Higher Secondary: উচ্চ মাধ্যমিকের সঙ্গেই একাদশের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা! নতুন সময়সূচী? দেখে নিন

WBCHSE HS and Semester Exam New Timing Update 2025

WBCHSE HS and Semester Exam New Timing Update 2025: উচ্চমাধ্যমিক ২০২৫ সালের বোর্ড পরীক্ষার পাশাপাশি নতুন সেমিস্টার সিস্টেমে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচীতে বিশেষ আপডেট। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, একাদশ শ্রেণির সেমিস্টার ২ পরীক্ষার সময় সামান্য পরিবর্তিত হয়েছে

   

উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং দ্বিতীয় সেমিস্টার সময়সূচী আপডেট

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকায় ২৩ মার্চ ২০২৫ থেকে শুরু হতে চলেছে দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা (সাধারণ নিয়মে)। সেইসাথে একাদশ শ্রেণির সেমিস্টার ২-এর পরীক্ষাও চলবে নতুন সময়সূচী অনুযায়ী (নতুন সেমিস্টার সিস্টেমে)।

উচ্চমাধ্যমিক বোর্ডের পরীক্ষার সাথেই স্কুলের পরীক্ষাগুলি দুই ভাগে নেওয়া হবে। দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে দ্বাদশ শ্রেণির উচ্চমাধ্যমিক পরীক্ষা, এরপর শুরু হবে একাদশ শ্রেণির সেমিস্টার ২ পরীক্ষা। এই পরিবর্তিত পদ্ধতির ফলে, দ্বাদশ ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষা একই দিনেই হবে।

অবশ্যই দেখবে: HS Exam 11/12: উচ্চমাধ্যমিক উত্তরপত্র লেখা নিয়ে কড়া নির্দেশ সংসদের! না জানলে বাতিল হবে

পরিবর্তিত সময়সূচী ও অফিসিয়াল নোটিশ

Memo No. L/PR/385/2024 | Date: 28.10.2024

Semester II examination of Class XI for the year 2025, has been changed in the following manner
Semester II examinations will be held on each day from 2:00 pm to 04:00 pm (02 hours) except Visual Arts, Music and Vocational Subjects. The examination of these subjects will be of 01 hours 15 minutes duration i.e. from 2:00 pm to 3.15 pm.
বিষয়পরীক্ষার সময়
উচ্চমাধ্যমিক ফাইনাল বোর্ড পরীক্ষাসকাল 10:00 টা থেকে দুপুর 01:15 মিনিট (Unchanged)
একাদশ শ্রেণি (সেমিস্টার ২)দুপুর 2:00 টা থেকে বিকেল 4:00 টা
WBCHSE অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF

নতুন রুটিন: WBCHSE Class 11 2nd Semester Exam Routine: দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার তারিখ ও রুটিন!

যদিও এক ঘণ্টা পরীক্ষায় এগিয়ে আনাতে খুব একটা প্রভাব পড়বে না তা সত্ত্বেও এই ব্যবস্থার ফলে পরীক্ষার্থীদের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেছে শিক্ষক মহল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram