HelpOne Scholarship: এই স্কলারশিপে পাবেন ২৫০০০ টাকা! কীভাবে আবেদন করতে হবে? দেখে নিন

HelpOne Scholarship Supported by Eaton India Foundation (2023-24)

HelpOne Scholarship Supported by Eaton India Foundation (2023-24): সকল ছাত্রছাত্রীদের জন‍্য সুখবর। যে সকল ছাত্রছাত্রীরা এখনও কোন স্কলারশিপ প্রকল্পে আবেদন করতে পারো নি বা করো নি তারা অবশ্যই এই স্কলারশিপের প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্গের নাম হেল্প ওয়ান স্কলারশিপ। সমগ্র ভারত জুড়েই ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

   

HelpOne Scholarship 2024: হেল্প ওয়ান স্কলারশিপ

হেল্প ওয়ান স্কলারশিপ – ইটন ইন্ডিয়া ফাউন্ডেশনের তত্বাবধানে সমস্ত দু‍ঃস্থ ও আর্থিকভাবে সহায়সম্বলহীন ছাত্রছাত্রীদের আর্থিক সাহায‍্য দিতেই এই প্রকল্পের উদ্ভাবন। বিভিন্ন ক্লাস ও পড়াশুনার স্তর ভিত্তিতে এই স্কলারশিপ বিতরন করা হয়।

প্রার্থীদের শিক্ষাগত কত টাকা পাবে?

কোন কোন ক্লাসের প্রার্থীরা আবেদন করতে পারবেনমোট বৃত্তির পরিমান
প্রাথমিক ও মাধ‍্যমিক স্তরের ছাত্রছাত্রী২৫০০০ টাকা
মাধ‍্যমিকে নূন‍্যতম ৩৫%, উচ্চমাধ‍্যমিকে নূন‍্যতম ৩৫%, ডিপ্লোমাতে নূন‍্যতম ৩৫%২৫০০০ টাকা
উচ্চমাধ‍্যমিক পাসে কোন পেশাদার কোর্সে ভর্তি২৫০০০ টাকা
প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন‍্য২৫০০০ টাকা
পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন‍্য ২৫০০০ টাকা
আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন‍্য ২৫০০০ টাকা

আবেদনকারীর যোগ‍্যতা (Eligibility)

১. প্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের মধ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মধ‍্যে যে কোন ক্লাসে পাঠরত হতে হবে।

২. বাৎসরিক আয় ৫ লক্ষ টাকার নিচে হতে হবে।

৩. AICTE/NAAC/UGC/Govt স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত থাকতে হবে।

৪. আবেদনকারীর নিজস্ব ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট থাকা বাধ‍্যতামূলক।

৫. যে সকল সন্তানেরা পিতা/ মাকে হারিয়েছে তাদের বৃত্তির পরিমান সাধারনের তুলনায় বেশী হবে।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথিপত্র

  • আবেদনকারীর নিজস্ব ছবি
  • জাতীয় পরিচয়পত্রের প্রমান
  • স্থায়ী ঠিকানার প্রমান
  • পারিবারিক বাৎসরিক আয়ের প্রমান
  • শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তির শংসাপত্র বা রসিদ
  • প্রার্থীর কলেজের প্রারম্ভিক পরীক্ষার মার্কশিট
  • প‍্যান/ আধার কার্ড।

প্রসঙ্গত উল্লেখ‍্য, উপরে উল্লিখিত সকল ডকুমেন্ট গুলি jpeg/png ফরম‍্যাটে আপলোড করতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ (Application Process)

আবেদন শুরুর তারিখবর্তমানে আবেদন খোলা রয়েছে
আবেদন শেষের তারিখ১৫/২/২০২৪ (১৫ই ফেব্রুয়ারি আবেদন চলবে)

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন » Check Update (শুধুমাত্র কলেজ ছাত্র ছাত্রীদের বিজ্ঞপ্তিটি দেওয়া রইল বাকি সমস্ত ক্লাস একই ভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছে।)

অনলাইনে আবেদন পোর্টাল: Apply on Vidyasaarathi

আরো আপডেট » SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ঢোকা শুরু! কারা টাকা পেল? কি করতে হবে, পরবর্তী কবে পাবে? দেখে নাও

সহায়তার জন‍্য যোগাযোগ[email protected], অথবা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত রকমের সহায়তার জন্য যোগাযোগ ও আপডেট পাবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram