মীরা মাসিক বেতন হিসেবে সর্বোচ্চ ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত পাবেন।

Secretary: পঞ্চায়েত সেক্রেটারি (গ্রাম সচিব)

গ্রাম সচিব বা সেক্রেটারি হলেন একজন মুখ্য পদকর্তা, গ্রাম পঞ্চায়েতের যে কোন প্রশাসনিক কাজগুলি পরিচালনা করে, সভার কার্যবিবরণী রেকর্ড করে।

যোগ‍্যতা: প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ‍্যমিক বা সমতুল‍্য শ্রেণী পাস করে রাখতে হবে এবং প্রার্থীকে কোন স্বীকৃত সংস্থা থেকে ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্স করতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন: নিযুক্ত প্রার্থী প্রতিমাসে বেতন হিসেবে ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত পাবেন।

Executive Assistant: নির্বাহী সহকারি

নির্বাহী সহায়ক বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হলেন দায়িত্বপ্রাপ্ত পদকর্তা, প্রশাসনিক সহায়তা প্রদান করে, অফিসিয়াল কাজগুলি পরিচালনা করে এবং গ্রাম পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করে।

যোগ‍্যতা: প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতক স্তরে পাস করে রাখতে হবে এবং প্রার্থীকে কোন স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার কোর্স করতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৪০ এর মধ‍্যে হতে হবে এবং প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বেতন: স্থায়ী কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রার্থীরা ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা অবধি মাসিক বেতন পাবেন।

পরীক্ষা সিলেবাস: WB Gram Panchayat Syllabus PDF (Secretary, Sahayak): পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস

How to Get Gram Panchyat Job: কিভাবে এই পদগুলিতে নিয়োগ এবং চাকরি পাওয়া যায়?

উপরের পথগুলিতে চাকরি পাওয়ার জন্য পঞ্চায়েত নিয়োগ বোর্ডের তরফ থেকে পরীক্ষা দিয়ে পেতে হয়। প্রতিবছর এটার পরীক্ষা হয় না, তবে সামনে দারুণ সুযোগ রয়েছে ২০২৪-২৫ এর পরীক্ষা হতে চলেছে। বর্তমানে রেজিস্ট্রেশন চলছে পরবর্তীকালে পরীক্ষা নেওয়া হবে এবং নিয়োগ হবে।

আশা করি তথ্যগুলো জানা থাকলে কোন পদের জন্য তোমার চাকরি সেরা হবে, তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি ইতি মধ্যেই একটি পোস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো

বিস্তারিত দেখে নিন: WB Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ শূন‍্যপদে নিয়োগ! 

খুব তাড়াতাড়ি এর জন্য আবেদন শুরু হতে চলেছে (অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে পারেন: https://wbprms.in/) পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পরীক্ষাও হবে। কিভাবে ফরম ফিলাপ করতে হবে নতুন ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে তার ওপর খুব তাড়াতাড়ি আপডেট আসতে চলেছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram